মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের পর ছাত্র হোক বা ছাত্রী সকলের ইচ্ছা থাকে মনের মত বিষয় নিয়ে পড়াশোনা করার কিন্তু অনেক ক্ষেত্রে পড়াশোনার জন্য খরচা পরিবারের তরফ থেকে দেওয়া সম্ভব হয় না। ছাত্রীদের ক্ষেত্রে আরও অনেক রকমের সমস্যা থাকে অনেকেই বাড়ি থেকে বিয়ে দিয়ে দেয়, তাই বেশি দূর পড়াশোনা করতে পারে না।
ছাত্রীদের জন্য অনেক রকমই সংস্থা থেকে পড়াশোনায় আগ্রহী করার জন্য নানারকম সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। সে রকমই একটি স্কলারশিপ ব্যাপারে আজকে আপডেট দেব। যেখানে আবেদনের মাধ্যমে পড়াশোনার খরচের অনেকটাই পাবে বৃত্তি হিসাবে। কি এই নতুন স্কলারশিপ? কিভাবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আবেদন করবেন তা জানতে হলে মন দিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি করুন।
Legrand Empowering Scholarship Program 2024-25
আপনারা সকলেই হয়তো “Legrand” নামে ইলেকট্রনিক্স কোম্পানির নাম শুনেছেন। Buddy4study- এর সহায়তায় এই সংস্থা একটি নতুন স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে এসেছে যার নাম “Legrand Empowering Scholarship Program“। 2022 সাল থেকে এই সংস্থা বিশেষ করে মেয়েদের জন্য এই স্কলারশিপ প্রোগ্রামটি চালু করেছে। প্রতিবছরের মতো এই বছরেরও এই স্কলারশিপের আবেদন চলছে।
লিগ্র্যান্ড স্কলারশিপের সুবিধা কি কি?
ছাত্রীদের একাডেমিক কোর্সের বার্ষিক কোর্স ফি এর 60% খরচ অথবা প্রায় 60,000 টাকা প্রদান করা হবে নির্বাচিত মেধাবী ছাত্রীদের। যেখান থেকে তাদের কোর্সের টিউশন ফি, পড়াশোনা সামগ্রী কেনার খরচ কিংবা পড়াশোনা সম্পর্কিত যাবতীয় খরচ তারা পেয়ে যাবে।
Legrand-স্কলারশিপে আবেদনে কি কি যোগ্যতা লাগবে
শুধুমাত্র ভারতীয় মেয়েরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং গ্রহণযোগ্য হবে।
- ছাত্রীদের আবশ্যক ভাবে B.Tech/ BE/B.Arch/BBA/B.COM/B.SC (Math এবং Science) গ্রাজুয়েট লেভেলে এর মধ্যে যেকোনো একটি বিষয় নিয়ে পাঠরত হতে হবে।
- 2024 সালে, অর্থাৎ এই বছর উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে ছাত্রীদের অন্তত 70% নম্বর পেতে হবে।
- ছাত্রীর বার্ষিক পারিবারিক আয় 5,00,000 (৫ লাখ)-এর কম হতে হবে।
সবার জন্য: Vidyadhan Scholarship: মাধ্যমিক পাশে ১০ হাজার টাকা বিদ্যাধন স্কলারশিপ! অনলাইন আবেদন করতে হবে
Documents: কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে?
- আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো।
- বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের এডমিট।
- আধার কার্ড।
- Class 10 ও Class 12 এর মার্কশিট।
- পারিবারিক বার্ষিক আয়ের সার্টিফিকেট।
- কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তির যাবতীয় ডকুমেন্টস ফি পেমেন্ট সহ (অবশ্যই বর্তমান বছরের)।
Legrand Scholarship Online Application Process: স্কলারশিপে অনলাইন আবেদন প্রক্রিয়া
কিভাবে apply করবে এই স্কলারশিপের জন্য? আবেদন করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে (https://legrandscholarship.co.in/) যেতে পারেন।
- প্রথমে ওয়েবসাইটে গিয়ে “Legrand Empowering Scholarship Program 2024-25” স্কলারশিপ বারে “Apply now” বাটনে ক্লিক করতে হবে।
- এরপরে আবেদন পেজে “Start application button” এ ক্লিক করে ফরম ফিলাপ চালু হবে।
- এরপর যাবতীয় তথ্য পূরণ করতে হবে উক্ত ফর্মে এবং প্রয়োজনীয় documents upload করতে হবে।
গুরুত্বপূর্ণ তারিখ এবং অনলাইন আবেদনের ওয়েবসাইট
আবেদনের শেষ তারিখ | 15 July 2024 |
আবেদনের সরাসরি লিংক | Online Apply |
আরো দেখো: নবান্ন স্কলারশিপ ২০২৪, পড়ুয়াদের ১০০০০ টাকা! অনলাইনে আবেদন দেখে নিন
সমস্ত তথ্য এবং ডকুমেন্টস সঠিক হলে, submit বাটনে ক্লিক করে দিতে হবে। তবেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনি আপনার ইমেইল আইডিতে অ্যাপ্লিকেশন নম্বর এবং অন্যান্য তথ্য পেয়ে যাবেন। পরবর্তীকালে ছাত্রী স্কলারশিপের জন্য নির্বাচিত হলে তাকে ইমেইল বা এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »