Madhyamik 2024 Gift: প্রত্যেক মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য উপহার ঘোষণা! কবে পাবে? অবশ্যই দেখে নাও

WBBSE towards facilitating the Examinees of Madhyamik Pariksha (SE) 2024

জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার পর এবার ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এরই মাঝে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুশির খবর শোনাল রাজ্য সরকার। রাজ্য সরকারের পক্ষ থেকে সফল ভাবে মাধ্যমিক পরীক্ষার বসা পরীক্ষার্থীদের দেওয়া হবে বিশেষ অনুদান।

   

উল্লেখ্য, এ বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক বদল এনেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্ন ফাঁস রুখতে এ বছর প্রশ্ন পত্রে চালু করা হয়েছে বিশেষ কোড। এবার মাধ্যমিক পরীক্ষার প্রতি পরীক্ষার্থীদের আগ্রহ আরও বাড়াতে এবং স্কুল ছুট কমাতে বিশেষ উদ্যোগী হলো মধ্যশিক্ষা পর্ষদ। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের কি উপহার দেওয়া হবে? কিভাবে ছাত্রছাত্রীরা এর কাছে সেই উপহার পৌঁছাবে? স্কুলে কবে দেওয়া হবে সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তেই হবে।

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুদান!

সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এই বিজ্ঞপ্তি অনুযায়ী সফল মাধ্যমিক পরীক্ষার্থী পিছু ১০ টাকা অনুদান দেওয়া হবে। সরকার অনুমোদিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছেন এমন পরীক্ষার্থীদের এই বিশেষ অনুদান দেওয়া হবে।

মোট বাজেটের পরিমাণ

এই পুরো প্রজেক্টের জন্য ১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ মোট ১০ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হবে এই টাকা। কোনো স্কুলে ১০০ জন মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে, ওই স্কুলকে ১০০০ টাকা দেওয়া হবে। যেই অর্থ প্রত্যেক ছাত্র-ছাত্রীর সম্বর্ধনা অনুষ্ঠানের জন্য খরচ করতে হবে!

মিস করবে না! মাধ্যমিক পাশ করলেই পাবে মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি কাগজপত্র লাগবে? কবে আবেদন জানুন

কিভাবে নাম লেখাতে হবে? কবে পাবেন

গত ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। এ বার এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হলো। পর্ষদ সূত্রে খবর, খুব শীঘ্রই মধ্য শিক্ষা পর্ষদ এ বিষয়ে একটি নতুন পোর্টাল চালু করবে। ইতিমধ্যে এই পোর্টাল তৈরি হয়ে গেছে এবং তা পরীক্ষা নিরীক্ষা মূলক পর্যায় রয়েছে বলে জানা যাচ্ছে। উক্ত পোর্টাল থেকে স্কুল গুলিকে আবেদন করতে হবে এবং ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী টাকা পাঠানো হবে। স্কুলগুলি ছাত্রদের কাছে পৌঁছে দেবে এই অনুদান।

NOTIFICATION: Applying for Grant from each Recognized High School under WBBSE towards facilitating the Examinees of Madhyamik Pariksha (SE) 2024

মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন » Download Notification

অবশ্যই পড়ুন » Madhyamik Pass Scholarship 2024: মাধ্যমিক পরীক্ষার পরেই স্কলারশিপ টাকা? এইগুলো অবশ্যই দেখে রাখো!

প্রসঙ্গত, মাত্র ১০ টাকার অনুদান নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অনেকেই প্রশ্ন করছেন, আজকের সময়ে ১০ টাকা দিয়ে কি হবে? তবে পর্ষদ জানিয়েছে, এই দশ টাকা দিয়ে একজন পরীক্ষার্থী পেন, পেন্সিল কিংবা জলের বোতল কিনতে পারবে। কিন্তু এই দশ টাকা অনুদানের বদলে করোনা পরবর্তী সময় থেকে বেড়ে চলা স্কুল ছুট অনেকটা কমবে বলে দাবি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram