Madhyamik 2025 Mock Test EduTips: মাধ্যমিকের মক টেস্ট প্রস্তুতি সেরা মাধ্যম! বিস্তারিত নোটিশ দেখে নাও

Madhyamik Success Mock Test Question Paper WBBSE 2025

ইতিমধ্যই ৩০০ জনের বেশি ছাত্র-ছাত্রী বিনামূল্যে ‘EduTips মাধ্যমিক সাকসেস‘ মক টেস্ট এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে! তো এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে কিভাবে এই মক টেস্ট তোমরা দেবে?

মক টেস্টের সম্পূর্ণ লাভ ওঠাতে, তার পাশাপাশি নিজের প্রস্তুতিকে শেষবারের মতো যাচাই করে ভুল গুলোর উপর কাজ করার জন্য সঠিক নিয়ম অবশ্যই মানতে হবে।

  1. নিজের প্রতি সৎ থাকতে হবে, বাড়িতে বসে মক টেস্ট দিচ্ছ মানে পাশে একবার বইটা উল্টে নিলাম বা নোটসটা দেখে নিলাম তা করলে হবে না!
  2. তিন ঘন্টার মধ্যেই সম্পূর্ণ পরীক্ষা দিতে হবে
    কারণ পরীক্ষার হলে ইনভিজিলেটরের সাইন করা, এটেনডেন্ট সিটে সাইন করা ভেরিফিকেশন করানো -এর জন্য বাড়তি পাঁচ থেকে দশ মিনিট চলে যাবে তুমি ধরেই নিতে পারো এবং সবশেষে খাতা সুতো দিয়ে বাঁধা, জমা করা রয়েছে!

কাজেই কেউ যদি মনে করো যে তিন ঘন্টা লেখার টাইম তা কিন্তু মোটেই না। 2ঘন্টা ৪৫ মিনিটের মধ্যে তোমাদের সম্পূর্ণ উত্তরপত্র করে দিতেই হবে, তারপরে বাড়তি কিছু কাজ থাকে এবং সবশেষে উত্তরপত্রটা মেলানো খুব জরুরী!

  1. মক টেস্টের খাতা খুব গুরুত্বপূর্ণ!
    মাধ্যমিকের খাতার প্রথম পাতা (Sample Answer Sheet) তোমাদের ইতিমধ্যেই দেওয়া রয়েছে, সেটাকে তোমরা 6 থেকে 7 টা জেরক্স করবে

তোমরা 4 loose sheet কাগজ এবং একটা জেরক্স পেজ নিয়ে স্টেপল করে নেবে, হয়ে গেল তোমার অরজিনাল মাধ্যমিকের খাতা প্রস্তুতির জন্য! পরবর্তী ক্ষেত্রে লাগলে অবশ্যই নেবে কিন্তু প্রাথমিকভাবে তোমাকে এই খাতাটাই আগে লিখে ভর্তি করতে হবে।

পরীক্ষা শুরুর আগে প্রত্যেকবার নিজের নাম, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে বসবে! রেজিস্ট্রেশন নম্বর লিখবে যেহেতু রোল নম্বর এখনো তোমরা পাচ্ছো না তাই স্কুলের রোড নম্বরটাই ওখানে লিখবে।
লুজ শিট নেওয়ারও উপায় আমি বলে দেব…

  1. ইংরেজির (English- SL) ক্ষেত্রে যেহেতু উত্তরপত্রের পরীক্ষা হবে তাই তোমরা ইংরেজিটা অবশ্যই প্রিন্ট আউট বের করবে, সে ক্ষেত্রে যদি খরচা বেশি পড়বে মনে হয় তোমরা যেখানে টিউশন পড়ো, সেই স্যারের কাছে করতে পারো। একজন প্রিন্ট আউট করে বাকি সবাই জেরক্স করে নেবে। আমি বলছি শোনো, এই সুব্যবস্থাকে কাজে লাগাবো আমরা যথেষ্ট পরিশ্রম করে প্রশ্নপত্র টা তৈরি করেছি!
  2. পরীক্ষার সময়ে একদম যেমনভাবে পরীক্ষা এটেন্ড করো সেরকমই করবে। পুরো ৯০ নম্বর উত্তর লেখার চেষ্টা করবে, পরবর্তীকালে বাড়তি বা অথবা যে প্রশ্নগুলো রয়ে যাচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই পরে একবার দেখে নেবে। পারলে লিখে নেবে।

কারণ বলতে পারো এটাই তোমার লাস্ট মিনিট সাজেশন তার পাশাপাশি মক টেস্ট প্র্যাকটিস!! বাড়িতে অবশ্যই ঘড়ি ধরে কিন্তু পরীক্ষা দেবে। পারলে অ্যালার্ম লাগিয়ে নেবে (3 Hour সেট করে নেবে) সবথেকে ভালো তিন ঘন্টার এলার্ম লাগিয়ে নেবে।

  1. তোমার যদি সময় এভেলেবেল না থাকে বা ঐ সময় ফাঁকা না থাকো তাহলে কিভাবে এটা দেবে?

মক টেস্ট নেওয়ার প্রধান কারণ পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুত করা সে জন্যই পরীক্ষা হলের সময়টাতে রাখা হয়েছে। তাই এক্ষেত্রে দেওয়া হলে সবথেকে বেশি সুফল পাবে বলে আমরা আশা রাখছি। তবে তোমরা চাইলে সেই দিনের মধ্যেই অন্য পরে দিতেই পারো তবে তিন ঘন্টার টানা বসে দিতে হবে।

  1. প্রশ্নপত্র গুলো কোথায় পাবে?
    প্রশ্নপত্র যেমনভাবে মকটেস্ট হয়েছিল এডুটিপস অ্যাপে (EduTips App) আসবে-এর জন্য কোন টাকা লাগবে না এবং পরীক্ষা চলা পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন অ্যাপ এতেই ফ্রিতে অ্যাভেলেবেল থাকবে… এখানে শুধু তোমরা দেখে পরীক্ষা দিতে পারবে ডাউনলোড করে বা প্রিন্ট আউট করতে পারবে না!
  2. ডাউনলোড বা প্রিন্ট ভার্সন এর জন্য তোমাদেরকে কিন্তু পে করতে হবে [+20] বাংলা+ইংরেজি মিলিয়ে.. তো সেক্ষেত্রে কারো যদি অনলাইন পেমেন্ট না থাকে তারা সাইবার ক্যাফেতে গিয়েও আমাদের টাকা পাঠিয়ে দিতে পারো…. এমনিতেও তোমাদের প্রিন্ট আউট বা জেরক্স করতে অনলাইন দোকানে যেতেই হচ্ছে একবার।
  1. বাকি সমস্ত বিষয়গুলোর জন্য ত্রিশ টাকা [30 টাকা (5×6=30) পাঁচ টাকা করে] তোমরা চাইলে নাও নিতে পারো, অ্যাপ থেকেই পরীক্ষা দিয়ে দিতে পারবে, কিন্তু আমি তোমাদের বলব অবশ্যই তোমরা এটা সংগ্রহ করে নাও এই যে ৫০ টাকা তোমরা দেবে না এটার অ্যাকচুয়ালি বাজার মূল্য হাজার টাকারও বেশি। বিভিন্ন সংস্থা এই একই ভাবে তোমাদের মক টেস্ট ১০০০-২০০০ টাকা করে নিয়ে থাকে, এখানে তোমরা মাত্র ৫০ টাকা প্রশ্নপত্র কেনা আর ৫০ টাকার খাতা এবং প্রিন্ট আউট খরচ ১০০ টাকাতে মাধ্যমিকের জন্য নিজের সেরা দিতে পারবে।

তার পাশাপাশি তোমরা যদি প্রশ্নপত্র কেনো, তাহলে আমাদেরও কিছুটা আর্থিকভাবে সাহায্য হবে, কারণ বর্তমান বাজারমূল্যে বিনাপয়সাতে কিছু দেওয়াটা যথেষ্টই চাপের ,আমাদেরও অ্যাপের খরচা রয়েছে, ওয়েবসাইটের খরচা রয়েছে তাই তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে যদি সম্ভব হয় তোমরা অবশ্যই কিন্তু প্রশ্নগুলো সংগ্রহ করে নিও

  1. খাতার মূল্যায়ন কিভাবে হবে?
    বেশি ছাত্র বা ছাত্রী হওয়ার কারণে এই মুহূর্তে খাতার মূল্যায়ন করা সম্ভব নয়… তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেকটা প্রশ্নের বিস্তারিত সলিউশন ইউটিউবে ভিডিও আকারে বা পিডিএফ আকারে অ্যাপেতেই পোস্ট করে দেওয়া হবে। তোমরা মিলিয়ে নিতে পারো। অথবা নিজেদের টিউশন স্যার কে দিয়ে খাতার চেক করিয়ে নিলে সব থেকে ভালো হয়।
  2. তবে ছাত্র বা ছাত্রীরা চাইলে তাদের খাতা আমাদের পাঠাতে পারে তবে সেটা সম্পূর্ণ স্বেচ্ছা, কোন বাধ্যতামূলক থাকছে না… যদি সম্ভবপর হয় আমরা কয়েকটা খাতা দেখতে পারি!
  3. তোমাদের এতকিছু বলার পরও একটা মিটিং করা হবে গুগল মিট (Google Meet) যেখানে তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া হবে এবং কিভাবে তোমরা আরো ভালোভাবে কিছু করতে পারবে সেগুলোতে তোমাদের মোটিভেট করা হবে।

কি কি করবে না??
যদি মক টেস্টের রুটিন ফলো করতে না পারো, তাহলে নিজের মতো রুটিন বানিয়ে নেবে! তবে একটা দিনে যেন একটা পেপারেই পরীক্ষা দেবে অথবা তোমার যদি প্রথমের দিকের বা কোন পেপার মিস হয়ে যাচ্ছে সেটাকে তুমি শেষের দিকে নিয়ে চলে যেতে পারোকিন্তু কখনোই একদিনে দুটো পেপার দিতে যাবে না এবং পেপার যেই বিষয়ের রয়েছে আগের দিন রাতে এবং সেই দিনের সকালে একবার ভালো করে শর্ট রিভিশন মেরে নেবে, এতে তোমার পরীক্ষাটা আরো ভালো হবে। এবং আত্মবিশ্বাস বাড়বে…

তোমাদের তথ্য দেখে যেটা বুঝেছি তোমরা যথেষ্ট ভালো প্রস্তুতির জায়গাতে রয়েছো💙 ! সেক্ষেত্রে যদি মক টেস্টের পারফরম্যান্স কোন কারনে কিছু খারাপ হয়ে যায়, একদম ডিমটিভেট হবে না। কারণ মক টেস্টে তোমাদেরকে একটু ঘুরিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, ঘাবড়ে যাবার কিছু নেই, তোমাদের সহজ প্রশ্নই হবে এবং তুমি সব প্রশ্নের উত্তর সময়ের মধ্যে করে আসতে পারবে

মক টেস্ট দেওয়ার পরে কি করবে?
24 তারিখে মক টেস্ট শেষ হয়ে যাচ্ছে!
25তারিখ থেকে শুরু হবে সেটা অ্যানালিসিস এর কাজ… নিজের ভুলগুলো ধরা, যেগুলোর উপর কাজ করা, কিভাবে আরো বেটার করা যায় – সেগুলো নিয়ে আলোচনা করা। কোন জায়গায় শেষ মুহূর্তে খামতি রয়ে যায় সেটা জানুয়ারি মাসের মধ্যেই যেন সবকিছু ঠিকঠাক হয়ে যায়

ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন করে কোন কিছু হবে না, তখন শুধুমাত্র এই মক টেস্টের খাতা গুলো একবার দেখবে, যদি সাজেশন নিয়ে থাকো সেটা একবার দুবার চোখ বুলাবে, পাঠ্য বইটাকে ডিটেলসে পড়ার দরকার নেই, একবার চোখ বুলাবে আর একটু রিল্যাক্স থাকবে।

শরীরের যত্ন নেবে, সঠিক সময় ঘুমাবে তিন মাস যথেষ্ট পরিশ্রম করেছ তার প্রভাব যেন শেষ দশ দিনে ক্লান্তি যেমন শরীরে না থাকে। এফিসিয়েন্সি বাড়াতে সঠিক ঘুমানো ৭ ঘন্টা অবশ্যই দরকার, না হলে পরীক্ষার দিনে জার্নি করে পরীক্ষা দিতে যাবে বাড়ি থেকে দূরে বাসে বা গাড়িতে তারপর সেখানে গিয়ে ক্লান্ত হয়ে যাবে।

নিজেদের পরীক্ষাটা নিজেরাই দাও ভালো করে দাও আমরা সব সময় পাশে রয়েছি তোমাদের। শুভকামনা ও ভালোবাসা এবং সারাজীবন সাপোর্ট থাকবে 💙

গুরুত্বপূর্ণ তথ্য এবং Noticeলিঙ্ক
📲 মক টেস্ট পরীক্ষার নিয়ম, রুটিন ও টিপস [Notice] 5 PagesDownload PDF
Free মক টেস্ট অনলাইন রেজিস্ট্রেশন লিংকRegister Now!
EduTips App গুগল প্লে স্টোর লিংকDownload Now

Madhyamik Success Mock Test 2025🔥💯 *মাধ্যমিক 2025 পরীক্ষার অবিকল প্রশ্নপত্র প্যাটার্ন* এবং সর্বাধিক কমনযোগ্য শেষ মুহূর্তের প্রশ্ন ✅️ 7 টি বিষয়ে তোমাদের মকটেস্ট পরীক্ষা নেওয়া হবে

Join Group

Telegram