নতুন বছরের ১০ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা! সকল পরীক্ষার্থীদের জন্য রইল গুরুত্বপূর্ণ আপডেট। সমগ্র রাজ্যজুড়ে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সুষ্ঠু সহকারে পালনের জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) মোট ১১ দফার একটি গাইডলাইন জারি করেছে, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং পরীক্ষার্থীদের একবার অবশ্যই জানা দরকার। সমস্ত কিছু সহজভাবে নিচে তুলে ধরা হলো –
WBBSE মাধ্যমিক পরীক্ষা পরিচালনার একগুচ্ছ গাইডলাইন্স প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ
এই গাইডলাইন প্রত্যেক ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের কঠোরভাবে মানতে হবে, না হলে থাকবে কড়া পদক্ষেপ। কী কী নিয়ম কানুন রইলো সেই গাইডলাইনে চলুন এক নজরে দেখে নেওয়া যাক –
শিক্ষকদের জন্য কি বলা হয়েছে?
সকল শিক্ষক শিক্ষিকাদের আবশ্যিক ভাবে মধ্যশিক্ষা পর্ষদের প্রতিটি গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। গাইডলাইন অমান্য করলে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে থাকবে কড়া পদক্ষেপ।
- দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা হলে কড়াভাবে নজর রাখতে হবে।
- পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার বৈঠকে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকাকে সশরীরে অংশগ্রহণ করতে হবে।
ছাত্রছাত্রীদের জন্য কি বলা হয়েছে?
- পরীক্ষা কেন্দ্রে অনৈতিক কাজকর্ম নজরে পড়লে দায়িত্ব প্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা অবশ্যই কড়া পদক্ষেপ নিতে পারেন।
- পরীক্ষাশেষে উত্তরপত্রগুলি সাবধানতার জমা নেওয়া সঙ্গে রাখতে হবে কেননা প্রত্যেক ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ এই উত্তরপত্রের উপর নির্ভর করছে। তাই এই সকল কাজগুলি দায়িত্ব সহকারে করতে হবে।
- পরীক্ষার আগে অবশ্যই ছাত্র ছাত্রীদের জন্য হেল্প লাইন চালুর কথা বলা রয়েছে এবং সেটি সময় হলে জানিয়ে দেওয়া হবে।
অন্যান্য কিছু গাইডলাইন
- পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলের পাশে থাকা শৌচালয় গুলিতেও কড়া ভাবে নজর রাখতে হবে।
- যে সকল বিদ্যালয় গুলোতে মাধ্যমিকের সিট পড়বে না সেই বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদের দরকার হলে অংশগ্রহণ করতে হবে।
উল্লেখ্য, ২০২৫ সালে ১০ই ফেব্রুয়ারি থেকে WBBSE মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার নির্ধারিত সময় হল সকাল ১০:৪৫ থেকে দুপুর ২:০০টো পর্যন্ত। সম্পূর্ণ পরীক্ষা ব্যবস্থাতে যাতে কোন সমস্যার সৃষ্টি না হয় সেদিকে কড়া নজর রাখবে মধ্যশিক্ষা পর্ষদ।
🎯 টার্গেট মাধ্যমিক সাকসেস সাজেশন🔥[All 7 Subjects PDF] |
---|
🧩 কোনরকম সহায়তা প্রয়োজন হলে রয়েছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট: +91 9907260741 |
আমাদের তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য বিশেষ উপহার, শেষ মুহূর্তে প্রস্তুতিতে আরো সেরা করতে সংগ্রহ করে নেবেন!
দেখে নিন: Madhyamik Routine 2025: মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন!
আরও আপডেট »