Madhyamik Bengali Question Paper 2024: মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৪ উত্তর সহ, pdf সংগ্রহ করে নাও।

Madhyamik Bengali Question Paper 2024

আজ থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজকে অর্থাৎ ২ রা ফেব্রুয়ারি ছিল মাধ্যমিক বাংলা বিষয়ের পরীক্ষা ছিল। পরীক্ষা শুরু হয়েছিল সকাল ৯:৪৫ মিনিটে এবং পরীক্ষা শেষ হয়েছে দুপুর ১ টাতে। আজকের এই প্রতিবেদনে এবছরের অর্থাৎ ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রটি উত্তর সহ ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে।

তাই যেসকল ছাত্রছাত্রীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমরা অবশ্যই সমস্ত উত্তর গুলো মিলিয়ে নাও। এক্ষেত্রে জানিয়ে রাখি শুধু মাত্র ছোট প্রশ্ন গুলোর উত্তর করে দেওয়া হয়েছে। তাই বড় প্রশ্ন গুলোর উত্তর তোমার অবশ্যই পাঠ্যবই বা সহায়িকা বই থেকে দেখে নাও।

মাধ্যমিক বাংলা প্রশ্নপত্র ২০২৪ (Madhyamik Bengali Question Paper 2024)

২০২৪ সালের মাধ্যমিক বাংলা প্রশ্নপত্রটি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে পিডিএফ ফাইল আকারে দেওয়া হয়েছে।

মাধ্যমিক প্রশ্নপত্র ২০২৪1 MB
Download Pdf

মাধ্যমিক ২০২৪ উত্তরসমূহ

ছাত্র ছাত্রীদের সুবিধার্থে শুধুমাত্র বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন অর্থাৎ MCQ প্রশ্নগুলোর উত্তর নীচে দেওয়া হয়েছে।

দাগ নাম্বারউত্তর
(১)(খ) আট আনা
(২)(গ) গিরিশ মহাপাত্র
(৩)(গ) গুজরাতি
(৪)(ঘ) কাছে দূরে
(৫)(খ) নীল খিলানে
(৬)(গ) অর্জুন
(৭)(খ) সরস্বতী পূজার সময়
(৮)(গ) বাংলা পারিভাষিক শব্দ কম
(৯)(ঘ) সত্যজিৎ রায়
(১০)(খ) সম্বন্ধপদ
(১১)(গ) নিরপেক্ষ কর্তা
(১২)(খ) অপাদান তৎপুরুষ
(১৩)(ঘ) সাধারণ কর্ম
(১৪)(ঘ) মিশ্র বাক্য
(১৫)(ঘ) নঞর্থক বাক্য
(১৬)(ক) কর্তৃবাচ্যে
(১৭)(ক) কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য

EduTips Bangla এর পক্ষ থেকে মাধ্যমিকের সমস্ত বিষয়ের অধ্যায়ভিত্তিক সাজেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। তাই তোমারা যারা এখনো সেই সাজেশন গুলি সংগ্রহ করোনি তোমরা অতি শীঘ্রই সাজেশন গুলো সংগ্রহ করে নাও। বাকি যে পরীক্ষাগুলো বাকি আছে সেই সকল বিষয়ের সাজেশনের পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে।

মাধ্যমিক সাজেশন ২০২৪! সকল বিষয় একত্রে, অধ্যায় ভিত্তিক সমস্ত সাজেশন

Join Group

Telegram