যে সকল ছাত্র-ছাত্রী নবম শ্রেণী উত্তীর্ণ হয়ে দশম শ্রেণীতে ভর্তি হতে চলেছে অর্থাৎ মাধ্যমিক দেবে সেই সকল ছাত্র-ছাত্রী কোন বই পড়লে বেশি লাভবান হবেন অর্থাৎ কোন বই পড়লে মাধ্যমিকে খুব ভালো নাম্বার পাবে এবং কোন বই ছাত্রছাত্রীদের পড়তে সুবিধা হবে। বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।
কিন্তু এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন একটি পাঠ্য বইয়ের তুলনায় একের বেশি পড়লে বইয়ের কোন টপিক বুঝতে বেশি সুবিধা হবে। এছাড়াও ছাত্র-ছাত্রীরা যদি পাঠ্য বইয়ের পাশাপাশি সহায়িকা বই ফলো করে তাহলে পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা তৈরি হবে। আজকের এই প্রতিবেদনে মাধ্যমিকের সকল বিষয়ের সেরা পাঠ্য বই এবং সহায়িকা বইয়ের লিস্ট প্রস্তুত করা হয়েছে।
মাধ্যমিক প্রস্তুতির জন্য সেরা বই
সমস্ত বিষয়ভিত্তিক এবার দেখে নেওয়া যাক মাধ্যমিক প্রস্তুতির জন্য কোন পাঠ্যবই সেরা এবং কোন সহায়িকা বই সেরা। পাঠ্যবই এবং সহায়িকা বই কেনার সময় অবশ্যই মনে রাখবে যে কোম্পানি বা যে লেখকের পাঠ্য বই কিনবে সেই কোম্পানি বা সেই লেখক বাদ দিয়ে অন্য কোম্পানির অন্য লেখকের সহায়িকা বই কেনার। সেক্ষেত্রে তোমরা বেশি লাভবান হবে।
বাংলা
বাংলা বিষয়ের পাঠ্য বই বিদ্যালয় থেকে দেওয়া হয়। এবং বাংলা বিষয়ের সবচেয়ে জনপ্রিয় সহায়িকা বইগুলি হল ১) সরল বাংলা সহায়িকা (মৌলিক লাইব্রেরী), ২) মাধ্যমিক বাংলা সহায়িকা (সাঁতরা পাবলিকেশন)। এছাড়াও বাংলা ব্যাকরনের জন্য সেরা বই হল ১) সিরাজুল ইসলাম (আশা বুক এজেন্সি), ২) পি আচার্য – রায় ও মার্টিন (বিচিত্রা প্রকাশনী), ৩) কালিপদ চৌধুরী (বানী সংসদ)।
ইংরেজি
মাধ্যমিকের ইংরেজি বইটিও বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয়। মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য সেরা সহায়িকা বই হল ১) ছায়া প্রকাশনীর ইংলিশ টিউটর, ২) রায় & মার্টিন ইংরেজি সহায়িকা ৩) সরল মাধ্যমিক ডাইজেস্ট (মৌলিক লাইব্রেরী)। এছাড়াও ইংরেজি গ্রামার প্রস্তুতির জন্য সেরা বইগুলি হল ১) ডি পি ভট্টাচার্য (নিউ লাইট), ২) হাইলাইটস অফ ইংলিশ (দে বুক কনসার্ট)।
গনিত
দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের গণিত বইটিও রাজ্য সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের বিনামূল্যে দেওয়া হয়। গণিত বিষয়ের জন্য কোন সহায়িকা বই না কেনাই ভালো।
ইতিহাস
মাধ্যমিকের জন্য সেরা ইতিহাসের পাঠ্য বই এবং সেরা সহায়িকা বইগুলি হল।
পাঠ্য বই | সহায়িকা বই |
---|---|
১) এ কে এম শারিফুজামান, (প্রান্তিক প্রকাশনী) | ১) সরল ইতিহাস সহায়িকা (মৌলিক লাইব্রেরী) |
২) শচীন্দ্রনাথ মন্ডল (দীপ প্রকাশন) | ২) মানস ভট্টাচার্য (বাণী সংসদ) |
৩) জীবন মুখোপাধ্যায় (নবভারতী প্রকাশনী) | |
৪) সমর কুমার মল্লিক ও প্রশান্ত দত্ত (আই পি) |
ভূগোল
মাধ্যমিকের ভূগোল বিষয়ের সেরা পাঠ্যবই এবং সেরা সহায়িকা বই এর তালিকা নিচে দেওয়া হয়েছে।
পাঠ্য বই | সহায়িকা বই |
---|---|
১) কানাইলাল মন্ডল (বাণী সংসদ) | ১) অধ্যাপিকা দিপালী কুন্ডু – (বুক ইন্ডিয়া) |
২) রনজিত গরাং (প্রান্তিক) | ২) মাধ্যমিক ভূগোল অল্টারনেটিভ (শুভঙ্কর পাল) |
৩) সমরেন্দ্রনাথ মোদক (বিবি কুন্ডু) | |
৪) অনুজবরণ সরকার (ওরিয়েন্টাল) | |
৫) হাজরা ও হাজরা (বুক ইন্ডিয়া) |
জীববিজ্ঞান
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের সেরা পাঠ্যবই এবং সেরা সহায়িকা বইগুলি হল।
পাঠ্য বই | সহায়িকা বই |
---|---|
১) দুলাল চন্দ্র সাঁতরা (সাঁতরা পাবলিকেশন) | ১) ছায়া প্রকাশনী |
২) শুভ্রনীল চক্রবর্তী (ছায়া প্রকাশনী) | ২) প্রান্তিক |
৩) সাঁতরা ও বসু (প্রান্তিক) |
ভৌতবিজ্ঞান
এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের ভৌত বিজ্ঞান বিষয়ের জন্য কোন টেস্ট বই এবং কোন সহায়িকা বই পড়লে ছাত্রছাত্রীরা বেশি লাভবান হবেন।
পাঠ্য বই | সহায়িকা বই |
---|---|
১) ছায়া প্রকাশনী | ১) ছায়া প্রকাশনী |
২) সাঁতারা | ২) সাঁতারা |
৩) ভূইয়া ও সাহা (প্রান্তিক) | ৩) রায় ও মার্টিন |
৪) ধনঞ্জয় সরকার ও ঘোষ (ভট্টাচার্য ব্রাদার্স) | |
৫) অভিনব পাবলিকেশন |
*** মাধ্যমিক প্রস্ততির জন্য ছাত্রছাত্রীদের যে উপরিক্ত বইগুলিই ফলো করতে হবে এর কোন গ্যারান্টি নেই ছাত্রছাত্রীরা চাইলে তাদের স্কুল শিক্ষক এবং গৃহ শিক্ষকের পরামর্শ মেনে বই কিনতে পারে সেক্ষেত্রে তাদের স্কুল এবং কলেজের শিক্ষকের পড়ানোর তালে তাল মিলিয়ে পড়তে বেশি সুবিধা হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »