Madhyamik Online Registration: মাধ্যমিকের রেজিস্ট্রেশন হবে অনলাইনে! মধ্যশিক্ষা পর্ষদের নোটিশ দেখে নিন

Nitya Gorai

Published on:

Westbengal Madhyamik Registration of Class xi will be Online from WBBSE

চিরাচরিত প্রথা অনুযায়ী মাধ্যমিকের রেজিস্ট্রেশন হয় নবম শ্রেণীতে। রেজিস্ট্রেশনের সমস্ত দায়িত্ব স্কুল গুলির ওপরই থাকে, অফলাইনে রেজিস্ট্রেশন ফরম এবং ছাত্র-ছাত্রীর ফটো করে জমা দেয়ার মাধ্যমে এতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন হতো। এবার এই রেজিস্ট্রেশন নিয়েই বড় সিদ্ধান্ত নিল মধ্য শিক্ষা পর্ষদ। ১১ ই জুলাই পর্ষদের তরফ থেকে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনলাইনে হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানতে সমস্ত প্রতিবেদন টি পড়ুন।

নবম শ্রেণীতে মাধ্যমিকের অনলাইন রেজিস্ট্রেশন

চলতি বছরের মাধ্যমিকের রেজিস্ট্রেশন, অর্থাৎ ২০২৬ সালে যেসব পড়ুয়ারা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশন অনলাইনে হবে। আজকের দিনে সবকিছুই অনলাইনে হচ্ছে তাই রেজিস্ট্রেশনটা কেন পুরাতন নিয়মে থাকবে? কাজেই মধ্যশিক্ষা পর্ষদের এই অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি যথেষ্ট সুবিধার হবে বলে আশা করা হচ্ছে।

এতদিন পর্যন্ত এই রেজিস্ট্রেশন একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি ছিল। প্রথমে মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প থেকে স্কুলগুলিকে ফরম সংগ্রহ করতে হতো, তারপর সেগুলি সঠিকভাবে পূরণ করা, রেজিস্ট্রেশনের ফি জমা নেওয়া, আবার ভুল ভ্রান্তি হলে তা কারেকশন বা সংশোধন করা – সব মিলিয়ে মাধ্যমিকের রেজিস্ট্রেশন যেন একটা ছোটখাটো অনুষ্ঠান ছিল

অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কি কি সুবিধা থাকছে

এখন থেকে এত ধাপ কিছু থাকছে না সরাসরি অনলাইন পোর্টালের মাধ্যমে ডিজিটাইজ ভাবে রেজিস্ট্রেশন হবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য উচ্চ মাধ্যমিক সংসদ ইতিমধ্যেই এই অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আগেই চালু করেছে, এবং যথেষ্ট সফল হয়েছে।

ছাত্র-ছাত্রীদের তথ্য তাদের স্কুলের কাছে জমা করতে হবে এবং বাকি সমস্ত পদ্ধতিটা স্কুল দেখে নেবে। ছাত্রছাত্রীরা চাইলে তাদের রেজিস্ট্রেশন ফর্মটি অনলাইনেও তারা চেক করতে পারবে যদি কোন স্কুল ভুল তথ্য জমা করে থাকে, সেটা তারা কারেকশনের জন্য আবেদন করতে পারবে এবং সমস্ত প্রক্রিয়াটি ট্রান্সপারেন্টভাবে হবে।

আরো দেখুন: মেধাশ্রী প্রকল্পে স্কুল পড়ুয়াদের একাউন্টে ৮০০ টাকা দেওয়া শুরু! কারা পাবে? চেক করে নিন

অনলাইনে রেজিস্ট্রেশন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড

N O T I F I C A T I O N

Subject: Introduction of Online Registration for Class IX Students (2024)

The Board is pleased to inform all recognized high schools under the West Bengal Board of Secondary Education about the introduction of an online registration process for Class IX students from the academic year 2024, who will be appearing for the Madhyamik Pariksha (SE) in 2026. This new online registration process is designed to simplify and streamline the registration procedure, making it much more efficient.
WBBSE Online Registration for Class IX Students (2024) Notification
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিনDownload PDF
সমস্ত আপডেটের জন্য ভিজিট করুনwbbse.wb.gov.in

মিস করবেন না: যোগ্যশ্রী প্রকল্পে দেশজুড়ে সাফল্য! নতুন ঘোষণা মুখ্যমন্ত্রীর! সবাই সুবিধা পাবে, দেখে নিন

মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী www.wbbsedata.com পোর্টাল-এর মাধ্যমে আগামী ১৫ই জুলাই সকাল ১১ টা থেকে ৩১ শে জুলাই পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটির লিঙ্ক আমরা দিয়ে দিলাম, অবশ্যই আপনারা ডাউনলোড করে সেটি দেখে নেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram