Madhyamik English Question Paper 2025: মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র ২০২৫! PDF সংগ্রহ করে নিন

Anjan Mahata

Published on:

Madhyamik Engliah Question Paper 2025 PDF

Madhyamik English Question Paper 2025: ১১ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ছিল, এইদিন ইংরেজি বিষয়ের পরীক্ষা ছিল। আজকের এই প্রতিবেদনের মধ্যে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি নিচে দেওয়া রয়েছে।

আগামী বছর যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তোমরা অবশ্যই ২০২৫ সালের মাধ্যমিকের ইংরেজি বিষয়ের প্রশ্নপত্রটি সংগ্রহ করে রেখে নাও! পরবর্তীতে পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করবে বিগত বছরের এই প্রশ্নপত্রটি।

মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র ২০২৫ (Madhyamik English Question Paper 2025 PDF)

WBBSE ইংরেজি বিষয়ের ক্ষেত্রে প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখতে হয় ছাত্রছাত্রীদের এবং এটি পরীক্ষার পর জমা করতে হয়, তাই অন্যান্য বিষয়ের মত ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র টি তাদের সঙ্গে বাড়িতে নিয়ে আসতে পারেনা। মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্রটি নীচে দেওয়া হয়েছে।

মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র ২০২৫3 MB
PDF Download ↓

মাধ্যমিক এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট25whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

সংগ্রহ করে নাও: Madhyamik Suggestion 2025 (All Subject) মাধ্যমিক সাজেশন ২০২৫ সমস্ত বিষয় বিনামূল্যে!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram