WBBSE Madhyamik Pariksha Exam Guidelines 2024: চলতি শিক্ষা বর্ষে অর্থাৎ 2024 সালে যে সকল শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য পর্ষদের তরফ থেকে গুরুত্বপূর্ণ গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ রা ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা চলবে আগামী 12 ই ফেব্রুয়ারি পর্যন্ত। যেহেতু পরীক্ষার আর বেশিদিন সময় নেই তাই পরীক্ষার হলে কিছু নিয়ম কানুন মানতে হবে সমস্ত গাইডলাইন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার্থীদের পর্ষদের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপারটি দেওয়া হয়েছে সেখানেই রয়েছে যে, মাধ্যমিক পরীক্ষার হলে পরীক্ষার্থীদের কি করা চলবে এবং কি করা চলবে না অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ গাইডলাইন। সেই গাইডলাইনটিতে কি বলা হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন, এবং তার সঙ্গেই পিডিএফ ডাউনলোড এর লিংক আপনারা পেয়ে যাবেন।
WBBSE Madhyamik Board Exam Guidelines 2024
For Madhyamik Examinees (পরীক্ষার্থীদের জন্য)
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার সময় আমি নিজে অঙ্গীকারবদ্ধ থাকবো।
- I will be committed myself during the Madhyamik Pariksha
পরীক্ষাকক্ষে আমি মাধ্যমিকের আসল অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যাবো।
- I will carry Original Admit and Registration Card in the Examination hall.
অ্যাটেনডেন্স শিট-এ সই করার সময় আমি প্রশ্নপত্রের ক্রমিক সংখ্যা লিখবো।
- I will write the serial number of the question paper while signing the attendance sheet.
পরীক্ষাকেন্দ্রের ভিতরে আমি অভিভাবককে নিয়ে যাবো না।
- I will not come with Guardians in the examination centre.
পরীক্ষাকেন্দ্রে আমি মোবাইল ফোন নিয়ে যাবো না।
- I will not carry mobile phone in the examination venue.
পরীক্ষাকেন্দ্রে আমি কোনোপ্রকার ইলেকট্রনিক্স যন্ত্র নিয়ে যাবো না।
- I will not carry any electronic gadget in the examination venue.
আমি পুরো সময় শেষ হওয়ার আগে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষাকক্ষ থেকে বের হবো না।
- I will not come out of the examination hall with question papers before completion of the full hours.
আমি কোনো পরীক্ষায় ভালো নম্বর অর্জনের জন্য কোনো অন্যায় উপায় অবলম্বন করবো না।
- I will not adopt any unfair means to achieve better score in any examination UNFAIR PRACTICE
মাধ্যমিক পরীক্ষা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমি এর জন্য আমার যথাসাধ্য চেষ্টা করবো, কিন্তু আমি জানি এটা আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়।
- Madhyamik Pariksha is very important for me and I will do my best for it, but I know it is not my ultimate goal of life.
যে সকল পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উপরোক্ত গাইডলাইনগুলি পরীক্ষা হলে মানতে হবে। কোন ছাত্র বা ছাত্রী যদি মধ্যশিক্ষা পর্ষদের গাইডলাইন অমান্য করে তাহলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হতে পারে।
মাধ্যমিকের এডমিট দেবে এই তারিখে, দেখে নিন » Madhyamik Admit Card 2024 ছাত্রছাত্রীরা কবে হাতে পাবে? জেনে নিন।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার গাইডলাইন ডাউনলোড
পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিক সম্পূর্ণ গাইডলাইন (PDF) | Download PDF ↓ |
মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট | WBBSE |
পশ্চিমবঙ্গের পড়াশোনার খবর থেকে স্কলারশিপ সবার আগে আপডেট পেতে আমাদের হোম পেজ। | EduTips |
উক্ত গাইডলাইনটির পিডিএফ কপি এর লিংক রইল আপনারা চাইলে ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারেন। সমস্ত পরীক্ষার্থীদের আমাদের তরফ থেকে পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »