Madhyamik Pariksha 2024: মাধ্যমিক পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে হবে! ভুল করলে, পরীক্ষা বাতিল হতে পারে

Madhyamik Pariksha Students Must Keep This Things 2024

Madhyamik Pariksha Students Must Keep This Things 2024: জীবনের প্রথম সবচেয়ে বড় বোর্ড পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা। আর এই পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রী সহ পরীক্ষার্থীর বাবা মায়েরাও বেশ সিরিয়াস থাকেন। ২০২৪-র মাধ্যমিক পরীক্ষাও আসন্ন। আর মাত্র কয়েকটি দিন। আগামী ২রা ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। আর পরীক্ষা শুরুর শেষে মুহূর্তে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে এসেছি।

   

মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় পরীক্ষা হলে কোন কোন জিনিসগুলি নিয়ে যাবেন? কিংবা কোন কোন জিনিসগুলি নিয়ে যাবেন না?

পরীক্ষা হলে কোন কোন জিনিস নিয়ে যাবেন?

১) পিচবোর্ড, পেন ও স্কেল: পরীক্ষা হলে অবশ্যই একটি পিচবোর্ড নিয়ে যাবে। সঙ্গে নেবে পেন। লেখার জন্য পেন তো নিতেই হবে। তবে পেন নেবেন নীল ও কালো কালির। এগুলো লাল বা সবুজ কালী সহ অন্যান্য কালীর পেন সঙ্গে নেবেন না। মাথায় রাখবেন, পরীক্ষা দিতে দিতে পেনের কালী ফুরিয়ে যেতে পারে বা পেনে কোনো প্রকার সমস্যা হতে পারে। তাই সঙ্গে দুটি বা তার বেশি নীল ও কালো কালির পেন সঙ্গে নেবেন। আর স্কেল অবশ্যই সঙ্গে নেবে।

২) ঘড়ি: মাধ্যমিক পরীক্ষা ৩ ঘন্টা ১৫ মিনিটের হলেও, বিশাল পরিমান প্রশ্ন থাকার কারণে সময় ধরে ধরে প্রতিটি প্রশ্ন করতে হয়। যে কারণে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই একটি ঘড়ি নিয়ে যাবেন। টাইম ম্যানেজমেন্টের জন্য সঙ্গে একটা ঘড়ি রাখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ।

৩) জলের বোতল: ৩ ঘন্টার বেশি সময় ধরে লিখবেন বা পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। এর মাঝে তেষ্টা তো পাবেই। আর এই তেষ্টা নিবারণ করার জন্য নিজের কাছে অবশ্যই একটি জলের বোতল রেখো।

৪) রুমাল: পরীক্ষা দিতে যাওয়ার সময় সঙ্গে একটি রুমালও রাখবেন। কারণ দীর্ঘক্ষন ধরে লিখতে গিয়ে অনেক সময় পরীক্ষার্থীদের হাত ঘেমে যায়। আর এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই কাছে একটি রুমাল রাখা কিন্তু গুরুত্বপূর্ণ।

৫) জ্যামিতি বক্স: পরীক্ষা হলে অবশ্যই সঙ্গে একটি জ্যামিতি বক্স সঙ্গে রাখবেন। বিশেষত অঙ্ক ও জীবন বিজ্ঞান পরীক্ষার জন্য। যে সব পরীক্ষায় আঁকতে হচ্ছে সেই সব পরীক্ষার জন্য সঙ্গে একটি পেন্সিল, পেন্সিল কম্পাস ও রাবার সঙ্গে নেবেন।

৬) এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন: মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বা পরীক্ষা দিতে যাওয়ার সময় অবশ্যই সঙ্গে এডমিট কার্ড ও রেজিস্ট্রেশন। উপরিউক্ত জিনিসগুলির কোনো একটি ভুলে গেলে পরীক্ষা দিতে পারবেন। তবে এই দুটি জিনিস নিয়ে যেতে ভুলে গেলে পরীক্ষা দিতেই পারবেন না। তাই পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে সঙ্গে এডমিট ও রেজিস্ট্রেশন রয়েছে কিনা তা একবার দেখে নেবেন।

পরীক্ষার্থীদের জন্য » Madhyamik Exam Guidelines 2024: মাধ্যমিকের গাইডলাইন প্রকাশ করল পর্ষদ! ডাউনলোড করে দেখে নিন

কোন কোন জিনিস নিয়ে যাবেন না?

পরীক্ষা দিতে যাওয়ার সময় কয়েকটি বিষয় মাথায় রাখেবন। যে পিচবোর্ড সঙ্গে নেওয়া হবে, তাতে যেন কোনো প্রকার কাগজ না মারা থাকে। টাকা পয়সা, চশমা, গহনা ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো পরীক্ষার জন্য প্রয়োজন নেই, সেগুলি সঙ্গে নিয়ে যাবেন না। এছাড়া সঙ্গে স্মার্ট ওয়াচ, মোবাইল বা ক্যালকুলেটরের মতো কোনো ইলেকট্রনিক জিনিস সঙ্গে রাখবে না।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার গাইডলাইন ডাউনলোড

পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য মাধ্যমিক সম্পূর্ণ গাইডলাইন (PDF)Download PDF ↓
মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইটWBBSE

শেষ মুহূর্তের সাজেশন » Madhyamik Suggestion 2024 (All Subject) মাধ্যমিক সাজেশন ২০২৪ সমস্ত বিষয় বিনামূল্যে! সংগ্রহ করে নাও

এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। পরীক্ষা দিতে যাওয়ার সময় উপরিউক্ত বিষয়গুলি মাথায় রেখে পরীক্ষা দিতে যাবে। আমাদের ওয়েবসাইটের তরফ থেকে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং জীবনের প্রথম বড় পরীক্ষার উপর অনেক কিছু নির্ভর করে। তাই তোমাদের পরীক্ষা খুব ভালো হোক – All The Best!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram