Madhyamik Pariksha 2024: Big decision after looking at Madhyamik exam report! Students will be benefited, new rules will be introduced from WBBSE Board.
বাংলা এডুকেশন ডেস্ক, ১৬ই জানুয়ারি ২০২৪: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্কুলস্তরের ছাত্রছাত্রীদের জীবনে বড় পরীক্ষা হওয়ায় টুকিটাকি ভুলের জন্য প্রাপ্ত নম্বরের তালিকা পর্ষদ থেকে নির্ধারিত হয়। একটি ছাত্র বা ছাত্রী ঠিক কতটা লিখলে কত নম্বর পেতে পারেন তাও নির্ধারন করেন মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন করছেন না, নম্বর পর্ষদের নিয়ম অনুসারে দিচ্ছেন না আর নয়ত নম্বরের গোনায় ভুল! আর ঠিক এই কারনে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একলাফে ১৫০ এর ও বেশী শিক্ষকের মূল্যায়ন নিয়ে জরুরি নোটিশ ঘোষণা করল পর্ষদ।
মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে পর্ষদের বিশেষ ঘোষনা
কিন্তু সম্প্রতি আসন্ন মাধ্যমিক পরীক্ষার খাতা মূল্যায়নের বৈঠকে সকল শীর্ষস্তরের পরীক্ষক সহ বিভিন্ন মাধ্যমিক স্তরের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ডাকা হয়। আর সেখানেই ছাত্রছাত্রীদের উত্তরপত্র মূল্যায়নে ভুল পাওয়া যায় ১৫০ এর ও অধিক শিক্ষকের।
সেখানে কোন শিক্ষক হয়ত নম্বরের বিভাজনই জানেন না আর নয়ত কেউ জানেন না সঠিক অঙ্কের হিসেব। আর সেই কারনে পরীক্ষার্থীরা পরীক্ষায় তাদের কাঙ্খিত নম্বর না পেলে পুনরায় মূল্যায়নের জন্য আবেদন করলে প্রাপ্ত নতুন নম্বরের পার্থক্য অনেকটাই হয়।
আর সেই কারনেই এই বছরে ১৫০ জন শিক্ষকের মূল্যায়নের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। প্রসঙ্খত, এই তালিকায় প্রায় ৬০ জন শীর্ষস্তরের পরীক্ষকও আছেন। পর্ষদ থেকে তারা আর খাতা মূল্যায়নের সুযোগ পাবেন না বা পরীক্ষার খাতা চেকিং এর কোন অধিকারও দেওয়া হবে না।
মাধ্যমিকের সমস্ত বিষয়ের সাজেশন PDF সংগ্রহ করে নাও: Madhyamik Suggestion 2024 (All Subject) বিনামূল্যে!
Madhyamik Pariksha 2024: মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিশেষ আপডেট
এছাড়াও মাধ্যমিক স্তরে উত্তরপত্র দেখার দায়িত্বে যে শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রত্যেক প্রশ্নপিছু কত নম্বর দেওয়া যেতে পারে, প্রশ্নের পার্থক্যে কতটা নম্বরের সর্বোচ্চ পার্থক্য হতে পারে তার ভিত্তিতে একটি বিশেষ বৈঠকে আয়োজন করে তার বিস্তারিত জানানো হবে সকল দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের।
প্রধান পরীক্ষকদের মিটিং সংক্রান্ত পর্ষদের অফিশিয়াল নোটিফিকেশন » Download PDF
আরো পড়ুন » Madhyamik Pariksha Exam Center: মাধ্যমিক ২০২৪ পরীক্ষা কেন্দ্র বদলে যাবে? পর্ষদের নতুন আপডেট দেখে নিন
এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যেপাধ্যায় জানান, “প্রায় প্রত্যেক ছাত্রছাত্রীর খাতা পুনরায় চেকিং এর ক্ষেত্রে সর্বোচ্চ ২৫% নম্বরের কম বেশী হচ্ছে। কেন নম্বরের এই বিস্তর ফারাক হচ্ছে তা খুটিয়ে দেখবে মধ্যশিক্ষা পর্ষদ।” পাশাপাশি প্রত্যেকটি বিষয়প্রতি বিশেষজ্ঞ শিক্ষকদের বৈঠক বসিয়ে কোন প্রশ্নপ্রতি কত নম্বর সর্বোচ্চ দেওয়া যেতে পারে তাও নির্ধারন করবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রতিটি শিক্ষককে আবশ্যক ভাবে সেই নিয়মাবলী মেনে চলতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »