Madhyamik Geography Question Paper 2024: মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৪ সম্পূর্ণ উত্তর সহ, pdf সংগ্রহ করে নাও।

Madhyamik Geography Question Paper 2024

Madhyamik Geography Question Paper 2024: বিগত ২ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ৬ই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিন। আজকের পরীক্ষার বিষয় ছিল ভূগোল। যে সকল ছাত্র-ছাত্রীরা এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য ভূগোল পরীক্ষার সম্পূর্ণ উত্তর এই পোস্টে দেওয়া হয়েছে, এছাড়াও যে সকল ছাত্র-ছাত্রী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ২০২৪ সালের প্রশ্নের pdf টি দেওয়া হয়েছে।

   

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৪ (Madhyamik Geography Question Paper 2024)

২০২৫ সালে যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য ২০২৪ সালের প্রশ্নপত্রটি এনালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ তাই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের পিডিএফ দেয়া হয়েছে। ছাত্রছাত্রীরা সহজেই নিচে দেওয়া লিঙ্ক থেকে পিডিএফ টি ডাউনলোড করে নিতে পারবে।

মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র ২০২৪540kb
Download Now
Madhyamik Geography Question Paper 2024

মাধ্যমিক ভূগোল পরীক্ষা ২০২৪ উত্তরসমূহ

বিভাগ ‘ক’

  1. আবহবিকার
  2. বাগস্রুন্ড
  3. ট্রপোস্ফিয়ার
  4. উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি
  5. ৬ ঘন্টা ১৩ মিনিট
  6. হিমপ্রাচীর
  7. ধানের খোসা
  8. প্যাংগং হ্রদ
  9. শিলং মালভূমি
  10. কৃষ্ণ মৃত্তিকা
  11. নাগপুর
  12. কাগজ শিল্প
  13. চেন্নাই
  14. গাঢ় নীল।

বিভাগ ‘খ’

২.১ » শুদ্ধ ও অশুদ্ধ
২.১.১) শুদ্ধ
২.১.২) অশুদ্ধ
২.১.৩) অশুদ্ধ
২.১.৪) অশুদ্ধ
২.১.৫) অশুদ্ধ
২.১.৬) শুদ্ধ
২.১.৭) অশুদ্ধ
২.২ » শূন্যস্থান পূরণ
২.২.১) জলপ্রপাত
২.২.২) কেন্দ্র বহির্মুখী / কোরিওলিস বল
২.২.৩) পরিচলন
২.২.৪) ল্যাব্রাডার
২.২.৫) বিষাক্ত
২.২.৬) পেট্রোরসায়ন
২.২.৭) অরুণাচল প্রদেশ
২.৩ » সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
২.৩.১) দ্রবণ ক্ষয়
২.৩.২) আয়নস্ফিয়ার
২.৩.৩) ভারত মহাসাগর
২.৩.৪) দাক্ষিণাত্য মালভূমি
২.৩.৫) আমফান
২.৩.৬) ম্যানগ্রোভ উদ্ভিদ / লবণাম্বু উদ্ভিদ
২.৩.৭) জলপথ পরিবহন
২.৩.৮) সমোচ্চরেখা
২.৪ » স্তম্ভ মেলানো
২.৪.১ –> (৩) জাফরান
২.৪.২ –> (৪) রাজস্থান
২.৪.৩ –> (১) আল্পীয় উদ্ভিদ
২.৪.৪ –> (২) সংকর ইস্পাত কেন্দ্র

মাধ্যমিক ২০২৪ পরীক্ষার উত্তর সমূহ »

আগামী দিনের পরীক্ষার সাজেশন

Madhyamik Suggestion 2024 PDF
বিষয়ডাউনলোড লিংক 
গনিত Download Pdf 
জীবন বিজ্ঞান Download Pdf 

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram