RESCHEDULED TIMING OF EXAMINATION FOR MADHYAMIK PARIKSHA (SE) 2024 & HIGHER SECONDARY (HS Exam) 2024: হাতে মাত্র কয়েকটা দিন পরই মাধ্যমিক পরীক্ষা, তার পরেই উচ্চ মাধ্যমিক। আর এই মুহূর্তে পর্ষদ এবং সংসদের নবান্ন মিটিংয়ে বিরাট বড় সিদ্ধান্ত ঘোষণা করা হলো! হ্যাঁ একদম ঠিকই পড়ছেন, “পরীক্ষার সময়সূচি বদল“!
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি ছাত্র-ছাত্রীদের গুরুত্বপূর্ণ পরীক্ষারই সময় বদলে নতুন সময় করা হয়েছে। কি কারণে করা হয়েছে? নতুন পরীক্ষার তারিখ? সমস্ত কিছু জানতে পারবেন আজকের প্রতিবেদনে – তাই আপনি যদি কোন অভিভাবক হন কিংবা পরীক্ষার্থী ছাত্রছাত্রী, শেষ পর্যন্ত পড়বেন, নতুন রুটিনের Link শেষে দেওয়া রয়েছে নয়তো বিপদে পড়তে পারেন।
Breaking: Madhyamik and HS Exam 2024 Timing Change (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বদল)
আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা। এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা, উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগোল ২ ঘণ্টা ১৫ মিনিট। সকাল ১১.৪৫ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১২টার বদলে সকাল ৯.৪৫ মিনিটে। তবে পরীক্ষার দিন অপরিবর্তিত থাকছে।
মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সময় – | সকাল 9:45 থেকে দুপুর 1:00 টা পর্যন্ত 9.45 am to 1:00 pm (3 hours and 15 minutes) |
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সময় – |
মাধ্যমিক পরীক্ষা চলবে ১০ দিন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলবে ১৪ দিন, ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
পরীক্ষার নতুন সময়সূচী ডাউনলোড করুন (New Routine PDF)
WBBSE: Rescheduled Routine of Madhyamik Exam 2024 | DOWNLOAD |
WBCHSE: Rescheduled Routine of Higher Secondary Exam 2024 | DOWNLOAD |
ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে সাজেশন » Madhyamik Suggestion 2024 (All Subject) মাধ্যমিক সাজেশন ২০২৪ সমস্ত বিষয় বিনামূল্যে! সংগ্রহ করে নাও
ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ
পরীক্ষার সময় পরিবর্তনের ফলে পরীক্ষার্থীদের কিছুটা অসুবিধা হতে পারে। তবে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিলে অসুবিধা কাটিয়ে উঠতে পারবে। পরীক্ষার জন্য নিয়মিত পড়াশোনা করা, বিষয়গুলোর সারাংশ তৈরি করা, মডেল প্রশ্নের অনুশীলন করা এবং পরীক্ষার আগে ভালো ঘুমানো জরুরি।
এছাড়াও, পরীক্ষার হলে প্রবেশের আগে ভালোভাবে পরীক্ষার কেন্দ্র, পরীক্ষার হলের অবস্থান এবং পরীক্ষার রুমের অবস্থান জেনে নেওয়া উচিত। পরীক্ষার হলে প্রবেশের সময় অবশ্যই প্রবেশপত্র, পরিচয়পত্র এবং নিয়মিত বইপত্র সঙ্গে নেওয়া উচিত।
আরো দেখুন » Saraswati Puja 2024: মাধ্যমিক আর উচ্চমাধ্যমিক পরীক্ষার মধ্যে সরস্বতী পূজা! জেনে নিন কি আপডেট?
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »