Madhyamik HS Test Exam: পুজোর ছুটির পরেই মাধ্যমিক উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা! আপডেট দেখে নিন

Madhyamik HS Test Exam School Westbengal 2024-25

পুজোর উৎসবের মরসুম শেষ হতে না হতেই মাথা চাড়া দিচ্ছে পরীক্ষার চিন্তা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য টেস্ট পরীক্ষা (Final Test Exam) হতে চলেছে। বিভিন্ন স্কুলগুলি তরফ থেকে ছুটির পরেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি হবে? কীভাবে পড়াশোনা করবে,আজকের এই পোস্টে আপনাদের জন্য বিস্তারিত আপডেট রইল।

   

Westbengal School Test Exam 2024-25: পুজোর ছুটির পরেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা

টেস্ট পরীক্ষার গুরুত্ব সকল ছাত্র-ছাত্রী জানা রয়েছে। স্কুলের মধ্যে হলেও সম্পূর্ণ সিলেবাস এবং হুবহু ফাইনাল বোর্ড পরীক্ষার (WBBSE & WBCHSE) মত এখানে নিজেকে যাচাই করার সুযোগ থাকে। কাজেই এ টেস্ট পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে থাকলে যেমন কনফিডেন্স বাড়বে তার পাশাপাশি নিজের ভুলগুলোকে শুধরে পরবর্তীকালে বোর্ড পরীক্ষাতে আরো ভালো ফলাফল করা সম্ভব

টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতির কার্যকরী টিপস

  • দৈনিক লক্ষ্য: সময়সূচি তৈরি করুন, প্রতিদিন কতক্ষণ পড়াশোনা করবেন, কোন বিষয়গুলি পড়বেন, তা লিখে রাখুন। সম্পূর্ণ সিলেবাস শেষ হয়ে গেলে রিভিশনে জোর দিতে হবে।
  • মূল বিষয়: শুধুমাত্র মূল বিষয়গুলির উপর জোর দিন। যে বিষয়গুলিতে আপনার দুর্বলতা রয়েছে, সেগুলির উপর বেশি সময় দিন।

অবশ্যই দেখুন: কবে খুলবে স্কুল কলেজ পূজোর ছুটির পরে? দেখে নিন

পরীক্ষা প্রস্তুতিতে এডুটিপস (EduTips টার্গেট গ্রুপ)

পুজোর ছুটির পরেই টেস্ট পরীক্ষা, এই বিষয়টি মাথায় রেখে এখন থেকেই পড়াশোনা ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সর্বতোভাবে সহযোগিতা এবং গাইড করার জন্য দুটি whatsapp গ্রুপের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের নোট এবং স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে তাদের প্রস্তুতিকে আরো ভালো করার উদ্যোগ নেওয়া হয়েছে

দশম শ্রেণীর প্রস্তুতি (টার্গেট মাধ্যমিক ২০২৫)Join Group
দ্বাদশ শ্রেণী উচ্চমাধ্যমিক প্রস্তুতি (টার্গেট HS ২০২৫)Click to Join
** একজন ছাত্র ছাত্রী কেবলমাত্র একটি গ্রুপে জয়েন করবে, নিজের পরীক্ষার প্রস্তুতি এবং ক্লাস হিসাবে।

এই গ্রুপ গুলিতে ফাইনাল পরীক্ষা পর্যন্ত ছাত্রছাত্রীদের সমস্ত রকম ভাবে টেস্ট পেপার সলিউশন প্রস্তুতি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। অবশ্যই ছাত্রছাত্রীরা নিজেদের বন্ধুদের এই গ্রুপে এড করতে পারে যাতে অনেক ছাত্র-ছাত্রী এর সুবিধা নিতে পারে, সকলের জন্য শুভকামনা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram