Madhyamik Life science Question Paper 2025: মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫, PDF সংগ্রহ করে দেখে নিন

Nitya Gorai

Updated on:

WBBSE Madhyamik Life Science Suggestion 2025

আজ, ১৯শে ফেব্রুয়ারি ২০২৫, পশ্চিমবঙ্গ মাধ্যমিক (Madhyamik) পরীক্ষার জীবন বিজ্ঞান (Life Science) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রশ্নপত্র কেমন ছিল? কী ধরনের প্রশ্ন এসেছিল? যারা আগামী বছরের পরীক্ষার্থী, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই পোস্টে আমরা মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২৫ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র (PDF) শেয়ার করছি, যা সহজেই ডাউনলোড করে দেখতে পারবেন।

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫: পরীক্ষার গুরুত্বপূর্ণ দিক

প্রশ্নপত্রের বিশ্লেষণ: এবারের জীবন বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র মোটামুটি সহজ থেকে মধ্যম মানের ছিল। অনেক প্রশ্ন পাঠ্যবই থেকে সরাসরি এসেছে, তবে কিছু বিশ্লেষণমূলক (Analytical) প্রশ্নও ছিল, যা ছাত্র-ছাত্রীদের একটু চিন্তা করতে বাধ্য করেছে।

WBBSE Madhyamik Life Science Question Paper 2025 PDF ডাউনলোড করুন

নিচের টেবিল থেকে মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫ এর PDF সংগ্রহ করুন।

বিষয়মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রশ্নপত্র ২০২৫
পরীক্ষার তারিখ১৯শে ফেব্রুয়ারি ২০২৫
PDF লিংক↓ Download

আগামী পরীক্ষার জন্য সবার জন্য শুভেচ্ছা! আগামী 20শে ফেব্রুয়ারি শেষ পরীক্ষা ভৌত বিজ্ঞান (Physical Science) হবে, তারও প্রশ্নপত্র আমরা শেয়ার করব, তাই নিয়মিত চেক করতে থাকুন।

মাধ্যমিক অন্যান্য প্রশ্নপত্র:

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram