মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2025 (গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং চিত্র) Madhyamik Life Science Suggestion PDF

Nitya Gorai

Published on:

Madhyamik Life Science Suggestion

WBBSE Madhyamik Life Science Suggestions 2025 PDF: প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা তোমাদের জন্য অবশেষে জীবন বিজ্ঞান (Life Science) সমস্ত অধ্যায় ভিত্তিক সাজেশন তার সঙ্গে চিত্র অংকন সমস্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ফাইনালি সাজেশন পিডিএফ আজ তোমরা পাবে। প্রতিবেদনে গুরুত্বপূর্ণ প্রশ্নের প্যাটার্ন তারপর দুই নম্বর তিন নম্বরের প্রশ্ন এবং পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক সমস্ত প্রশ্ন যেগুলো প্র্যাকটিস যদি তোমরা সঠিকভাবে করো, মাধ্যমিকে খুব ভালো নম্বর তোমরা পাবে।

   

প্রত্যেকটি অধ্যায় তোমরা খুব ভালো করে পড়বে শর্ট প্রশ্নের জন্য, আর বড় প্রশ্নের জন্য তোমার সাজেশন্সগুলি ফলো করবে। পোষ্টের শেষে তোমরা পিডিএফ ডাউনলোডের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিয়ে পরবর্তীকালে নিজেদের সুবিধার জন্য প্র্যাকটিস করতে পারবে।

Madhyamik Life Science Suggestion 2025
বিষয়জীবন বিজ্ঞান ও পরিবেশ
পরীক্ষার তারিখ19 শে ফেব্রুয়ারি, বুধবার
পিডিএফ ফাইলনীচে দেওয়া হয়েছে

মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্ন কাঠামো ২০২৫ (Madhyamik Life Science Question Pattern 2025)

অধ্যায় ভিত্তিকবহুবিকল্প ভিত্তিক প্রশ্ন
(মান 1) MCQ
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (মান 1)সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক
(মান 2)
দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন
(মান 5)
মোট বরাদ্দ নম্বর
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়1×3=31×5=52×3-65×1=519
জীবনের প্রবহমানতা1×3=31×5=52×2=45×1=517
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ1×3=31×3=32×2=45×1=515
অভিব্যক্তি ও অভিযোজন1×3=31×3=32×2=45×1=515
পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ1×3=31×5=52×3-65×2=1024
মোট1521243090

WBBSE Madhyamik Life Science Suggestions 2025: মাধ্যমিক জীবন বিজ্ঞান সমস্ত সাজেশন

জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছোট বা শর্ট প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য তোমাদেরকে চ্যাপ্টারগুলো ভালো করে না পড়া থাকলে করতে পারবে না! তাই সমস্ত চ্যাপ্টার গুলো একবার রিভিশন বা যে শর্ট নোট দেওয়া রয়েছে সেগুলো দেখে নিও শর্ট প্রশ্নের জন্য।

বড় প্রশ্ন: জীবন বিজ্ঞানের ক্ষেত্রে বড় প্রশ্ন অনেকটাই ভূমিকা পালন করে, সেক্ষেত্রে বংশগতি, অভিব্যক্তি ও অভিযোজন থেকে যে প্রশ্নগুলো থাকে সেগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে উত্তর লিখলে ভালো নম্বর আসা করতেই পারো।

  • চেকারবোর্ডের অংক পড়লে সেক্ষেত্রে ভালো করে স্কেল দিয়ে ছক টেনে করবে
  • ধরো উটের মরু অভিযোজন বা এরকম ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে পয়েন্ট করে ভালো করে লিখবে
  • যে ক্ষেত্রে বড় প্রশ্নের তোমরা ছবি আঁকতে পারবে সেক্ষেত্রে পাশে ছক টেনে পেন্সিল দিয়ে ছবি এঁকে অবশ্যই মার্কিং করে দিও। ছবি আঁকতে না বলা থাকলেও তোমরা ছবি আঁকলে বাড়তি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকে।

এই ধরনের প্রশ্নের গুরুত্ব অনেকটাই গুলো থেকে তোমরা যেমন শর্ট প্রশ্ন করতে পারবে তার সঙ্গে সঙ্গে বড় প্রশ্ন তো এগুলো পার্ট হিসেবে থাকে। তাই এই ধরনের ছোট ছোট প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও তাহলে কিন্তু মোটামুটি ভালো রকম উত্তর করে আসতে পারবে।

  1. সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো?
  2. স্পর্শ করলে লজ্জাবতী গাছের পত্রগুলি নুয়ে পড়ে কেন?
  3. ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখো।
  4. অক্সিন হরমোনের ভূমিকা লেখো।
  5. কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহার লেখো।
  6. উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখো।
  7. অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ করো।
  8. থাইরয়েড গ্রন্থির অবস্থান ও ক্ষরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখো।
  9. সন্তরনের ক্ষেত্রে মাছের পাখনার ভূমিকা উল্লেখ করো।
  10. মানুষের গমনে হাতের ভূমিকা লেখো।
  11. মানুষের কাছের বস্তুর দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয় ব্যাখ্যা করো।
  12. উদ্ভিদ কিভাবে সাড়া প্রদান করে?
  13. চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন?
  14. একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
  15. প্রেসবায়োপিয়া কেন হয়?
  16. ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি?
  17. মাছের গমনে পটকার ভূমিকা কি?
  18. ট্রপিক চলন এর দুটি পার্থক্য লেখো।
  19. ফটোট্রপিক চলন বলতে কী বোঝো
  20. উদ্ভিদ হরমোন কে রাসায়নিক দূত বলে কেন?
  21. শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন?
  22. কৃষিকার্যে জিব্বেরেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ লেখো।
  23. উদ্ভিদ অঙ্গজ জনন এ ব্যবহৃত হয় দুটি কৃত্রিম হরমোনের নাম লেখো।
  1. মিশ্র গ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
  2. হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো।
  3. কুশিং সিনড্রোম কি?
  4. গ্লুকাগন কে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন?
  5. জরুরী কালীন হরমোন কাকে বলে এবং কেন?
  6. স্নায়ুতন্ত্রের গঠন মূলক ও কার্য মুলক উপাদানের নাম লেখ।
  7. উপযোজন কাকে বলে?
  8. দ্বিপদ গমন বলতে কী বোঝো?
  9. পাখির উড্ডয়ন পেশির ভূমিকা কি?
  10. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? উদাহরণ দাও।
  11. জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত পার্থক্য লেখো।
  12. ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো?
  13. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।
  14. মায়োপিয়া রোগের কেন হয়? এর প্রতিকার উপাই কি?
  15. অ্যাকসন ও ডেনড্রন এর দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো।
  1. জনন কাকে বলে? জননের সংজ্ঞা দাও।
  2. জীবের অযৌন জনন পদ্ধতি ব্যাখ্যা করো।
  3. উদ্ভিদ অঙ্গজ জনন পদ্ধতি গুলো কি কি?
  4. জনুক্রম কাকে বলে কিভাবে জনুক্রম সম্পন্ন হয়?
  5. ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
  6. আদর্শ ফুলের বিভিন্ন অংশ চিত্রসহ বর্ণনা করো।
  7. পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর পার্থক্য লেখো।
  8. সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ব্যাখ্যা করো।
  9. বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য কি?
  10. বৃদ্ধির দশা গুলো কি কি আলোচনা করো। মানব বিকাশের বিভিন্ন দশা গুলো কি কি?
  1. সংজ্ঞা লেখো :– ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বিন্যাসের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, ব্যাকক্রস, সহপ্রকটতা, প্রকরণ ইমাসকুলেশন।
  2. থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কি?
  3. হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন?
  4. পুরুষদের হেটেরোগ্যামিটিক লিঙ্গ বলে কেন?
  5. জিন ও অ্যালিলের মধ্য প্রভেদ কি?
  6. বর্ণান্ধতার কারণ কি?
  7. হিমোফিলিয়া কেন হয়?
  8. মেন্ডেল কে জিন তত্ত্বের জনক বলে কেন?
  9. স্ত্রী লোকদের হোমোেগ্যামেটিক ফিমেল বলে কেন?
  10. বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো? উদাহরণ দাও।
  11. “বেটে মটর গাছগুলো সব সময় খাঁটি” উক্তিটির তাৎপর্য কি?
  12. একটি TT জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে Tt জিনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংকরায়ন ঘটালে প্রথম অপত্রজনিতে শতকরা কত ভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা কর
  13. অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জুনুতে ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাত কি হবে?
  14. মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YyRr থেকে সকল সম্ভাব্য গ্যামেট গুলি কি কি হতে পারে?
  1. সংজ্ঞা লেখো :– অর্জিত গুণের বংশানুসরণ, জীব বিবর্তন, সমসংস্থ অঙ্গ, নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ, জীবন্ত জীবাশ্ম, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, জরায়ুজ অঙ্কুরোদগম, অভিসারী বিবর্তন, আন্তপ্রজাতির সংগ্রাম, যোগ্যতমের বিবর্তন, বায়োজেনেটিক সূত্র।
  2. নিষ্ক্রিয় অঙ্গ ও অভিব্যক্তির সম্পর্ক কি?
  3. মানুষের কক্সেসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন?
  4. কোয়াসারভেট এর উৎপত্তি কিভাবে হয়েছিল?
  5. মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কি পরিবর্তন দেখা যায়?
  6. সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো।
  7. জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো।
  8. আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজন এর উদাহরণ দাও।
  9. সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য লেখো।
  10. ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্নকাণ্ড সৃষ্টি হবার কারণ কি?
  11. ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ কর।
  12. মাছের দেহে পটকার ভূমিকা কি?
  13. পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি?
  14. ল্যামার্কের সূত্র কি? কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল?
  15. উটের শারীরবৃত্তীও অভিযোজন উল্লেখ কর এবং উটের RBC র বৈশিষ্ট্য লেখো।
  16. শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো।
  17. ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।
  18. অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো।
  19. শিম্পাঞ্জিদের বাসা তৈরি ও খাদ্য সন্ধানের কৌশল বর্ণনা করো।
  20. উটের মরু অভিযোজনগুলির সংক্ষেপে আলোচনা করো।
  21. আচরণ কাকে বলে প্রাণীর আচরণ কিভাবে অভিযোজন এ সাহায্য করে?
  22. অভিব্যক্তি স্বপক্ষে ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণটি আলোচনা করো।
  23. জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ল্যামার্কের অঙ্গের অবব্যবহারের মতবাদ।
  24. মৌমাছির ক্ষেত্রে আচরণগত অভিযোজন গুলি ব্যাখ্যা করো।
  25. জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো।
  26. অভিব্যক্তির সাথে অভিযোজন এর সম্পর্ক কি? অভিযোজনের উদ্দেশ্য কি?
  27. খেঁচড় অভিযোজন এ পায়রার বায়ুথলির অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো।
  28. ক্যাকটাসের অভিযোজন এর পর্নোকাণ্ড ও পত্রকন্টক এর ভূমিকা কি?
  29. লবণাম্বু উদ্ভিদের শ্বাসমূল, ক্যাকটাস জাতিয় উদ্ভিদের পাতা এবং রুই মাছের পটকার একটি করে অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর।অঙ্গসংস্থান গত অভিযোজন কাকে বলে?
  30. জৈব অভিব্যক্তি কি? এর প্রমাণ দাও। জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মের মধ্যে পার্থক্য লেখো?
  1. মানুষের উপর শব্দ দূষণ ও মাটি দূষণের ফলাফল আলোচনা করো।
  2. ইন সিটু সংরক্ষণের গুরুত্ব কি? অ্যাজমার কারণ কি?
  3. জাতীয় উদ্যান অভয়ারণ্য ও সংরক্ষিত বনাঞ্চলের দুটি করে বৈশিষ্ট্য লেখো।
  4. সুন্দরবনের পরিবেশগত সমস্যা গুলো আলোচনা করো।
  5. জীব বৈচিত্র হ্রাসের কারণগুলো কি? জীব বৈচিত্র ধ্বংসের কুফল গুলি বর্ণনা করো।
  6. বায়োলজিক্যাল হটস্পট কাকে বলে? ভারতের যেকোনো দুটি হটস্পট এর সংক্ষিপ্ত বর্ণনা দাও।
  7. সংজ্ঞা লেখো :– অ্যামোনিফিকেশন, গ্রীন হাউজ প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান রেড ডাটা বুক, নাইট্রোজেন স্থিতিকরন বলতে কী বোঝো, অভয়ারণ্য জাতীয় বনভূমি ও সংরক্ষিত বনাঞ্চল।
  8. জলাভূমিকে প্রকৃতির বৃক্ক বলা হয় কেন?
  9. সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন?
  10. ইনসিটু সংরক্ষণ ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য কি?
  11. চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য লেখো?
  12. অম্ল বৃষ্টির ফলে পরিবেশের কি ক্ষতি হয়?
  13. জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান লেখো।
  14. জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো?
  15. প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব লেখো।
  16. গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারন কি?
  17. নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো। দুটি বায়ুদূষকের নাম ও গুরুত্ব লেখ।
  18. মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে?
  19. শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব লেখো।
  20. জীববৈচিত্রের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো।
  21. অভয়ারণ্য ও সংরক্ষিত অরণ্যের পার্থক্য কি?
  22. ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো।
  23. ভারতে বাঘ কুমীর ও গন্ডার সংরক্ষণের দুটি করে প্রচেষ্টার উল্লেখ করো।

জীবন বিজ্ঞান ও পরিবেশের ক্ষেত্রে ৫ নম্বরের প্রশ্ন লেখার সময় তোমরা কোন পয়েন্ট টেবিল সেগুলো ব্যবহার করবে। তার সঙ্গে সঙ্গে যেখানে ছবি আঁকা যাবে সেগুলোর ছবি দিয়ে দেবে, বলা না থাকলেও – সে ক্ষেত্রে তোমরা কিন্তু পাঁচ নম্বরের মধ্যে পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনাটা বাড়বে

  1. প্রানী মাইটোসিসের টেলোফেজ দশায় নিম্নলিখিত যে কী কী ঘটনা ঘটে? বেমতন্তু, নিউক্লিওলাস ও ক্রোমোজোম, নিউক্লিয়পর্দা, সস্য নিউক্লিয়াস বলতে কী বোঝ? 3+2
  2. হরমোন ও উৎসেচকের পার্থক্য: বিষয়ে- উৎস, ক্রিয়া, বৈশিষ্ট্য। উদ্ভিদের বৃদ্ধিতে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা (2+3)
  3. জিব্বেরেলিন হরমোনের তিনটি কার্য বর্ণনা কর। কৃষিকাজ ও উদ্যানবিদ্যায় কৃত্রিম হরমোনের গুরুত্ব লেখ। (3+2)
  4. হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর। বহিঃক্ষরা ও অন্তঃক্ষরা গ্রন্থির পার্থক্য। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের পার্থক্য।
  5. মিয়োসিস কোশ বিভাজনের তাৎপর্য। চিত্রসহ মাইটোসিসের প্রফেজ দশার বৈশিষ্ঠ্য লেখ।
  1. খাদ্য সংগ্রহ ও রোগ প্রতিরোধে/সমস্যা সমাধানে শিম্পাঞ্জীর দক্ষতার পরিচয় উদাহরণসহ লেখ। অভিযোজন ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর।
  2. মরুভূমিতে মানিয়ে নেওয়ার জন্য উটের অভিযোজন গুলি উল্লেখ কর। ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য গুলি কারণসহ লেখ।
  3. মেরুদন্ডী প্রাণীর তুলনামূলক ভ্রুণ তত্ত্বগত প্রমাণ কিভাবে বিবর্তন কে সহায়তা করে? লুপ্তপ্রায় অঙ্গের উপস্থিতি কি তাৎপর্য বহন করে উদাহরণসহ ব্যাখ্যা কর।
  4. “দুটি জীবের ভিন্নতায় হলো প্রকরণ” –এর তিনটি উদাহরণ দাও। একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতি সংগ্রামের দুটি ঘটনা ব্যাখ্যা কর।
  5. মাছের গমনে পাখনার ভূমিকা / মায়োটোম পেশির ভূমিকা/ পাখির উড্ডয়নে উড্ডয়ন পেশির ভূমিকা/পালক গুলির ভূমিকা/ মানুষের গমনে কঙ্কাল পেশির ভূমিকা
  1. মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা (উদ্ভিদ/প্রাণী) চেকারবোর্ড, সিদ্ধান্ত / প্রথমসুত্রটি লেখ, ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য। (3+2)
  2. মেন্ডেলের সাফল্যের কারণ গুলি লেখ। অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? চেকার বোর্ডের মাধ্যমে অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা করো।
  3. থ্যালাসেমিয়া রোগের কারণ কী? থ্যালাসেমিয়া রোগীদের হিমোগ্লোবিনের গঠন বদলে যায় কেন?
  4. “মানুষের লিঙ্গ নির্ধারণে মাতার কোনো ভূমিকা নেই”-ব্যাখ্যা করো। অথবা, সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার গুরুত্ব লেখো। রোগগ্রস্ত শিশুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মা-বাবার জেনেটিক কাউন্সেলিং করা অত্যন্ত জরুরি কেন?
  1. ক্রমবর্ধন জনসংখ্যার ফলে একটি অঞ্চলের কি কি পরিবেশগত সমস্যা হতে পারে?
  2. জীববৈচিত্র কি? মানবজীবনে জীববৈচিত্রের গুরুত্ব কি? জীববৈচিত্র হ্রাসের কারণ গুলি কি কি? ***
  3. অতিব্যবহার কীভাবে ভারতের জীববৈচিত্রকে প্রভাবিত করছে উদা-সহ আলোচনা কর। পার্থেনিয়াম ও তেলাপিয়া মাছ ভারতের বাস্তুতন্ত্রে প্রবেশের পর স্থানীয় জীববৈচিত্র কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তা মূল্যায়ন কর। (3+2)
  4. সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলি কী কী এবং এর কী প্রভাব জীববৈচিত্র্যে পড়ে তা আলোচনা করো।
  5. পরিবেশগত কি কি কারণে মানুষের ক্যানসার হতে পারে। অম্লবৃষ্টির কারণ ও দুটি প্রভাবের উদাহরণ দাও।
  6. N2 চক্র শব্দ চিত্রের সাহায্যে দেখাও, N2 চক্রে ব্যাকটেরিয়ার ভূমিকা (উদাহরণসহ), প্রধান তিনটি ধাপ (উদাহরণ সহ), প্রাকৃতিক N2 এর আবদ্ধ কারণ কিভাবে ঘটে?
  7. শব্দ দূষণে মানুষের কোন কোন অঙ্গ কিভাবে ক্ষতিগ্রস্ত হয় লেখ। মানুষের ক্রিয়াকলাপে কিভাবে পরিবেশকে দূষিত করছে তিনটি উদাহরণসহ লেখ।
  8. হটস্পট এর শর্তাবলী/ উদাহরণ গুলি– প্রত্যেকটা হটস্পট এর প্রধান জীববৈচিত্র্যের উদাহরণ/ হটস্পট এর বৈশিষ্ট্য/ ইন সিটু ও এক্স সিটু সংরক্ষণের পার্থক্য।

পাঁচ নম্বরের চিত্র অংকনের ক্ষেত্রে তোমরা পাঁচে পাবে যদি তোমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবিটা আঁকতে পারো। তার সঙ্গে পেন্সিল দিয়ে ছবি আঁকবে, এবং যে জায়গাগুলো দেখাতে বলবে সেগুলো তীর চিহ্ন দিয়ে এক পাশে ডান সাইডে দেখাবে। যাতে ছবিটাও বোঝা যায় এবং যে অংশ গুলো দেখাতে বলেছে সেগুলো যেন পরিষ্কারভাবে পড়া যায়।

  1. মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিন্তু অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) আইরিস (খ) করনিয়া (গ) রেটিনা (ঘ) ভিট্রিয়াস হিউমর
  • সরল প্রতিবর্ত চাপ ***
  • মানব চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদ ***
  • একটি সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া *

বিস্তারিত: Madhyamik Life Science Diagram: মাধ্যমিক জীবন বিজ্ঞান চিত্র PDF! এঁকে দেওয়া রয়েছে

মাধ্যমিক Life Science সম্পূর্ণ সাজেশন PDF ডাউনলোড

মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে চিত্র অংকন1.4 MB
PDF Download ↓

নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2025 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট25whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

** কোন টাইপগত ত্রুটি থাকলে মার্জনীয়, বইয়ের সাথে বিজ্ঞানসম্মত টার্ম মিলিয়ে নেয়া আবশ্যক।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram