২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা নিয়ে পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রীর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছিল, বিশেষ করে গণিত পরীক্ষার দুটি প্রশ্ন নিয়ে। কঠিন প্রশ্নের অভিযোগ উঠতেই মধ্যশিক্ষা পর্ষদ হস্তক্ষেপ করে এবং অবশেষে ছাত্র-ছাত্রীদের স্বস্তি দিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করে।
Madhyamik Mathematics 2025: মাধ্যমিক অঙ্কের কঠিন প্রশ্ন নিয়ে উঠেছিল বিতর্ক
গত ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (শনিবার) অনুষ্ঠিত মাধ্যমিকের গণিত পরীক্ষার দুটি প্রশ্ন অত্যন্ত কঠিন বলে অভিযোগ তোলে পরীক্ষার্থীরা। উত্তরবঙ্গ, বর্ধমান, মেদিনীপুর ও কলকাতা রিজিয়নের বিভিন্ন প্রশ্নপত্রে থাকা নির্দিষ্ট কিছু প্রশ্ন ছাত্র-ছাত্রীদের বিভ্রান্তিতে ফেলে।
🔹 পর্ষদের হস্তক্ষেপ ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
ছাত্র-ছাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (সোমবার) মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত পদক্ষেপ নেয়। বিশেষজ্ঞদের মতামত যাচাই করে পরীক্ষকদের নির্দেশ দেওয়া হয় যে—
✅ বিতর্কিত দুটি প্রশ্নের উত্তর লিখলেই এবং পদ্ধতি সঠিক থাকলেই পূর্ণ নম্বর দেওয়া হবে।
✅ পরীক্ষার্থীদের যাতে অন্যায়ভাবে নম্বর কাটা না হয়, সে বিষয়েও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।
কোন প্রশ্ন নিয়ে উঠেছিল অভিযোগ?
আসলে এই বছর থেকে WBBSE রিজিয়ন ভিত্তিক প্রশ্ন আলাদা আলাদা সেট বানানো হয়েছিল, যদিও প্রশ্ন একই! পর্ষদ সূত্রে জানা গেছে, বিভিন্ন রিজিয়নের প্রশ্নপত্রে থাকা নিম্নলিখিত প্রশ্নগুলোর ওপরই বিতর্ক উঠেছিল—
📌 উত্তরবঙ্গ রিজিয়ন: প্রশ্ন নম্বর 3 (vi)
📌 বর্ধমান রিজিয়ন: প্রশ্ন নম্বর 3 (iii)
📌 মেদিনীপুর রিজিয়ন: প্রশ্ন নম্বর 3 (iv)
📌 কলকাতা রিজিয়ন: প্রশ্ন নম্বর 3 (i) এবং সমস্ত রিজিনের প্রশ্ন নাম্বর 15 (ii)
ডাউনলোড করুন: Madhyamik Math Question Paper 2025: মাধ্যমিক অংক প্রশ্নপত্র ২০২৫! PDF সংগ্রহ করে নিন
🔹 সিলেবাসের বাইরের প্রশ্ন নয়, দাবি পর্ষদের
যদিও পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল প্রশ্ন দুটি কঠিন ছিল, তবে মধ্যশিক্ষা পর্ষদের দাবি—
🔸 প্রশ্নগুলো সিলেবাসের বাইরের ছিল না।
🔸 বিশেষজ্ঞদের মতামত নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
🔸 নম্বর প্রদান প্রক্রিয়া হবে ছাত্র-ছাত্রীদের স্বার্থের কথা মাথায় রেখে।
পরীক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পর্ষদের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সকল মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বড় স্বস্তির খবর। এবার বিতর্কিত অঙ্কের প্রশ্নে ন্যায্য নম্বর পেয়ে পরীক্ষার্থীরা নিশ্চিন্তে ফলাফলের অপেক্ষা করতে পারবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »