Madhyamik Pariksha 2024: পরীক্ষার্থীদের জন্য নবান্নের বিশেষ পদক্ষেপ! কি সুবিধা থাকছে? জেনে নিন

Madhyamik Pariksha 2024 Nabanna's special measures to facilitate the students for reach in exam hall on time

WBBSE Madhyamik 2024: দিন বেরোলেই মাধ্যমিক, অল্পবিস্তার চিন্তায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এদিকে রাজ্যের শাসক ভবন নবান্ন থেকে পরীক্ষার্থীদের সুবিধা জন্য একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত জেলায় জেলায় বিভিন্ন কার্যাবলী নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পরীক্ষা চলাকালীন যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে থেকে সঠিক সময়ে বাড়িতে ফিরে আসা, তার জন্য এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে

   

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নবান্ন থেকে একগুচ্ছ পদক্ষেপ

মাধ্যমিক পরীক্ষা হলো ছাত্র-ছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা, যেটা তারা স্কুলের বাইরে দিতে যায়। সে ক্ষেত্রে অল্প বিস্তার সবাইকেই কিছুটা জুড়ে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছাতে হয়। মধ্যবিত্ত পরিবারের সকল ছাত্র-ছাত্রী তো আর নিজস্ব গাড়ি করে পরীক্ষা কেন্দ্র পৌঁছানো সম্ভব হয় না, পাবলিক ট্রান্সপোর্ট ই ব্যবহার করতে হয় এবং পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়

কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে?

মালবাহী ট্রাক বন্ধ: পরীক্ষা শুরুর দেড় ঘন্টা আগে থেকে পরীক্ষা চলাকালীন মালবাহী ট্রাক বন্ধ রাখা হবে। শুধুমাত্র গুরুত্বপূর্ণ পরিবহনগুলি এবং মেডিকেল পরিষেবা, দুধ অক্সিজেন ওষুধ এগুলি চালু থাকবে।

অতিরিক্ত ট্রেন বাস পরিষেবা: বাস, ট্রেন এবং বিভিন্ন জায়গায় অতিরিক্ত ট্রেন পরিষেবা দেওয়া হবে।

ট্রাফিক কন্ট্রোল: পরীক্ষা চলাকালীন সম্পূর্ণ ট্রাফিক কন্ট্রোল করা হবে। যাতে কোন পরীক্ষার্থীকে ট্রাফিক জ্যামে না পড়তে হয়, তার জন্য জেলায় জেলায় নির্দেশিকা দেওয়া হয়েছে। ট্রাফিক সিগন্যাল গুলিতে অতিরিক্ত কন্ট্রোল অফিসার রাখা হবে।

তবুও ছাত্র-ছাত্রীদের আমরা বলবো তোমরা হাতে সময় নিয়ে অন্তত দুই ঘন্টা আগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রের জন্য বেরিয়ে পড়বে। তার কারণ সকাল ৯:৪৫-এ পরীক্ষা শুরু হলেও তোমাদের রিপোর্টিং টাইম রয়েছে সাড়ে আটটায়। তো সেখানে সঠিক সময় পৌঁছানো এবং সেখানে গিয়ে সিট খোঁজা সেটারও তোমাদের সময় লাগবে। আগে পৌঁছালে তোমরা আরও একটা সুবিধা পাবে তোমরা পরীক্ষা কেন্দ্রের আবহাওয়া সঙ্গে নিজেদেরকে এডজাস্ট করে নিতে পারবে

পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট: https://wbbse.wb.gov.in/

পরীক্ষার্থীদের কথা ভেবে এই ধরনের পদক্ষেপ নতুন নয় প্রতিবছরই এইরকম সুযোগ-সুবিধা থাকে। মাথার মধ্যে অতিরিক্ত চাপ না নিয়ে এই সময় সঠিক করে ঘুম পূরণ কর, এবং একটু রিল্যাক্স থাকো। সমস্ত পরীক্ষার্থী এবং অভিভাবকদের অসংখ্য অভিনন্দন ও অগ্রিম শুভেচ্ছা!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram