অবশেষে মাধ্যমিক ২০২৫ ছাত্রছাত্রীদের জন্য বড় খুশির খবর! সরকার থেকে বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়ার কথা ছিল তা সময়ের আগেই প্রকাশিত হয়েছে। আজ 9 ডিসেম্বর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তা অফিশিয়ালি জানানো হয়েছে। তবে ছাত্রছাত্রীরা কবে পাবে স্কুলের মাধ্যমে? – বিস্তারিত জানাবো আজকের আপডেট প্রতিবেদনে।
WBBSE Test Paper: মধ্যশিক্ষা পর্ষদের বিনামূল্যে টেস্ট পেপার বিতরণ
প্রত্যেক বছরই পশ্চিমবঙ্গের মাধ্যমিক পড়ুয়াদের জন্য বিনামূল্যে টেস্ট পেপার দেওয়া হয়ে থাকে। অন্যান্য বছরে স্কুলের ক্ষেত্রে প্রশ্ন সংগ্রহ এবং সেগুলি আবার টাইপ করার ক্ষেত্রে দেরি হতো। কিন্তু এই বছর পর্ষদ আগেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয় যে স্কুলগুলিকে টাইপ করা প্রশ্ন টেক্সট ফরম্যাটে পাঠাতে হবে।তো সেক্ষেত্রে পর্ষদের টেস্ট পেপার বানাতে এবং সেটা ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে বেশি সময় লাগবে না।
ছাত্রছাত্রীরা স্কুল থেকে কবে টেস্ট পেপার পাবে? (Distribution Date)
পর্ষদের তরফ থেকে টেস্ট পেপার দেওয়া হলেও সেগুলি প্রথমে রিজিওনাল ব্রাঞ্চে যাবে তারপর সেখান থেকে স্কুলগুলিকে সংগ্রহ করতে হবে। স্কুলগুলি সংগ্রহ করার পরে 16 ই ডিসেম্বর থেকে ছাত্র-ছাত্রীদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। তবে সে ক্ষেত্রে কোন স্কুলে দেরি হতে পারে তবে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সমস্ত ছাত্র ছাত্রী এই টেস্ট পেপার পেয়ে যাবেন
মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ই ফেব্রুয়ারি কাজে ছাত্রছাত্রীরা অনেকটা সময় পাবেন এই টেস্ট পেপার প্র্যাকটিস করার জন্য। সব মিলিয়ে প্রায় ১০ লক্ষেরও বেশি টেস্ট পেপার মুদিত হয়েছে এবং বাংলার প্রত্যেক ছাত্রছাত্রী যাতে সঠিক সময়ে সেটা পায় তার নিশ্চয়তা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
দেখে নিও: Madhyamik Routine 2025: মাধ্যমিক ২০২৫ পরীক্ষার রুটিন!
আমাদের প্রকাশিত টেস্ট পেপার এবং ABTA প্র্যাকটিস সেট (Free!) | Collect Here |
মধ্যশিক্ষা পর্ষদের অফিশিয়াল ওয়েবসাইট এবং পরীক্ষার আপডেট | wbbse.wb.gov.in |
আমরা টেস্ট পেপার পেলে অবশ্যই সব কপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, যাতে যাদের কাছে পৌঁছাতে দেরি হবে তারা সময়ের আগে প্র্যাকটিস শুরু করে দিতে পারো। আমাদের সঙ্গে যুক্ত থাকো নিজের মাধ্যমিক পরীক্ষাকে সেরা জায়গায় নিয়ে চলো।
আরও আপডেট »