Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত জেনে নিন

Madhyamik Pass Government Job in Westbengal 2024

Madhyamik Pass Government Job in Westbengal: প্রতি বছর লক্ষাধিক ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। অনেকেই উচ্চশিক্ষার জন্য এগিয়ে গেলেও, অনেকেই সরকারি চাকরির সুযোগ খোঁজে। এই প্রতিবেদনে, আমরা আলোচনা করবো মাধ্যমিক পাশ করে পশ্চিমবঙ্গে কোন কোন সরকারি চাকরিতে আবেদন করা যায়

   

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে কি কি চাকরি আছে 2024

উল্লেখ্য, সরকারি চাকরিগুলোতে মাধ্যমিক পাশ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত বের হয়, তাই আগে থেকেই সমস্ত কিছু জানা থাকলে তখন অনেকটাই সুবিধা হবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ এবং আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে। তার সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইটগুলো দেওয়া থাকলে ছাত্র-ছাত্রীরা নিয়মিত সেখানে ভিজিট করে নজর রাখতে পারবে।

পশ্চিমবঙ্গ & কলকাতা পুলিশ কনস্টেবল (WBP)

পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশ যোগ্যতাই সবথেকে ভালো সরকারি চাকরি হলো কনস্টেবল পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের অনেক রকম ভাগ রয়েছে। একই যোগ্যতাই কলকাতা পুলিশেও আবেদন করতে পারবে। তবে এক্ষেত্রে শারীরিক যোগ্যতাও রয়েছে, যা বিস্তারিত নিচে পেয়ে যাবেন।

  • যোগ্যতা: নূন্যতম ১৮ বছর, সর্বোচ্চ ৩০ বছর বয়স। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।
  • বেতন: ২২,৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৮,৫০০ টাকা পর্যন্ত।
সরকারি সংস্থাপশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড
ওয়েবসাইটhttps://prb.wb.gov.in/

ফুড সাব-ইন্সপেক্টর (Food SI)

ফুড সাব-ইন্সপেক্টর হিসেবে খাদ্য এবং সরবরাহ দপ্তরের বিভিন্ন ব্লক অফিস, এবং রেশন বিভাগে কাজের যোগ্যতা পাওয়া যায়।

  • যোগ্যতা: নূন্যতম ১৮ বছর, সর্বোচ্চ ৪০ বছর বয়স।
  • বেতন: ২২,৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৮,৫০০ টাকা পর্যন্ত।
নিয়ন্ত্রক সংস্থাপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
ওয়েবসাইটhttps://wbpsc.gov.in/

ক্লার্কশিপ (Clearkship)

ক্লার্ক হিসাবে বিভিন্ন সরকারি দপ্তরে কেরানি কাজ, খাতা পত্র, ফাইল ম্যানেজ এই ধরনের কাজ করতে।

  • যোগ্যতা: নূন্যতম ১৮ বছর, সর্বোচ্চ ৪০ বছর বয়স।
  • বেতন: ২২,৭০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫৮,৫০০ টাকা পর্যন্ত।
নিয়ন্ত্রক সংস্থাপশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন
ওয়েবসাইটhttps://wbpsc.gov.in/

গ্রামীণ ডাক সেবক (GDS)

ভারতীয় পোস্ট অফিসের এই পদে গ্রামীণ শাখা গুলিতে এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার (ABM), ব্রাঞ্চ ম্যানেজার (Branch Manager) এবং ডাক পরিবাহক হওয়া যায়।

  • যোগ্যতা: নূন্যতম ১৮ বছর, সর্বোচ্চ ৪০ বছর বয়স।
  • বেতন: 22,000 টাকা থেকে শুরু।
নিয়োগ সংস্থা ভারতীয় ডাক বিভাগ (Post Office)
ওয়েবসাইটhttps://www.indiapost.gov.in/

রেলওয়ে গ্রুপ ডি (Rail Group-D)

ভারতীয় রেলের গ্রুপ ডি বিভিন্ন পদে মাধ্যমিক পাশে যোগ্যতা আবেদন করতে পারে।

  • যোগ্যতা: নূন্যতম ১৮ বছর, সর্বোচ্চ ৩৩ বছর বয়স।
  • বেতন: ২২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত।
আবেদনকারী প্রতিষ্ঠানরেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (Indian Railways)
ওয়েবসাইটhttps://indianrailways.gov.in/railwayboard/

মাধ্যমিক পাশে সরকারি চাকরি!! Madhyamik Pass Government Job – আসলেই সম্ভব?

ছাত্রছাত্রীদের অনেকেই মনে হতে পারে বর্তমান চাকরির বাজারে আদেও কি মাধ্যমিক পাশ করে কোন চাকরি পাওয়া যায়? উত্তর না… উপরের চাকরির পথগুলি ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ, কলেজ গ্রাজুয়েট সবাই আবেদন করে। তো সেক্ষেত্রে তাদের প্রস্তুতি এবং অভিজ্ঞতা যেহেতু ভালো থাকে তাদেরই বেশি সুযোগ থাকে। তবে তুমি চাইলে এগুলো ফরম ফিলাপের সুযোগ নিতে পারো এবং নিজেকে যোগ্য প্রমাণ করতে পারলে অবশ্যই নির্বাচিত হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram