Madhyamik Pass Scholarship 2024 Check: প্রাপ্ত নম্বর থেকে কোন স্কলারশিপ পাবে? অনলাইনে চেক করে নাও

Nitya Gorai

Published on:

Madhyamik Pass Scholarship 2024 Check Tool Online

মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেই রেজাল্টের ভিত্তিতে বিভিন্ন স্কলারশিপ এ আবেদনের জন্য ছাত্রছাত্রীরা অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে! সরকারি স্কলারশিপ তারা পাবে? তার সঙ্গে প্রাইভেট স্কলারশিপ কিভাবে আবেদন করবে – এই সমস্যার সমাধানে ‘EduTips’ নিয়ে এসেছে ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ চেকার (Madhyamik Pass Scholarship 2024)।

মাধ্যমিক পাশের পর স্কলারশিপ: নম্বরের ভিত্তিতে চেক

নিচের টেবিলে নিজের নাম, মোবাইল ও প্রাপ্ত নম্বর তার সঙ্গে জাতি সিলেক্ট করলে, মাধ্যমিক পাশের পর সরকারি ও বেসরকারি যেসব স্কলারশিপ জন্য তোমরা যোগ্য হবে তার লিস্ট তোমাদের সামনে চলে আসবে। এটা মনে রাখবে সঠিক তথ্য দেবে, যাতে সবচেয়ে বেশি সুবিধা এবং লাভ পেতে পারো

Madhyamik Pass Scholarship 2024 Check Online





বর্তমানে এখন কোন স্কলারশিপ এর আবেদন শুরু হয়নি, যখন আবেদন হবে তখন আমরা তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকো!

মাধ্যমিক পরবর্তী, উচ্চমাধ্যমিক পড়াকালীন সমস্ত স্কলারশিপ: Click Here

এই টুলটি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে দাও, তারাও যাতে জানতে পারে তারা কোন কোন স্কলারশিপ পেতে চলেছে! তবে স্কলারশিপের খুঁটিনাটি আপডেট থেকে পড়াশোনার সমস্ত গাইডেন্স তোমাদের পাশে আছে এডুটিপস

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram