Madhyamik Science Suggestion: মাধ্যমিক ভৌতবিজ্ঞান ও জীবন বিজ্ঞান সেরা সাজেশন বুক

Nitya Gorai

Published on:

Madhyamik Life Science Physical Science Suggestion

মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য ফাইনালি এডুটিপস এর তরফ থেকে প্রকাশ করা হলো “জীবন বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের টার্গেট মাধ্যমিক সাজেশন e-Book“। সকল পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকগণ এবং শিক্ষক-শিক্ষিকা সকলেই এবইটি সংগ্রহ করতে পারবেন। এটি একটি ডিজিটাল কপি, এর কোন প্রিন্ট কপি নেই।

   

EduTips টার্গেট মাধ্যমিক সায়েন্স ই-বুক (Physical Science + Life Science)

e-বইটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি সকল ধরনের ছাত্রছাত্রীদের কাজে লাগে। যে সমস্ত টপার ছাত্রছাত্রীরা রয়েছে তাদের শর্ট রিভাইস সহ মনে রাখার ক্ষেত্রে অনেকটাই কাজে দেবে। আর যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সারা বছর পড়াশোনা করেনি তারাও যদি লাস্ট একমাস এ বইটি ফলো করে তাহলে সেও স্টার এবং লেটারে মার্কস আনতে পারবে।

ই-বুক নোট সাজেশন বইটির মধ্যে কি কি পাবেন?

এই বইটির মধ্যে রয়েছে ভৌতবিজ্ঞান এবং জীবন বিজ্ঞানের পর্ষদের সিলেবাস অনুযায়ী সম্পূর্ণ “পাঠ্যপুস্তকের ওয়ান শট নোট“। যেখানে একটি টেক্সট বই সম্পূর্ণ রিভাইস করতে অনেকটাই সময় লাগে সেই ক্ষেত্রে এই বইয়ের ওয়ান শর্ট পাট থেকে খুব কম সময়ের মধ্যেই করতে পারবে।

  • বিভিন্ন টেস্ট পেপার এবং বিগত বছরের প্রশ্নগুলি থেকে বাছাই করে অধ্যায় ভিত্তিক সেরা সম্ভাব্য প্রশ্নগুলিকে দেওয়া রয়েছে।
  • জীবন বিজ্ঞানের চিত্র অংকনের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ চিত্র নিয়ম পদ্ধতি সহ এঁকে দেওয়া রয়েছে।
Madhyamiik Science Sueestion e-Book

জীবন বিজ্ঞানের ক্ষেত্রে কিভাবে উত্তর লিখলে সম্পূর্ণ নাম্বার পাওয়া যায় সেই বিষয়ে টিপস দেওয়া রয়েছে এবং ভৌত বিজ্ঞানে কোন স্ট্র্যাটিজি গুলো ফলো করলে একটা প্রশ্ন ছাড়া যাবে না তাও দেওয়া রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram