Madhyamik Result PPR-PPS 2024 Review Scrutiny Application, Fees, Last date: পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদ(WBBSE) ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। ফলাফলে অনেকেই হয়তো তাদের প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেননি। তাদের জন্য আশার কথা হলো, এবার WBBSE “পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি (পিপিএস)” এবং “পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর)“-এর মাধ্যমে অনলাইনে ফলাফল পুনর্মূল্যায়নের সুযোগ চালু করেছে। কিভাবে আবেদন করবেন? কত টাকা লাগবে? সমস্ত কিছু তুলে ধরা হল আজকের পোস্টে।
PPR/PPS কিছু গুরুত্বপূর্ণ জানা উচিত
- PPR-পিপিআর-এর ক্ষেত্রে নির্দিষ্ট উত্তরপত্রগুলো পুনর্মূল্যায়ন করা হবে, পুরো খাতাটা প্রথম থেকেই দেখা হবে।
- PPS-পিপিএস কেবল গণনা যাচাই ও পুনর্গননা জন্য, মানে এখান থেকে তোমার নাম্বার গুলোর সঠিক জায়গায় পড়েছে কিনা সেগুলো চেক হবে এবং টোটাল কাউন্ট দেখা হবে।
আবেদনের জন্য কত টাকা লাগবে?
ফলাফলে উত্তীর্ণরা পিপিএস-এর জন্য আবেদন করতে পারবেন (৮০ টাকা ফি প্রতি বিষয়)। ফলাফলে ফেল হওয়ারা পিপিআর-এর জন্য আবেদন করতে পারবেন (১০০ টাকা ফি প্রতি বিষয়)।
আরো দেখুন: HS AI Subjects: উচ্চ মাধ্যমিকে AI পড়ানোর সুযোগ! কারা পাবে? কি জানালো সংসদ, নোটিশ দেখে নিন
Madhyamik PPR PPS Application Process: কীভাবে আবেদন করবেন?
আপনার স্কুলের প্রধানশিক্ষকের কাছে আবেদন করতে হবে। আবেদনের সময় আপনার নাম, রোল নম্বর, যে বিষয়গুলোর জন্য পিপিএস/পিপিআর চাচ্ছেন তার বিবরণী, মার্কশিটের ফটোকপি এবং নির্ধারিত ফি (নগদ) জমা দিতে হবে। স্কুল কর্তৃপক্ষ প্রয়োজনে আবেদন প্রতি মাত্র ২ টাকা (নগদ) বাড়তি খরচ হিসেবে নিতে পারবে।
অর্থাৎ কোন স্টুডেন্ট যদি দুটো সাবজেক্ট এর জন্য রিভিউ করে, তাকে ৮০+৮০= ১৬০ টাকা দিতে হবে, এবং তার সঙ্গে বাড়তি স্কুলকে দু টাকা দিতে হবে আবেদন ফরমের জন্য।
লাস্ট ডেট ও গুরুত্বপূর্ণ তারিখ (WBBSE PPR/PPS Last Date)
আবেদনের ওয়েবসাইটটি ১৮ মে, ২০২৪ মধ্যরাত পর্যন্ত খোলা থাকবে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রাহ্য হবে না। স্কুল কর্তৃপক্ষের মাধ্যমেই অনলাইনে আবেদন করতে হবে।
মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে স্কুলের হেডমাস্টার মশাইদের জন্য নোটিশ পাবলিশ করা হয়েছে, আপনারা চাইলে সেটাও নিজেরা পড়ে নিতে পারেন। অফিসিয়াল নোটিস ডাউনলোড করে নিন: Download Notice
সমস্ত সরকারি বেসরকারি স্কলারশিপ আপডেট পাবেন এই লিংকে: Scholarship Link
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »