Madhyamik Routine 2024: মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৪

WBBSE Madhyamik Routine 2024 Exam Date

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) এর তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ১৯ শে মে মাধ্যমিক ২০২৩ এর ফল প্রকাশের দিনে মাধ্যমিক ২০২৪ এর রুটিন প্রকাশ করা হয়। কবে থেকে শুরু হবে পরীক্ষা? কবে কি পরীক্ষা রয়েছে? কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা চলবে? বিস্তারিত জেনে নিন।

   

মাধ্যমিক ২০২৪ পরীক্ষার বিবরন (Madhyamik Exam Details)

পরীক্ষার নামমাধ্যমিক পরীক্ষা 2024
বোর্ডপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)
পরীক্ষা শুরুর তারিখ২ ফেব্রুয়ারী, ২০২৪
পরীক্ষা শেষের তারিখ১২ ফেব্রুয়ারী, ২০২৪
অফিসিয়াল ওয়েবসাইটwbbse.wb.gov.in
  • ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ২ ফেব্রুয়ারি ২০২৪, শুক্রবার এবং শেষ হচ্ছে ১২ ফেব্রুয়ারি, ২০২৪ সোমবার। তার মধ্যে ৪ ফেব্রুয়ারি এবং ৭ ফেব্রুয়ারি দুই দিন ছুটি রয়েছে।
  • মাধ্যমিক পরীক্ষা ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার একমাত্র কারণ হলো লোকসভা নির্বাচন। এই জন্য মাধ্যমিক পরীক্ষা ২০ দিন এগিয়ে দেওয়া হয়েছে।
  • পরীক্ষা হবে সকাল 11:45 থেকে দুপুর 03:00 পর্যন্ত মোট ৩ ঘন্টা ১৫ মিনিট। এর মধ্যে প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য, পরের ৩ ঘন্টা প্রশ্ন উত্তর লেখার জন্য

মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik Routine 2024)

তারিখবারবিষয়
২ ফেব্রুয়ারী, ২০২৪শুক্রবারপ্রথম ভাষা*
৩ ফেব্রুয়ারী, ২০২৪শনিবারদ্বিতীয় ভাষা**
৫ ফেব্রুয়ারী, ২০২৪সোমবারইতিহাস
৬ ফেব্রুয়ারী, ২০২৪মঙ্গলবারভূগোল
৮ ফেব্রুয়ারী, ২০২৪বৃহস্পতিবারগণিত
৯ ফেব্রুয়ারী, ২০২৪শুক্রবারজীবন বিজ্ঞান
১০ ফেব্রুয়ারী, ২০২৪শনিবারভৌত বিজ্ঞান
১২ ফেব্রুয়ারী, ২০২৪সোমবারঐচ্ছিক বিষয়গুলি

(*) প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওডিয়া, গুরমুখী (পাঞ্জাবি), তেলেগু, তামিল, উর্দু এবং সাঁওতালি

(**) দ্বিতীয় ভাষা

  • ১) ইংরেজি, যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হিসাবে দেওয়া হয়।
  • ২) বাংলা বা নেপালি, যদি ইংরেজি প্রথম ভাষা হয়।

এই ছিল মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত মাধ্যমিক ২০২৪ এর পরীক্ষার রুটিন (Madhyamik Routine 2024)।, মাধ্যমিক পরীক্ষার সমস্ত আপডেট পেতে অবশ্যই পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটের লিংক: Visit

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram