Madhyamik Exam Routine 2025: মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আগামী ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সংবাদিক বৈঠক করে ২০২৫-র মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা করেন। কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে? চলুন আজকের প্রতিবেদন থেকে জেনে নিন।
Madhyamik Pariksha Routine 2025: মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১০ই ফেব্রুয়ারী, ২০২৫ সোমবার থেকে এবং পরীক্ষা চলবে ২২শে ফেব্রুয়ারী, ২০২৫ শনিবার পর্যন্ত। ৮ দিন ধরে মোট আটটি বিষয়ে পরীক্ষা হবে। শেষ দিনে হবে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
আপডেট | পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রুটিন ২০২৫ |
---|---|
বোর্ডের নাম | পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ |
পরীক্ষা শুরুর তারিখ | ১০ই ফেব্রুয়ারী |
পরীক্ষা শেষের তারিখ | ২২শে ফেব্রুয়ারী |
পরীক্ষার রুটিন PDF | পোষ্টের শেষে দেওয়া রয়েছে ডাউনলোড করে নেবেন |
পরীক্ষার সময় | সকাল ১০:৪৫ থেকে দুপুর ২:০০ |
কোন দিন কোন বিষয়ের পরীক্ষা হবে দেখে নিন-
তারিখ | বার | বিষয় |
১০ই ফেব্রুয়ারী, ২০২৫ | সোমবার | প্রথম ভাষা (বাংলা) |
১১ই ফেব্রুয়ারী, ২০২৫ | মঙ্গলবার | দ্বিতীয় ভাষা (ইংরেজি) |
১৫ই ফেব্রুয়ারী, ২০২৫ | শনিবার | গনিত |
১৭ই ফেব্রুয়ারী, ২০২৫ | সোমবার | ইতিহাস |
১৮ই ফেব্রুয়ারী, ২০২৫ | মঙ্গলবার | ভূগোল |
১৯ই ফেব্রুয়ারী, ২০২৫ | বুধবার | জীবন বিজ্ঞান |
২০ই ফেব্রুয়ারী, ২০২৫ | বৃহস্পতিবার | ভৌত বিজ্ঞান |
২২ই ফেব্রুয়ারী, ২০২৫ | শনিবার | ঐচ্ছিক Optional বিষয় |
WBBSE West Bengal Madhyamik Routine 2025
Exam Date | SubjectS (Exam Timings: 10:45 AM to 2 PM) |
---|---|
February 10, 2025 | First Language Bengali, English, Gujarati, Hindi, Modern Tibetan, Nepali, Odia, Gurmukhi (Punjabi), Telugu, Tamil, Urdu and Santali. |
February 11, 2025 | Second Language 1) English, if any language other than English is offered as First Language. 2) Bengali or Nepali, if English is the First Language. |
February 15, 2025 | Mathematics |
February 17, 2025 | History |
February 18, 2025 | Geography |
February 19, 2025 | Life Science |
February 20, 2025 | Physical Science |
February 22, 2025 | Optional elective subjects |
Old Question Paper: পশ্চিমবঙ্গে মাধ্যমিক সমস্ত বছরের প্রশ্ন!
অফিসিয়াল Notification From Westbengal Board
It is notified for all concerned that the Madhyamik Pariksha (Secondary Examination), 2025 will be held as per the following programme.
The examination will be held in only one paper on each day from 10.45 a.m. to 2 p.m. (First 1 minutes for reading the Question Papers only). The dates & corresponding subjects are as under.
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbbse.wb.gov.in/ |
WBBSE Madhyamik Routine 2025 (333 kb) | Download PDF |
মাধ্যমিক সাজেশন 2025: Madhyamik All Subjects Suggestion 2025
সাধারনত প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের সময় আগামী বছরের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়। তবে এ বছর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই পরের বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হলো। ২৮ শে জুন তারিখে অফিসিয়াল ভাবে পর্ষদের ওয়েবসাইটে এই একই রুটিন আপডেট করা হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »