Madhyamik Test Paper 2024: মাধ্যমিকের কোন টেস্ট পেপার সবচেয়ে ভালো? কেনার আগে অবশ্যই দেখে নিন

Madhyamik Test Paper 2024

যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে সেই সকল ছাত্র-ছাত্রীদের পরীক্ষা প্রস্তুতিতে অপরিহার্য হল টেস্ট পেপার। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে মাধ্যমিকের জন্য কোন টেস্ট পেপার সবচেয়ে ভালো? ABTA, WBHA, WBTA না আরোও অন্য কোম্পানির টেস্ট পেপার? টেস্ট পেপারে কি কি গুন থাকা প্রয়োজন? টেস্ট পেপার কি উত্তর থাকা ভালো না উত্তর না থাকা ভালো? টেস্ট পেপার সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

   

যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের পরীক্ষা প্রস্তুতিতে অপরিহার্য অঙ্গ হলো টেস্ট পেপার তাই টেস্ট পেপার কেনার আগে জেনে নেওয়া দরকার টেস্ট পেপারে কি কি গুন থাকা আবশ্যক। আজকের এই প্রতিবেদনে টেস্ট পেপার কেনার আগে কোন কোন বিষয়গুলি দেখে নেওয়া জরুরী এ বিষয়ে আলোচনা করা হয়েছে তাই প্রত্যেক ছাত্র-ছাত্রী এবং প্রত্যেক অবিভাবক অভিভাবিকার আজকের এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া জরুরী।

টেস্ট পেপার কেনার আগে অবশ্যই এই বিষয়গুলি দেখে নিন

(১) অনেক ছাত্র-ছাত্রী মনে করে “আমার তো মানে বই আছে তাহলে টেস্ট পেপার কেনার কি দরকার মানে বইয়েই তো সব প্রশ্নের উত্তর দেওয়া আছে।” কিন্তু মানে ভয়ে শুধু মাত্র লেখক এর মনগড়া প্রশ্ন এবং তার উত্তর দেওয়া থাকে অপরপক্ষে টেস্ট পেপারে বিভিন্ন খ্যাতনামা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকে। এবং টেস্ট পেপার যে প্রশ্নগুলি দেওয়া থাকে সেগুলোর পরীক্ষায় আসার প্রবণতা প্রবল। তাই প্রত্যেক ছাত্রছাত্রীর পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে টেস্ট পেপারের প্রশ্নের সমাধান করা অত্যন্ত জরুরী।

(২) কিছু কিছু কোম্পানির টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন বাদ দিয়ে প্রকাশনী সংস্থার মডেল প্রশ্নপত্র দেওয়া থাকে। এইসব কোম্পানির টেস্ট পেপার পড়ুয়াদের এড়িয়ে চলায় ভালো হবে এবং যে টেস্ট পেপারে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকবে সেই টেস্ট পেপার কেনা সবথেকে ভালো হবে।

(৩) টেস্ট পেপারে শুধু যে স্কুলের প্রশ্নপত্র থাকলে হবে তা কিন্তু নয় বিভিন্ন খ্যাতনামা বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র থাকতে হবে। বিভিন্ন জেলা স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন যেমন:- বাঁকুড়া জেলা স্কুল, হাওড়া জেলা স্কুল ইত্যাদি। রামকৃষ্ণ মিশন পরিচালিত স্কুল যেমন:- পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ইত্যাদি। বিভিন্ন জেলার খ্যাতনামা বিদ্যালয়ের প্রশ্ন যেমন:- স্কটিশ চার্চ কলেজ, পাঠভবন, হিন্দু স্কুল বর্ধমান টাউন স্কুল ইত্যাদি। এছাড়াও বিভিন্ন জনপ্রিয় স্কুলে টেস্ট পরীক্ষার প্রশ্ন আছে কিনা সেটা দেখে তবেই ভালো টেস্ট পেপার নির্বাচন করতে হবে।

(৪) টেস্ট পেপার কেনার আগে কখনোই কোন কোম্পানির বা সংস্থার নাম দেখে কেনা উচিত নয়। যে টেস্ট পেপারে সবচেয়ে বেশি সংখ্যক জনপ্রিয় স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন দেওয়া থাকবে সেটি নেওয়া সবথেকে ভালো হবে।

মাধ্যমিকের জন্য কোন টেস্ট পেপার ভালো

যে সকল ছাত্র-ছাত্রী এ বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সবচেয়ে ভালো টেস্ট পেপার হলো যে টেস্ট পেপারটি পর্ষদের তরফ থেকে দেওয়া হয়। কিন্তু এই টেস্ট পেপারটি পর্ষদের তরফ থেকে ছাত্রছাত্রীদের অনেক দেরি করে দেওয়া হয়। তাই তার আগে ছাত্র-ছাত্রীরা চাইলে বাজার চলতি যে কোন টেস্ট পেপার কিনে তা প্র্যাকটিস করতে পারবে। এক্ষেত্রে টেস্ট পেপার কেনার জন্য উপরের বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখতে হবে।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbbse.wb.gov.in/

মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের পর্ষদের টেস্ট পেপার কবে দেওয়া হবে

অবশ্যই পড়ুন » WB Parsad TestPaper 2024: বিনামূল্যে ছাত্রছাত্রীদের দেওয়া কবে দেওয়া হবে টেস্ট পেপার? দেখে নিন, কি আপডেট

মাধ্যমিক পড়ুয়াদের পর্ষদের তরফ থেকে বিনামূল্যে যে টেস্ট পেপার দেওয়া হয় সেটি কবে দেওয়া হবে তা উপরের প্রতিবেদনটি থেকে জানতে পারবে। এ বিষয়ে তরফ থেকে কি খবর উঠে আছে তা জানতে উপরোক্ত প্রতিবেদনটি পড়ুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram