MAKAUT Even Sem Result 2024: রাজ্যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট, রয়েছে কিছু সমস্যা! চিন্তায় পড়ুয়ারা

Nitya Gorai

Updated on:

MAKAUT Even Semester Result 2024 Published @makautexam.net

MAKAUT, Westbengal: মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধীনে ১০০ টিরও বেশি ইঞ্জিনিয়ারিং, এবং প্রফেশনাল কলেজ রয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো প্রতিবারই মতো এবারো রেজাল্ট আউট হলো ১৬ই জুলাই মাঝরাতে!

অধিকাংশ কলেজ বেসরকারি প্রাইভেট হলেও রয়েছে কল্যাণী, পুরুলিয়া, কোচবিহারের মতো সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজও। ইভেন সেমিস্টার অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে।

MAKAUT Even Semester Result 2024 Published: অন্তিম সেমিস্টারের রেজাল্ট প্রকাশ

ছাত্র-ছাত্রীরা অনলাইনে তাদের ড্যাশবোর্ডে লগইন করে নিয়ে রেজাল্ট চেক করতে পারবে এবং একইসঙ্গে তাদের সেমিস্টার ভিত্তিক মার্কসিট ডাউনলোড করে নিতে পারবে –

Ref.No. COE/MAKAUT,WB/15/2024: All the affiliated Colleges of MAKAUT, WB, that the results of all students of UG and PG courses of Even Semester Examinations 2023-24 are published. The results and online grade cards are available in the portal: www.makautexam.net.

পরীক্ষা শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে রেজাল্ট পাবলিশ হলো। সেই প্রসঙ্গে বিশেষভাবে বলা প্রয়োজন অন্তিম যারা ফাইনাল ইয়ারে ছিল, এই রেজাল্টের কারণে অনেকেরই প্লেসমেন্ট এর জয়েনিং তার সঙ্গে হায়ার স্টাডিসে ভর্তি হওয়া আটকে ছিল, কারণ সব জায়গাতেই রেজাল্ট জমা করতে হবে।

আরো দেখো: UPSC CDS (Combined Defense Services) ভারতীয় আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার! পরীক্ষা, যোগ্যতা

রেজাল্ট প্রকাশের সঙ্গে রয়েছে কিছু বিশেষ সমস্যা

তবে রেজাল্ট পাবলিশ হয়ে গেলেও সমস্যা কিছু রয়েই গেছে। ছাত্রছাত্রীদের প্রভিশনাল গ্রেড (Provisional Grade Card) কবে দেওয়া হবে, যেটা ছাত্রছাত্রীরা সাবমিট করবে সে নিয়ে এখনো কিছু জানায়নি ম্যাকআউট এক্সাম বোর্ড

অবশ্যই পড়বে: ঐক্যশ্রী টাকা অমিল, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ একই অবস্থা! পড়াশোনার খরচ চলবে কি করে? বিপাকে পড়ুয়ারা

তার সঙ্গে এমন কিছু কলেজ রয়ে গেছে যাদের রেজাল্ট এখনো বিশেষ কারণে হোল্ড (Result on Hold) রয়ে গিয়েছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষ কিছু ক্ষেত্রে খাতা দেখা সম্ভব হয়ে ওঠেনি রিসোর্সের কারণে, তো সেগুলি খুব তাড়াতাড়ি ইনকমপ্লিট থেকে কমপ্লিট হয়ে যাবে

রেজাল্ট দেখার সরাসরি লিংক
(MAKAUT Smart Exam Student Dashboard)
MAKAUT Result
অফিসিয়াল ওয়েবসাইটmakautexam.net

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram