ক্লাসে মোবাইল ব্যবহার! শিক্ষকদের জন্য নিয়ম জারি, ছুটি নিয়েও বিধি নিষেধ? নোটিশ দেখে নিন

Westbengal School Education Mobile can not be used in class Notification 2024

WB School Education: Mobile can not be used in class! Notice issued for teachers, restrictions on leave also. ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোনের ব্যবহার থেকে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের নিয়ে অনেক অভাব অভিযোগ আগেও এসেছে। মাঝে শিক্ষা দপ্তরের থেকে অনেকবার বিধি নিষেধ জারি করা হলেও সে রকম সুফল মিলে না। এরপর বিচারপতি বসুর সারপ্রাইজ ভিজিটেড জের! স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হল নির্দেশিকা। কোনও মাস্টারমশাই স্কুলে ক্লাস চলাকালীন আর ফোন ঘাটতে পারবেন না, ছুটি নেওয়ার ক্ষেত্রেও আনা হয়েছে কড়াকড়ি।

   

শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল ফোনের ব্যবহার ও বিধি নিষেধ নিয়ে কি বলা হয়েছে? তার সঙ্গে ছুটি নেওয়া এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে এরকম সিদ্ধান্তের কারণে বা কি – সমস্ত কিছু তুলে ধরা হলো আজকের প্রতিবেদন।

ক্লাস চলাকালীন মোবাইল ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা

Westbengal School Education Mobile can not be used in class Notification 2024: নির্দেশিকা অনুযায়ী ক্লাস চলাকালীন স্কুলে শিক্ষকরা আর মোবাইল ঘাটতে পারবেন না। নির্দিষ্ট ক্লাসের সময়চলাকালীন যাতে সবটুকু সময় ছাত্র-ছাত্রীদের দেয়া হয় এবং সেখানে তাদের পঠন-পাঠনে আরো বেশি গুরুত্ব দেয়া হয় সেজন্যই শিক্ষা দপ্তরের তরফ থেকে মোবাইল ফোনের ব্যবহার নিয়ে এরকম বিধিনিষেধ জারি করা হয়েছে ।

ছুটি নেওয়ার ক্ষেত্রে বলা হয়েছে প্রধান শিক্ষকের অনুমতি ব্যতীত কোন শিক্ষক – শিক্ষিকা ছুটি নিতে পারবেন না। এছাড়াও কি কারণে শিক্ষক-শিক্ষিকারা ছুটি নিচ্ছেন সেই বিষয়টি জানানোর পাশাপাশি যাবতীয় কাগজপত্র ও তথ্য জমা করতে হবে। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষকদের রেজিস্টার খাতা আপ টু ডেট রাখার নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ক আলাদা ভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে।

আরও আপডেট » WBBSE Work Art Education: স্কুলে আবার চালু কর্মশিক্ষা শরীরশিক্ষা! বিজ্ঞপ্তি মধ‍্যশিক্ষা পর্ষদের, দেখে নিন

এরকম সিদ্ধান্তের কারণ কি?

গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে যাওয়ার পথে আচমকা ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন স্কুলে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন। আর সেখানে গিয়েই কার্যত স্তম্ভিত হয়ে পড়েন বিচারপতি বসু। সেখানে তিনি দেখেন স্কুলে মোট শিক্ষক রয়েছেন 45 জন, কিন্তু এর মধ্যে ওই দিন 12 জন অনুপস্থিত ছিলেন।

মিস করবেন না » HS Semester 2024 Exam Rules: নতুন সেমিস্টার উচ্চ মাধ্যমিকে সবাই পাস! ছাত্র ছাত্রীদের সুবিধা, দেখে নিন

এই ঘটনার পরেই বিচারপতি বিশ্বজিৎ বসু রিপোর্ট তলব করেন, যার জেরে টনক নড়ে শিক্ষা দফতরের। স্কুলগুলির জন্য জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা, যা জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে ইতিমধ্যেই একাধিক স্কুলের প্রধান শিক্ষকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে

West Bengal State Council of Higher Education,
Government of West Bengal
Visit
বাংলার উচ্চশিক্ষা অফিসিয়াল ওয়েবসাইটLink

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram