MOOCs: উচ্চমাধ্যমিক জন্য অনলাইনে কোর্স! শিক্ষা দপ্তরের নোটিশ, বিস্তারিত জেনে নিন

MOOCs NCERT WBCHSE QR code Online Courses for class XI and XII on SWAYAM Portal

MOOCs Online Course for Class XI & XII: পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের অধীনে জেলা শিক্ষা আধিকারিকদের তরফ থেকে সমস্ত স্কুলগুলিকে ইতিমধ্যেই এক নতুন নোটিসের মাধ্যমে আপডেট দেওয়া হয়েছে। যেখানে ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুযোগ! এখন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা NCERT অনুমোদিত সিলেবাসের সঙ্গে সামঞ্জস্যরা বজায় রেখে পড়াশোনা করতে পারবে। জানতে সমস্ত কিছু করুন সম্পূর্ণ প্রতিবেদন!

   

সমগ্র শিক্ষা মিশনে একাদশ দ্বাদশে অনলাইন কোর্সের সুযোগ

QR code Online Courses for class XI and XII on SWAYAM Portal: নয়া শিক্ষা বর্ষে একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের পড়াশোনার গুণমান বাড়াতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই উদ্যোগটির নাম হল ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস (MOOCS)।

উল্লেখ্য এই বিশেষ কর্মসূচিটি ২০২৩ সালে ছাত্র-ছাত্রীদের উন্নয়নের স্বার্থে উদ্বোধন করা হয়েছিল। এই কর্মসূচির মাধ্যমে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নির্দিষ্ট বাছাই করা পাঠ্যক্রম থেকে ১১ টি বিষয়ের ওপর মোট ২৮ টি অনলাইন কোর্স করানো হবে।

নয়া কোর্সের সংক্ষিপ্ত তথ্য (Details about MOOCS Course)

কোর্সের নামম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস (এমওওসিএস)
কারা আবেদনের যোগ্যএকাদশ – দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা
কিভাবে আবেদন করবেনইচ্ছুক প্রার্থীরা স্বয়ম পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন
মোট নির্ধারিত বিষয়11 টি

কোর্সের মাধ্যমে কি কি সুবিধা পাবে ছাত্র ছাত্রীরা

  • কোর্সটি সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে।
  • দেশের যেকোনো রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পাঠরত পড়ুয়ারা এই কোর্সে নাম নথিভুক্ত করতে পারেন।
  • কোর্সটি সম্পূর্ণ করার পর পড়ুয়াদের মূল্যায়ন করার জন্য পরীক্ষা নেওয়া হবে।
  • পরীক্ষায় উত্তীর্ণ হলে পরীক্ষার্থীরা কোর্স শেষে শংসাপত্র পাবেন।

এই কোর্সে কোন কোন বিষয় অন্তর্গত রয়েছে? (Subject included in MOOCS)

নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণী থেকে হিসাবশাস্ত্র, বি‌জ়নেস স্টাডিজ়, জীববিদ্যা, রসায়ন, অর্থনীতি, ভূগোল, অঙ্ক, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান, ইংরেজি এবং সমাজবিদ্যা বিষয়গুলি অর্থাৎ মোট 11 টি বিষয় এই কোর্সের অন্তর্ভুক্ত করানো হয়েছে।

কি ভাবে এই কোর্সের পঠন-পাঠন করানো হবে? (How to study with MOOCS)

স্টাডি ওয়েবস অফ অ্যাকটিভ-লার্নিং ফর ইয়ং অ্যাস্পায়ারিং মাইন্ডস’ বা স্বয়ম পোর্টালের মাধ্যমে ইচ্ছুক প্রার্থীরা ঘরে বসেই এই কোর্স করতে পারবেন।

আরো দেখো: HS 1st Sem Books: একাদশের পাঠ্য বই নেই, চিন্তায় পড়ুয়া থেকে শিক্ষক! কবে পাবে? কি জানালো সংসদ, দেখে নিন

কিভাবে কোর্সে নাম নথিভুক্ত করা যাবে?(How to register your name in MOOCS)

প্রার্থীরা যেই বা যে সকল বিষয় উপর অধ্যয়ন করতে চান তাদের সংশ্লিষ্ট পোর্টাল প্রবেশ করে নির্দিষ্ট বিষয়ের লিংকের উপর ক্লিক করতে হবে, আর ক্লিক করেই তারা তাদের নাম নথিভুক্ত করতে পারেন। শিক্ষা মিশনের তরফ থেকে ইতিমধ্য স্কুলগুলিকে পোস্টার এবং একটি নোটিফিকেশন পিডিএফ দেওয়া হয়েছে

নোটিফিকেশন ডাউনলোড করুন
কোর্সের QR লিস্ট
View PDF
SWYAM NCERT Online Linkhttps://swayam.gov.in/NCERT

মিস করবে না: WBCHSE Class 11 Registration: একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন অনলাইনে! কবে থেকে? দেখে নিন

প্রথম পাতায় নোটিশ থাকলেও পরবর্তী পৃষ্ঠাগুলিতে কোর্স অনুযায়ী একটি করে কিউ আর কোড (QR Code) দেওয়া রয়েছে যেটি স্ক্যান করলে বা তার পাশের লিংকে ক্লিক করলে ছাত্রছাত্রীরা সেই কোর্সের এক্সেস করতে পারবে সম্পূর্ণ নিজেদের মোবাইল থেকে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram