Madhyamik Model Question Answer PDF: ‘নমুনা মাধ্যমিক’ সাতটি বিষয় একত্রে, নমুনা প্রশ্ন উত্তর সহ!

Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF

“এই প্রশ্নটা উত্তর আরো ভালোভাবে লেখা যেত আর বেটার লেখা যেত”- কিন্তু মাধ্যমিক পরীক্ষার উত্তর লেখার জন্য WBBSE মধ্যশিক্ষা পর্ষদের কি নিয়ম রয়েছে? কিভাবে উত্তর লিখলে ফুল মার্কস দেওয়ার নিয়ম রয়েছে?? সেটার জন্যই আজকের আমাদের বিশেষ নিবেদন, নমুনা মাধ্যমিক!

   

মাধ্যমিক পরীক্ষা রেজাল্ট করার জন্য পরীক্ষায় ভালোভাবে লেখা অত্যন্ত প্রয়োজন। কিন্তু উত্তর লেখার সময় তোমরা সঠিক নিয়ম ফলো করছ না, যেখানে প্রশ্নের উত্তরটি সঠিক নাম্বার পাওয়ার যোগ্য হচ্ছে না। তাই তোমাদের জন্যই ই-বুক ‘নমুনা মাধ্যমিক‘। এই নমুনা মাধ্যমিক ই বুকে তোমরা কি পাবে? কেন এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ?

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য “নমুনা মাধ্যমিক” মধ্যশিক্ষা পর্ষদের মডেল প্রশ্ন এবং উত্তর সংকলন

প্রথমত, এখানে রয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা প্রকাশিত মডেল প্রশ্নপত্র এবং তার সঙ্গে সেই মডেল প্রশ্নপত্রের নমুনা উত্তর পত্র। শর্ট কোশ্চেন থেকে শুরু করে রচনাধর্মী প্রশ্নের উত্তর সবকিছুকেই খুব ভালোভাবে নিখুঁতভাবে উত্তর করে দিয়েছে, আর এই নির্দেশ অনুযায়ী যদি কোন ছাত্র-ছাত্রী পরীক্ষাতে উত্তর লিখে আসে তাহলে সে অবশ্যই সম্পূর্ণ নম্বর পাবে।

আর কিছু কিছু ক্ষেত্রে প্রশ্নের উত্তরে পর্ষদ শুধুমাত্র উত্তর লেখার পয়েন্টগুলি দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র তোমাদের জন্য সেই পয়েন্টগুলিকে বিস্তার করে সম্পূর্ণ প্রশ্নের উত্তরটিকে লিখে দিয়েছি। যা এই নমুনা মাধ্যমিক ইবুকের মধ্যেই রয়েছে।

সাতটি বিষয়ে একত্রে! কি কি বিশেষত্ব রয়েছে?

ইতিহাসের ক্ষেত্রে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় তার নমুনা দেওয়া রয়েছে। তার সাথে 4 নম্বর এবং ৮ নম্বর প্রশ্ন যেগুলি রয়েছে এই প্রশ্নের উত্তরে খুব ভালোভাবে লেখা রয়েছে এবং পয়েন্টগুলি যেগুলি দেওয়া তার মধ্যেও কিছু নতুনত্ব রয়েছে। প্রশ্নের উত্তরের পয়েন্টগুলিও খুব ভালোভাবে দেখে সেটি বিষয়ে অল্পবিস্তর পড়ে নিয়ে পরীক্ষাতে নিজের ভাষাতে লিখতে পারো তাহলেও কিন্তু তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে।

অংকের ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ প্রতিটি অংককে করে দেওয়া রয়েছে। সেটি শর্ট প্রশ্ন হোক বা বীজগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি সবকিছুই। এক কথায় তোমরা যেভাবে নিজের হাতে তোমাদের খাতাতে অংক করো ঠিক সেইভাবেই দেওয়া রয়েছে।

জীবনবিজ্ঞানের ক্ষেত্রে চিত্র অঙ্কনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। চিত্র অঙ্কন করে কিভাবে সেই চিত্রে প্রতিটি পয়েন্টকে উল্লেখ করতে হয়, সে বিষয়ের উপর বিশেষ নজর দেওয়া হয়েছে। এবং কিভাবে জীবন বিজ্ঞানের প্রতিটি শর্ট প্রশ্নের উত্তর প্রকৃত নিয়ম অনুসারে দেওয়া রয়েছে। এছাড়াও যে বড় প্রশ্নগুলি লিখতে হয় সে বিষয়েও অনেকটা গাইড করে দেওয়া রয়েছে।

আর ভূগোলের ক্ষেত্রে কিভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় এবং বড় প্রশ্নের উত্তরে কোনখানে, কিভাবে, চিত্র অঙ্কন করতে হয় এবং কোন প্রশ্নের উত্তরে কিভাবে পয়েন্ট যোগ করতে হয় এবং বিশেষভাবে বিস্তার করতে হয়। সেই বিষয়ে খুব ভালোভাবে এই নমুনা মাধ্যমিক বইয়ে উল্লেখ করা রয়েছে।

ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান খুব ভালোভাবে দেওয়া রয়েছে। বিভিন্ন বিক্রিয়ার সমীকরণ উল্লেখ করে এবং চিত্র উল্লেখ করে উত্তর দেওয়া রয়েছে যাতে যে পড়বে তার কোন রকম অসুবিধা না হয়।

কিভাবে এই ই-বুকটি সংগ্রহ করতে পারবেন? Madhyamik Model Question Answer PDF

Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF

এটির মূল্য 29 টাকা ধার্য করা হয়েছে, কিন্তু ওয়েলকাম অফার হিসাবে প্রথম ১০০ জন ছাত্রছাত্রী এটি ৫০ শতাংশ ছাড়ে ১৫ টাকায় পেয়ে যাবে (e-Book)

  • প্রথমে সরাসরি নিচের দেওয়া লিংক থেকে EduTips স্টোরে যাবেন, সেখানে প্রথমে পিডিএফ এর ডেমো দেখতে পারেন।
  • তারপরে ‘Buy Now‘ ক্লিক করলেই আপনার কাছে নাম ইমেইল আইডি এবং মোবাইল নম্বর আসবে।

তারপরে আপনার কাছে পেমেন্ট পেজ, সেখানে যেকোন ইউপিআই PhonePe/GPay/Paytm দিয়ে আপনারা ১৫ টাকা পেমেন্ট করে দিতে পারেন, তারপরে আপনাদের কাছে pdf টি ডাউনলোড হয়ে যাবে।

e-বুকটির সাইজ20 MB (116 Pages, All Subjects)
প্রকাশকEduTips বাংলা
মূল্য29/- ₹15 টাকা

পিডিএফ টা সাইজ 20 MB (116 Pages, All Subjects).. তাই একটু ধৈর্য ধরে ডাউনলোড হবে তোমার মোবাইল নেটের ওপর একটু অপেক্ষা করবে। সঙ্গে সঙ্গে E-Book PDF ডাউনলোড করার পাশাপাশি একটি ইমেইল পেয়ে যাবে, এখান থেকে ফিউচারে যতবার খুশি এটা ডাউনলোড করতে পারো তোমাদের যদি ডিলিট হয়ে যায় কোন চিন্তা নেই।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram