নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে 2025 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি! বিস্তারিত দেখে নিন

Dibyendu Dutta

Updated on:

Narendrapur Ramkrishna Mission Admission 2025 Class 11

রাজ্য তথা আন্তর্জাতিক স্তরে যে সমস্ত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে তাদের মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় অন্যতম। অনেকের মনেই স্বামী বিবেকানন্দের আদর্শের পথে চলা এই মিশনে পড়াশোনা করবার স্বপ্ন থাকে। তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিলে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট, চলো এক নজরে দেখে নেওয়া যাক কি কি বলা হয়েছে 2025 শিক্ষাবর্ষে ভর্তির এই বিজ্ঞপ্তিতে –

Ramakrishna Mission Vidyalaya Admission Details: কোন কোন Stream – এ ভর্তি নেওয়া হবে?

রামকৃষ্ণ মিশনে Science, Humanities এবং Commerce – এই 03 – টি Stream – এ তোমরা ভর্তি হতে পারবে। এর মধ্যে Science Stream – কে আবার 03 – টি Category (Option 01: Engineering, Option 02: Medical, Option 03: Eco-Stat-Math) – তে ভাগ করে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি নেওয়া হবে শিক্ষার্থীদের।

তোমরা চাইলে এক বা একাধিক বিভাগে ভর্তির আবেদন করতে পারো।

কিভাবে আবেদন করবে? Application Procedure

তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, রামকৃষ্ণ মিশনের ভর্তির আবেদনের সমস্ত প্রক্রিয়াটাই অনলাইনে স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন হবে।

একজন শিক্ষার্থী শুধুমাত্র একবারই আবেদন করতে পারবে তাই আবেদনের সময় Option Select – করার ক্ষেত্রে তোমাদের অতি সতর্কতার সাথে খেয়াল রাখতে হবে।

Application Fees কত?

তোমাদের বলে রাখি, Application Fees হিসাবে ভর্তির আবেদনের জন্য Rs.1011/- Per Option দিতে হবে। ভর্তির আবেদনের টাকাটা অনলাইনের মাধ্যমেই তোমাদের দিতে হবে।

Marks Criteria – কি রয়েছে?

Science Stream – এ পড়াশোনার জন্য আবেদনকারী প্রার্থীর Board Examination – এ যথাক্রমে Science Group – এ নূন্যতম 95% Marks এবং Language Group – এ 75% Marks থাকা আবশ্যক।

Humanities Stream – এ পড়াশোনার জন্য আবেদনকারী প্রার্থীর Board Examination – এ যথাক্রমে গড় 95% নূন্যতম Marks এবং Language Group – এ 75% Marks থাকা আবশ্যক।

গুরুত্বপূর্ণ তারিখগুলি (Important Dates)

Science Stream Option 01 & 02 (Engineering, Medical) – এর ভর্তি আবেদনের সময়সীমা01.01.2025 তারিখ থেকে 04.03.2025
Science Stream Option 03 (Eco-Stat-Math) & Humanities – এর ভর্তি আবেদনের সময়সীমা01.01.2025 থেকে 07.05.2025
Science Stream Option 01 & 02 (Engineering, Medical) – এর Payment – এর শেষ তারিখ05.03.2025
Science Stream Option 03 (Eco-Stat-Math) & Humanities – এর Payment – এর শেষ তারিখ07.05.2025
Science Stream Option 01 & 02 (Engineering, Medical) – অ্যাডমিট কার্ড Download – এর সময়সীমা05.03.2025 থেকে 07.03.2025 (Succesful Payment – হলে তবে তোমরা এডমিট কার্ড Download করতে পারবে)
Science Stream Option 03 (Eco-Stat-Math) & Humanities – এর অ্যাডমিট কার্ড Download – এর সময়সীমা08.05.2025 থেকে 10.05.2025 (Succesful Payment – হলে তবে তোমরা এডমিট কার্ড Download করতে পারবে)

Admission Test – কবে?

Science Stream Option 01 & 02 (Engineering, Medical) – এর Admission Test – এর তারিখ Saturday, 08.03.2025 (Option 01, Engineering – এর সময় 1.30 p.m. থেকে 3.45 p.m. এবং Option 02, Medical 1.30 p.m. থেকে 4.30 p.m.)

অন্যান্য Stream – গুলির Admission Test – এর তারিখ ও সময় পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে।

বিস্তারিত তথ্যগুরুত্বপূর্ণ লিংক
ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ বিস্তারিত অফিশিয়াল বিজ্ঞপ্তিতে প্রকাশ করায় দেওয়া রয়েছে↓ Download
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.rkmvnarendrapur.org/

আরো দেখুন: Madhyamik Pass Government Job: মাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি পাওয়া যায়? বিস্তারিত জেনে নিন

আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ পোস্টটি তোমাদের অনেকটাই কাজে আসবে। উপকৃত হয়ে থাকলে পোস্টটি নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তোমার বন্ধু-বান্ধব, পরিচিতজনদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও যারা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করার স্বপ্ন দেখে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram