সমস্ত স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর! ইতিমধ্যেই কেন্দ্র সরকারের ন্যাশনাল-মিন্স-কাম-মেরিট স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই স্কলারশিপ থেকে ছাত্রছাত্রীরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিবছর ১২,০০০ টাকা করে পাবে। সরকারের তরফ থেকে মেধাবী ছাত্রছাত্রীদের এই টাকা মূলত পড়াশোনার খরচ ও বই খাতা কেনার জন্য দেওয়া হয়ে থাকে।
কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? কিভাবে আবেদন করবে? আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? সমস্ত কিছু রয়েছে আজকের এই প্রতিবেদনে।
National Means Cum Merit Scholarship: ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ
মানব উন্নয়ন মন্ত্রকের অধীনে স্কুল শিক্ষা ও স্বাক্ষরতা বিভাগ দ্বারা পরিচালনা করা হয় NMMS স্কলারশিপ। NMMSE স্কলারশিপ এর সম্পূর্ণ অর্থ হলো National Means Cum Merit Scholarship Examination। মূলত অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের NMMSE স্কলারশিপের পরীক্ষা নেওয়া হয় এবং এই পরীক্ষার মেরিট লিস্টের ভিত্তিতে আগামী ৪ বছর পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়।
স্কলারশিপের পরিমাণ (Scholarship Amount)
অষ্টম শ্রেণীতে NMMSE স্কলারশিপের পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়াদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট ৪ বছর ১২,০০০ টাকা করে দেওয়া হয় অর্থাৎ ৪ বছরে ছাত্রছাত্রীরা এই স্কলারশিপ থেকে মোট ৪৮ হাজার টাকা পাবে।
NMMSE Scholarship Eligibility: স্কলারশিপে প্রয়োজনীয় যোগ্যতা
এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের NMMSE স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ জন্য ছাত্রছাত্রীদের কয়েকটি যোগ্যতার প্রয়োজন। কি কি যোগ্যতার প্রয়োজন সেটির লিস্ট নিচে দেওয়া হয়েছে।
- ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সরকার স্বীকৃত স্কুলের পাঠরত হতে হবে।
- ছাত্র-ছাত্রীদের অবশ্যই বিগত পরীক্ষায় অর্থাৎ সপ্তম শ্রেণীর পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে SC, ST ছাত্র-ছাত্রীরা ৫৫ শতাংশ ছাড় পাবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ ৫০ হাজার টাকার নিচে হতে হবে।
আরো দেখুন: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ! কিভাবে আবেদন দেখে নিন
অনলাইনে আবেদন প্রক্রিয়া (National Means Cum Merit Scholarship Application)
এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ছাত্র-ছাত্রীদের অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। ছাত্র-ছাত্রীরা কিভাবে আবেদন জানাতে পারবে সম্পূর্ণ পদ্ধতি নিচে স্টেপ বাই স্টেপ দেওয়া হয়েছে।
রেজিস্ট্রেশন (Registration)
ছাত্র-ছাত্রীদের প্রথম ধাপে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর নাম, বাবার নাম, জন্মতারিখ, বাংলার শিক্ষা আইডি, মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াকালীন একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে পরবর্তীতে এই পাসওয়ার্ডটি দিয়ে ছাত্রছাত্রীরা লগইন করতে পারবে।
অনলাইন আবেদন (Online Apply)
এর পরবর্তী ধাপে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে তাহলে সম্পূর্ণ আবেদনের ড্যাশবোর্ডটি খুলে যাবে। এরপর আধার নাম্বার, বসবাসকারী ঠিকানা, স্কুলের বিবরণ সপ্তম শ্রেণীর রেজাল্ট ও আবেদনকারী সম্পর্কে আরো কিছু তথ্য পূরণ করতে হবে। এছাড়াও আবেদনকারীর ব্যাংক ডিটেলস পূরণ করতে হবে এবং আবেদনকারীর ছবি আপলোড করতে হবে। এরপর সবশেষে সাবমিট অপসনে ক্লিক করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে এবং আবেদন পত্রের প্রিন্ট আউট করে নিতে হবে।
ডকুমেন্ট আপলোড (Documents)
এর পরবর্তী ধাপে ছাত্র-ছাত্রীদের আবেদন পত্রের প্রিন্ট আউটে স্কুলের প্রধান শিক্ষকের সই করিয়ে সেটি আবার আপলোড করতে হবে। এর সঙ্গে BDO ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে, এর সাথে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটটিও অবশ্যই আপলোড করতে হবে।
অবশ্যই পড়ুন: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে! দেখে নিন পদ্ধতি
Date of submission of Online Application | From 15.07.24 to 14.08.24 |
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | Download PDF |
রেজিস্ট্রেশনের ডাইরেক্ট লিঙ্ক | Register Now |
Date of Examination | 15.12.2024 |
NMMSE স্কলারশিপ বৃত্তি পরীক্ষার সিলেবাস, বিগত বছরের প্রশ্নপত্র সহ এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই EduTips বাংলা ওয়েবসাইটে চোখ রাখুন। আর আগ্রহী ছাত্রছাত্রীরা এই সুযোগটা একদম মিস করো না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »