NCERT: উচ্চমাধ্যমিকে নম্বরে যোগ হবে নবম, দশম, একাদশ শ্রেণির রেজাল্ট! কবে থেকে?

Class 12 board results to include marks of Classes 9 to 11 NCERT report

ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ এন্ড ট্রেনিং (NCERT)-এর সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে, উচ্চমাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ফলাফলে প্রভাব ফেলতে পারে নবম থেকে একাদশ শ্রেণীর প্রাপ্ত নম্বর। অর্থাৎ আগে ক্লাসের নম্বরের কিছুটা শতাংশের ভাগ অন্তর্ভুক্ত হবে। ভারত জুড়ে সমগ্র বোর্ডের মূল্যায়ন গুলিকে একই মানসম্মত করা এবং ভারসাম্যতা বজায় রাখার জন্য এই সিদ্ধান্ত। বিস্তারিত আজকের প্রতিবেদনে।

   

নির্দেশিকা: উচ্চমাধ্যমিকে নবম দশম একাদশের নম্বর

এনসিইআরটি এর তরফ থেকে প্রকাশিত আগামী বছর থেকে দ্বাদশ শ্রেণীর ফলাফলে কিছুটা অংশ নেবে নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর। এই নতুন শিক্ষা মডেল অনুসারে শিক্ষার ক্ষেত্রে সামগ্রিকভাবে ভারসাম্য আনার জন্য আগের শ্রেণীর নম্বরগুলির উচ্চ মাধ্যমিকের নম্বর নির্ধারণে সহায়ক হবে। এই নির্দেশিকা অনুসারে নবম শ্রেণি থেকে ১৫ শতাংশ, দশম শ্রেণী থেকে কুড়ি শতাংশ এবং একাদশ শ্রেণী থেকে ২৫ শতাংশ নম্বর ধার্য করা হবে।

শিক্ষার্থীদের নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী অব্দি প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে সামগ্রিকভাবে মূল্যায়ন করা হবে। ২০২৪ সালে প্রকাশিত একটি শিক্ষা মডেল অনুসারে ভারতে সকল শিক্ষা সংক্রান্ত বোর্ডগুলির মান মূল্যায়নের পদ্ধতি একত্রিত করতে PARAKH বা Performance Assessment, Review, and Analysis of Knowledge for Holistic Development এর রিপোর্ট বিশেষ সহায়ক হবে।

এই বিষয়ে কি অন্তিম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে?

সমগ্র দেশ জুড়ে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত মান একই স্তরে আনতে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রীয় ৩২ টি বোর্ডের সঙ্গে আলোচনায় বসে শিক্ষার মানকে আরো উন্নত করে তুলতে বিশেষ বিষয় (ডেটা ম্যানেজমেন্ট, কোডিং, ডেটা এনালাইসিস, এপ্লিকেশন ডেভেলপমেন্ট, মিউজিক, হস্তকারূশিল্প, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইত্যাদি) সুপারিশ করা হয়েছে।

আরো দেখুন: বাংলার স্কুলে চালু Holistic Progress Report: একটাই কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণির নম্বর, দেখে নিন

পাশাপাশি জাতীয় শিক্ষানীতি অনুসারে বিভিন্ন বিদ্যালয়গুলির সামগ্রিক গঠনগত এবং শিক্ষাগত মানের উন্নতির লক্ষ্যে সামগ্রিক পরিকাঠামোর দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। নিরাপদ পানীয় জলের সরবরাহ, লাইব্রেরীর সহজলভ্যতা, পর্যাপ্ত খেলাধুলার পরিবেশ ইত্যাদি যাতে যথাযথ ব্যবস্থা থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

সঠিকভাবে মূল্যায়নে সহায়ক হবে কি?

প্রত্যেকটি শ্রেণীতে ভিন্নভাবে গঠনগত এবং কার্যগত দিক থেকে ছাত্রদের মূল্যায়ন করে নাম্বারে সঠিক নম্বর করা হবে এবং সামগ্রিকভাবে সকল নম্বরের শতাংশ দ্বাদশ শ্রেণীর ফাইনাল নাম্বারে যুক্ত করা হবে। শিক্ষা মডেলের মন্তব্য অনুসারে এই পদ্ধতিতে ছাত্র-ছাত্রীদের সামগ্রিকভাবে মূল্যায়নে বিশেষ সহায়ক হবে।

অবশ্যই পড়ুন: School Summative Exam: পরীক্ষার খাতা দেখাতেই হবে অভিভাবকদের! শিক্ষা দপ্তরের নোটিশ জারি

জাতীয় শিক্ষা কমিশনের ওয়েবসাইট (NCERT)ncert.nic.in
রাজ্য শিক্ষা দপ্তরের অফিসিয়াল পোর্টাল (Banglar Shiksha)banglarshiksha.gov.in

তবে আমাদের রাজ্য শিক্ষা কমিশন (WB Education Directorate) এর আগেও ন্যাশনাল এডুকেশন পলিসির মডিফাই করে নিজের রাজ্যের মত নতুন শিক্ষানীতি বানিয়েছিল। এক্ষেত্র দেখার বিষয় কি সিদ্ধান্ত নেয় রাজ্য শিক্ষা দপ্তর, পরবর্তী সকল প্রকার আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের বিশ্বস্ত এডুকেশনাল পোর্টাল EduTips-এর সঙ্গে!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram