NEET 2024 বাতিল গ্রেস-মার্ক, আবার দিতে হবে পরীক্ষা! বিরাট রায় সুপ্রিম কোর্টের

NEET Grace Marks Case in SC 2024 Re Exam

বর্তমানে দেশের সর্বভারতীয় ডাক্তারের প্রবেশিকা পরীক্ষার রেজাল্ট নিয়ে বিক্ষোভে উত্তাল ছাত্রছাত্রীরা। লোকসভা ভোটের ফলাফলের দিনেই প্রকাশ করা হয় 2024 সালের NEET পরীক্ষার ফলাফল। এবারের সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার রেজাল্টের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার সমস্ত পরীক্ষার্থী সহ অভিভাবক এবং একাধিক কোচিং সেন্টার।

   

দিল্লি, কলকাতা, পাটনা থেকে শুরু করে কানপুর সর্বত্রই পরীক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) পাশাপাশি দিল্লির শিক্ষা মন্ত্রকের কাছে চলে পরীক্ষার্থীদের বিক্ষোভ। এবার ছাত্র ছাত্রীদের স্বার্থে বড়সড়ো রায় দিলেন সুপ্রিম কোর্ট।

NEET Grace Marks Case in SC: নিট মামলায় সুপ্রিম কোর্টের রায়!

এবছর দেশজুড়ে প্রায় ২৪ লক্ষ ছাত্র-ছাত্রী NEET পরীক্ষা দিয়েছিল। এরপর পরীক্ষার ফলাফলের দিন দেখা যায় একসাথে ৬৭ জন পরীক্ষার্থী সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করেছে। এমনকি একই সেন্টার থেকে ৮ জন পরীক্ষার্থী ফুল মার্কস পেয়েছে। এছাড়াও গ্রেস নাম্বারের দরুন ইতিহাসে প্রথমবার পরীক্ষার্থীরা NEET পরীক্ষায় ৭১৮ এবং ৭১৯ নাম্বার পেয়েছে দুইজন পরীক্ষার্থী। ‌ ন্যাশনাল টেস্টিং এজেন্সির এরূপ কার্যকলাপ দেখে ছাত্রছাত্রীর সহ অবিভাবক-অভিভাবকেরা বিক্ষোভে নামেন। এরপর এ মামলা পৌঁছায় সুপ্রিম কোর্টে।

এরপর সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে সকল ছাত্র-ছাত্রীদের গ্রেস মার্ক দিয়ে পাশ করানো হয়েছে তাদের গ্রেস মার্ক বাতিল করা হবে এবং আগামী ২৩ শে জুন পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে। এরপর সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে নিট মামলার পরবর্তী শুনানি আগামী জুলাই মাসে করা হবে।

সম্পর্কিত: NEET 2024 Result Scam: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা দুর্নীতি! সমস্ত সত্যি ব্যাপারটা জানুন

কোন পরীক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দিতে হবে?

যে সকল ছাত্র-ছাত্রীদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল তাদের পুনরায় আবার পরীক্ষা নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির ডাটা অনুযায়ী মোট ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। এবার এই ১,৫৬৩ জন পরীক্ষার্থীদের পুনরায় ২৩ শে জুন পরীক্ষা নেওয়া হবে। এবং এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ শে জুন

আরো দেখুন: NMC 2024: দেশের মেডিকেল কলেজগুলিতে বাড়ানো হলো আসনসংখ্যা! নতুন বিজ্ঞপ্তি জাতীয় মেডিকেল কমিশনের।

NEET Counselling: কাউন্সিলিং প্রক্রিয়ার উপর প্রভাব

নিট মামলায় শোনানির সময় কাউন্সিলিং প্রক্রিয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে কাউন্সিলিং প্রক্রিয়ায় কোনরকম স্থগিতাদেশ নয় অর্থাৎ নির্দিষ্ট সাময়েই কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন করানো হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram