NEET UG 2024 Answer Key Released: প্রকাশিত হলো NEET ২০২৪ পরীক্ষার উত্তরপত্র! সরাসরি ডাউনলোড করে নিন।

NEET UG 2024 Answer Key

NEET UG 2024 Answer Key Download PDF: যে সকল ছাত্রছাত্রীরা এবছর NEET UG পরীক্ষা দিয়েছিল তাদের জন্য অত্যন্ত খুশির খবর। সম্প্রতি National Testing Agency (NTA) প্রকাশ করলো NEET UG 2024 পরীক্ষার Answer Key। এবছরের সকল NEET পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে খুব সহজেই ২০২৪ সালের Answer Key ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরীক্ষার্থীদের রেকর্ডকৃত প্রতিক্রিয়াও প্রদর্শন করেছে। আজকের এই প্রতিবেদনে ছাত্রছাত্রীদের জন্য Answer Key ডাউনলোডের লিংক দেওয়া হয়েছে।

   

NEET UG 2024 Answer Key: নিট পরীক্ষার উত্তর কি

ছাত্রছাত্রীরা খুব সহজেই নিজেদের অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে Answer Key ডাউনলোড করতে পারবে। এছাড়া ছাত্রছাত্রীরা Answer Key চ্যালেঞ্জ করতে পারবে। প্রতিটি অ্যানসার কি চ্যালেঞ্জের জন্য ২০০ টাকা ফি নেওয়া হবে। উত্তর কী চ্যালেঞ্জড পিরিয়ড চলবে ২৯ শে মে, ২০২৪ বুধবার থেকে ৩১শে মে, ২০২৪ শুক্রবার পর্যন্ত।

NEET UG 2024 Answer Key
NEET UG পরীক্ষার তারিখ৫ই মে, ২০২৪
NEET উত্তর কী প্রকাশের তারিখ২৮শে মে, ২০২৪
Answer Key চ্যালেঞ্জ চার্জপ্রতিটি উত্তর কী চ্যালেঞ্জের জন্য ২০০ টাকা। 
Answer Key চ্যালেঞ্জড পিরিয়ড২৯শে মে, ২০২৪ থেকে ৩১শে মে, ২০২৪ তারিখ পর্যন্ত।

স্কলারশিপের আপডেট » HS Pass Scholarship: উচ্চমাধ্যমিক পাশ করলেই পাবে ১০,০০০ টাকা! নতুন ঘোষণা, কিভাবে পাবেন জানুন

Answer Key ডাউনলোড করার পদ্ধতি

পরীক্ষার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে Answer Key চেক এবং ডাউনলোড করে নিতে পারবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

  • Answer Key ডাউনলোড করার জন্য ছাত্র-ছাত্রীদের প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে Answer Key ডাউনলোড করার ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে।
  • এরপর আবেদনকারীর অ্যাপ্লিকেশন আইডি বসাতে হবে।
  • এরপর পরীক্ষার্থীদের ডেট অফ বার্থ সঠিকভাবে বসাতে হবে।
  • এরপর একটি সিকিউরিটি পিন রয়েছে, সেটিং হুবহু নিচের ঘরটিতে বসাতে হবে।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই Answer Key ডাউনলোড হয়ে যাবে।
অফিসিয়াল ওয়েবসাইটhttps://exams.nta.ac.in/NEET/
Answer Key ডাউনলোডের ডাইরেক্ট লিংকDownload Answer Key
Answer Key ডাউনলোড সংক্রান্ত নোটিশ ডাউনলোড করুন Download Pdf

অবশ্যই পড়ুন » Medical Course: ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS, BDS, BAMS, BHMS কোনটা বেস্ট? রইল সম্পূর্ণ আলোচনা

সকল Neet পরীক্ষার্থীদের জন্য রইল শুভেচ্ছা ও অসংখ্য শুভকামনা। বিভিন্ন প্রবেশিকা পরীক্ষা বোর্ড পরীক্ষা এবং স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে ফলো করুন বাংলার No1 Educational পোর্টাল EduTips Bangla।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram