NEET 2024: সর্বভারতীয় মেডিক্যাল পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু! কীভাবে আবেদন? কতদিন চলবে? জেনে নিন

Arpita Paul

Updated on:

NEET UG 2024 Form Fill Up All Details

NEET UG 2024: ফের শুরু হতে চলেছে সারা ভারতব‍্যাপী অভিন্ন মেডিক্যাল প্রবেশিকার পরীক্ষা। যারা মেডিক্যাল এন্ট্রান্স NEET (NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST) দেওয়ার প্রিপারেশন নিচ্ছ বা পরীক্ষা দিতে চাও, তারা এখুনিই আবেদন করে ফেলো। কীভাবে ধাপে ধাপে আবেদন করবে নিচে বিস্তারিত জানানো হল –

NEET UG 2024 Form Fill Up All Details

NEET হল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা। যে সকল ইচ্ছুক পড়ুয়ারা উচ্চমাধ‍্যমিকের পর মেডিক্যাল নিয়ে পড়তে ইচ্ছুক তারা NEET এর প্রবেশিকা পরীক্ষায় বসতে পারেন। এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই প্রার্থীরা কোন কলেজে মেডিক্যালের কোন বিভাগ নিয়ে পড়ার সুযোগ পাবেন তা নির্ধারিত হয়। কাজে ছাত্রছাত্রীদের কাছে এই পরীক্ষা অনেকটাই গুরুত্বপূর্ণ।

পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ (Exam Information)

মূলত ফেব্রুয়ারি ৯ থেকে মার্চের ৯ তারিখের মধ‍্যে NEET পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। এরপর সংশোধন প্রক্রিয়ার জন‍্য সম্পূর্ণ এপ্রিল মাস থাকছে। পরীক্ষার অ‍্যাডমিট কার্ড প্রকাশিত হবে মে এর প্রথম সপ্তাহে এবং NEET পরীক্ষা হবে ৫ ই মে, ২০২৪। এখানে উল্লেখ্য প্রত‍্যেকটি তারিখই সম্ভাব‍্য বলে ধরা হয়েছে।

পরীক্ষা আবেদন শুরুর তারিখ৯ ই ফেব্রুয়ারি (শুরু হয়ে গিয়েছে)
ফরম ফিলাপের শেষ তারিখ৯ ই মার্চ
অ‍্যাডভিট কার্ড প্রকাশের তারিখমে এর প্রথম সপ্তাহ
পরীক্ষার তারিখ৫ ই মে, ২০২৪
ফলাফল ঘোষনার তারিখজুনের প্রথম সপ্তাহ

নার্সিং সম্পর্কে পড়ুন » ANM GNM Nursing Exam 2024: নার্সিং পরীক্ষার তারিখ জানালো বোর্ড! কবে থেকে ফর্ম ফিলাপ? দেখে নিন

NEET পরীক্ষার পরীক্ষার্থীদের যোগ‍্যতা

NEET পরীক্ষায় বসতে ইচ্ছুক প্রার্থীদের নিম্নলিখিত শর্তগুলি অবশ্যই পূরন করতে হবে।

১. ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ‍্যমিক সায়েন্স বিভাগে পাঠরত হতে হবে।
২. কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হতে হবে।
৩. পূর্ববর্তী পরীক্ষায় নূন‍্যতম ৪৫% নম্বর পেয়ে রাখতে হবে।
৪. প্রার্থীর বয়স নূন‍্যতম ১৮ বছর হতে হবে।
৫. প্রার্থীকে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে ( যদিও প্রবাসীরাও আবেদন করতে পারেন।)

Neet Registration ওয়েবসাইট » https://neet.nta.nic.in/

আরো খবর » JENPAS Exam Date 2024: পরীক্ষার তারিখ দিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড! রেজিস্ট্রেশন কবে থেকে? দেখে নিন

NEET পরীক্ষার সম্ভাব‍্য ফলাফল ঘোষনা

NEET পরীক্ষার সম্ভাব‍্য ফলাফল জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে। ফলাফল প্রকাশের পাশাপাশি র‍্যাঙ্ক কার্ড ও মার্কশিপ পেয়ে যাবেন। এরপর প্রাপ্ত র‍্যাঙ্কের ভিত্তিতে রাজ‍্য বা দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের ভিত্তিতে কাউন্সেলিং হবে। আপডেটেড খবর পেতে Edutips এ চোখ রাখুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram