New Cast Certificate Rules: এবার কাস্ট সার্টিফিকেট নিয়ে নয়া নির্দেশ হাইকোর্টের, জানুন বিস্তারিত

New Cast Certificate Rules Westbengal OBC SC ST Card

কয়েকদিন আগে কোর্টের তরফ থেকে জানানো হয়েছিল ২০১১ সালের পরবর্তী OBC অন্তর্ভুক্ত সমস্ত কাস্ট সার্টিফিকেট বাতিল করা হবে এ নিয়ে পুরো রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। এরপর আবারো কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের তরফ থেকে নতুন জারি করা হয়েছে। আপনার কাছে কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটা মন দিয়ে পড়বেন!

   

আজকের এই প্রতিবেদনে কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে এসম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেহেতু আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন।

Cast Certificate Rules: কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টের মামলা

একজন ব্যক্তি যদি বিভিন্ন কর্মসূত্রে অন্য রাজ্যে স্থানান্তরিত হয় তাহলে আগের রাজ্যের কাস্ট সার্টিফিকেটটি ওই রাজ্যে গ্রাহ্য করা হবে না, হাইকোর্টের একটি মামলায় এমনিই একটি সিদ্ধান্ত জারি করা হয়েছে।

সম্প্রতি একজন রাজস্থানের তপশিলি উপজাতির ব্যক্তি থেকে কর্মসূত্রে ছত্রিশগড়ে এসে সেখানে তপশিলি উপজাতির দাবি করেন কিন্তু ছত্রিশগড় রাজ্যের কাস্ট স্ক্রুটিনি কমিটি ঐ ব্যক্তির দাবি খারিজ করেন। এরপর ওই ব্যক্তি হাইকোর্টের দ্বারস্থ হন এবং এ বিষয়ে মামলা করেন। এরপর হাইকোর্টের তরফ থেকেও মামলা খারিজ করে দেওয়া হয়।

দেখে নিন: AEPS Money Withdrawal: আঙুলের ছাপ দিয়ে আর টাকা তোলা যাবে না! নতুন নিয়ম জারি

হাইকোর্টের তরফ থেকে কি নির্দেশ দেওয়া হয়েছে ?

কোন ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায় তাহলে আগে যে রাজ্যে বসবাস করত সেই রাজ্যের কাস্ট সার্টিফিকেটটি অন্য রাজ্যে গ্রাহ্য হবে না। কোন রাজ্যে, কোন ব্যক্তিকে নির্দিষ্ট একটি কাস্টের অন্তর্ভুক্ত করা হয় আর্থসামাজিক অবস্থা, শিক্ষাগত অবস্থা সমস্ত কিছু বিচার করে।

তবে কলকাতা হাইকোর্টের অর্ডার এবং ওবিসি কার্ড বাতিল এই মামলা এখন সুপ্রিম কোর্টে রয়েছে এখনো শুনানি হয়নি, আপডেটে পেলে আমরা সবার আগে জানিয়ে দেবো।

পড়ে নিতে পারেন: OBC Case Order: সামনে এলো ২১১ পাতার হাইকোর্টের অর্ডার! ৩৭ জনগোষ্ঠী ওবিসি বাতিল

অর্থাৎ ছাত্র বা ছাত্রী হিসেবে তোমরা যদি পশ্চিমবঙ্গের সার্টিফিকেট বানিয়ে নাও তারপরে অন্য রাজ্যে পড়াশোনা পারপাসে যাও সেখানে কিন্তু তোমরা আর সেই সুযোগ সুবিধা পাবে না। অর্থাৎ তোমাদের রাজ্যের কার সার্টিফিকেটের বৈধতা রাজ্যের মধ্যেই। তবে সেন্ট্রাল ইনস্টিটিউট বা সেন্ট্রাল সুযোগ সুবিধা কেন্দ্র সরকারের তার জন্য আলাদা করে সার্টিফিকেট বানাতে হয় প্রতি বছর

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram