উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে আরোও একটি নতুন বিষয়! সমস্ত বিভাগের পড়ুয়ারাই পড়তে পারবে।

WBCHSE Launched New Subject Science of Wellbeing

WBCHSE Launched New Subject Science of Wellbeing: নতুন বছরে নতুন শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক স্তরের যুক্ত হল আরো একটি ঐচ্ছিক বিষয়, যার নাম সাইন্স অফ ওয়েল বিইং। নতুন এই বিষয়টির মধ্যে অন্তর্ভুক্ত থাকছে পরিবেশ বিজ্ঞান, ভূগোল, মনোবিদ্যা, জীববিদ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আকর্ষণীয় বিষয়। একটানা একঘেয়ে পড়াশোনার মধ্যে স্বাদ বদল করতেই উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের এরকম চিন্তা ভাবনা।

   

উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে নতুন বিষয়

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শনী মল্লিকের বক্তব্য, উচ্চ মাধ্যমিক স্তরে নয়া বিষয়ের অন্তর্ভুক্তি হচ্ছে যা সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা পড়তে পারবে। এতে মনোবিদ্যা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার অবধি সব রকমেরই বিষয়েই থাকছে। পাশাপাশি এর পাঠ্যক্রম এমন ভাবে বানানো হয়েছে যাতে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পড়াশুনার অসুবিধা না হয়।

উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের এক আধিকারিক এর বক্তব্য

কিন্তু প্রশ্ন হল হঠাৎ উচ্চ মাধ্যমিক স্তরে এইরকম বিষয়ের কি দরকার ছিল? এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের একজন আধিকারিক জানান , পুঁথিগত বিদ্যার বাইরেও জীবনে চলতে গেলে বাস্তব জ্ঞানের‌ বিশেষ প্রয়োজন। যাতে কোন প্রতিকূল পরিবেশে হয়রান না হতে হয়। পাশাপাশি যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা বিজ্ঞান বিভাগের বিষয়, কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে এ নয়া পাঠক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে এমনভাবে প্রকাশ করা হয়েছে যাতে সমস্ত বিভাগের ছাত্রছাত্রীদের পড়তে বা বুঝতে পারবে। আর এইরকম পাঠক্রম সংযুক্তিতে পড়াশোনার বাইরে ও বাস্তব জগত ও সমাজের বিষয় আগ্রহ ও জ্ঞান অর্জন করতে পারবে।

আরোও পড়ুন » WBCHSE Semester System Exam: উচ্চমাধ্যমিক স্তরে পাস ফেলের নতুন নিয়ম! প্রতি সেমিস্টারে পাস করা কি বাধ্যতামূলক?

কারা পড়াবেন এই নতুন বিষয়?

আদৌ নতুন এই বিষয়ে উচ্চমাধ্যমিক স্তরে চালু করলেও পড়াবেন কারা? এই প্রসঙ্গে অবশ্য শিক্ষা দপ্তর জানিয়েছে, যেহেতু প্রত্যেক স্কুলেই জীব বিদ্যা ভূগোল বা পরিবেশ বিজ্ঞানের শিক্ষক বা শিক্ষিকারা থাকেন তারাই এই বিষয়গুলো পড়াতে পারবেন। পাশাপাশি শিক্ষা পর্ষদের তরফ থেকে আলাদা করে কর্মশালা করা হবে এবং কোন বিষয় কিভাবে পড়াতে হবে? তা নিয়ে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। কোন বিষয়ে শিক্ষক বা শিক্ষিকাদের কোন সমস্যা থাকলে তারা দ্রুত মিটিয়ে নিতে পারবেন। ‌

ছাত্রছাত্রীদের জন্য এই বিষয়টি কতটা উপযোগী

তবে এই নতুন পাঠ্যক্রম কি আদৌ ছাত্রছাত্রীদের উপযোগ্য হবে? কতটা উপকারী হবে শিক্ষার্থীদের কাছে? এ নিয়ে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষেরও প্রত্যহ চাহিদা পরিবর্তন হয়। সমাজ ও যুগের সঙ্গে তাল মিলিয়ে নয়া বিষয় ও পাঠ্যক্রম সংযুক্তিকরণ অবশ্যই কোন খারাপ কিছু নয়।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট » https://wbchse.wb.gov.in/

অবশ্যই পড়ুন » Bootstrap Program: বিজ্ঞান ও কম্পিউটারের প্রতি পড়ুয়াদের আগ্রহ বাড়াতে কর্মশালার উদ্যোগ, উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের!

ছাত্রছাত্রীরা এই বিষয়ে নিয়ে পড়াশোনা করলে পরবর্তীকালে অর্থাৎ ভবিষ্যতে সুনির্দিষ্ট পেশার সঙ্গে যুক্ত হতে পারবে। কাজেই উচ্চমাধ্যমিক কাউন্সিল বিষয়টি গুরুত্ব সহকারে দেখলে ভালো হয়।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram