Nikon Scholarship: ঘরে বসে আবেদন করলেই এই স্কলারশিপে পাবেন ১ লক্ষ টাকা! এখনই দেখুন

Nikon Scholarship Program 2023-24

Nikon Scholarship Program 2023-24: রাজ‍্য তথা দেশজুড়ে দরিদ্র ঘরের ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনার জন‍্য আর্থিক অনুদান পায় তার জন‍্য ইতিমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারী স্কলারশিপের খবরাখবর আমরা তুলে ধরেছি। অনেকেই আবেদন করে ফেলেছ অনেকে আবার ভাবছ আবেদন করবে কী না। তবে আজকে ফের আর একটি নতুন স্কলারশিপের স্কিম নিয়ে চলে এসেছি যা হল নিকন স্কলারশিপ প্রোগ্রাম 2023-24।

   

যারা টেকনোলজি বা কারিগরি বিদ‍্যায় পড়াশোনা করছ এই স্কলারশিপটি কেবল তাদের জন্য। কাজেই কী ভাবে আবেদন করবে, কী কী কাগজপত্র লাগবে আর কারা আবেদন করতে পারবে সম্পূর্ণটাই এই প্রতিবেদনে বিস্তৃত আলোচনা করা আছে। তাই যারা এই স্কলারশিপে আবেদন করতে ইচ্ছুক আছো তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো প্রতিবেদনটাই পড়বে।

নিকন স্কলারশিপ প্রোগ্রাম 2023-24

ইমেজিং ও অপটিক্সের জগতে একছত্র অধিকারে রয়েছে নিকন ইন্ডিয়া লিমিটেড। ইমেজিং এর উন্নতি স্বার্থে ও অপটিক্সের সফল ভবিষ্যত গড়ার লক্ষ‍্যে ফটোগ্রাফি নিয়ে পাঠরত শিক্ষার্থীদের বৃত্তির সহায়তা করছে এই বিশ্বমানের কর্পোরেট সংস্থা। যাতে ছাত্রছাত্রীরা আরও ফটোগ্রাফি নিয়ে পড়তে উদ‍্যোগী হয় ও ফটোগ্রাফি নিয়ে উচ্চতর শিক্ষা করতে পারে তাই এই সংস্থার এই নব উদ‍্যোগ।

আবেদনকারীর যোগ‍্যতা

১) আবেদনকারীকে তিন মাস বা তার অধিক সময়ের জন‍্য ফটোগ্রাফি সংক্রান্ত কোর্সে পাঠরত হতে হবে। ২) আবেদনকারীকে দ্বাদশ শ্রেণী পাশ করে রাখতে হবে।

৩) প্রার্থীর বাৎসরিক আয় ৬ লক্ষের নিচে হতে হবে। ৪) কেবলমাত্র ভারতীয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদনকারী সফলভাবে নির্বাচিত হলে বাৎসরিক ১ লক্ষ টাকা অবধি বৃত্তি পেতে পারবেন। এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই আবেদন করার পর একটি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের বেছে নেওয়া হবে।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথিপত্র

১) আবেদনকারীর পরিচয় পত্র, ২) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, ৩) সরকারি কর্তৃপক্ষের দ্বারা জারি করা আয়ের শংসাপত্র, ৪) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ, ৫)আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, ৬) বর্তমান শিক্ষাবর্ষের রসিদ।

আরো পড়ুন: Employment Exchange Scheme: বেকারদের ঘরে বসেই ২৫০০ টাকা দেবে সরকার! এখনই আবেদন করুন এই প্রকল্পে

আবেদনের পদ্ধতি (Application Process of Nikon Scholarship)

১) প্রথমে Buddy4Study তে রেজিস্টার আইডি দিয়ে লগইন করুন যদি রেজিস্টার না করা থাকে ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে নাম রেজিস্টার করুন।

২) এরপর ‘নিকন স্কলারশিপ প্রোগ্রাম 2023-24’ অপশনে ক্লিক করুন আবেদন প্রক্রিয়া শুরু করুন।

৩) অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ দিয়ে পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।

৪) সব শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

অফিসিয়াল ওয়েবসাইটে সরাসরি আবেদনের লিংক: Apply now

আবেদনের শেষ তারিখ

ইচ্ছুক প্রার্থীরা ৩১ শে ডিসেম্বরের মধ‍্যে আবেদন প্রক্রিয়া করে ফেলতে হবে। আবেদন করার পর আবেদনপত্র কোনভাবে অফলাইন বা পোস্ট অফিসের মাধ্যমে পাঠানোর দরকার নেই, সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হবে। বিস্তারিত জানতে Buddy4Study-পেজ ফলো করতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram