NMMS Exam Result Out: প্রকাশিত হলো অষ্টম শ্রেণীর NMMS ‌ বৃত্তি পরীক্ষার ফলাফল! জেলা ভিত্তিক রেজাল্ট ডাউনলোড করে নিন।

NMMS Exam Result Out

NMMS Exam Result Publish 2023-’24: রাজ্যজুড়ে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। চলতি বছরে সরকার কর্তৃক আয়োজিত অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। চলতি শিক্ষা বর্ষ অর্থাৎ ২০২৩ – ২৪ শিক্ষা বর্ষে অষ্টম শ্রেণীর ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন এর ফল প্রকাশিত করেছে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন।

   

কাজেই যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষা বসেছেন তারা তাদের ফলাফল সংশ্লিষ্ট ওয়েবসাইটে দেখতে পাবেন। স্কলারশিপ এর পোর্টালে ডাইরেক্ট লিংকে ক্লিক করে পরীক্ষার্থীর ফলাফলটি জানতে পেরে যাবেন। কোন লিংকে ক্লিক করতে হবে এবং কি হবে ধাপে ধাপে ফলাফল জানতে পারবেন তা বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

NMMS স্কলারশিপের কি কি সুবিধা পাওয়া যাবে?

এই স্কলারশিপ মারফত গ্রাহকরা প্রতি বছরে ১২ হাজার টাকা ভাতা হিসেবে পাবেন অর্থাৎ মাস প্রতি প্রাপকরা পাবেন ১০০০ টাকা। যারা সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন তাদের সরকারের তরফ থেকে আর্থিকভাবে সাহায্য করার লক্ষ্যই হলো এই বৃত্তি। অবশ্য এই টাকার অংকটি নবম থেকে দ্বাদশ শ্রেণী অব্দি মিলবে কেননা অনেক গরিব ঘরের মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিক সচ্ছলতার অভাবে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেয়। যাতে তারা স্কুলছুট না হয় সেই কারণেই এই বৃত্তি দান।

অবশ্যই পড়ুন » Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড, আজই করুন

কিভাবে রেজাল্ট চেক করবেন (NMMS Result Check Online 2024)

পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে জেলা ভিত্তিক ফলাফল ঘোষণা করেছে। ইচ্ছুক প্রার্থীরা সরাসরি অফিসিয়াল সাইটে প্রবেশ করে তাদের ফলাফল সরাসরি জানতে পারবেন।

এই লিংকে ক্লিক করলেই জেলা ভিত্তিক ফলাফলের পৃষ্ঠা খুলে যাবে। আর সেখানে প্রতিটি জেলার নাম সিরিয়াল অনুযায়ী সাজানো থাকবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর নাম জেলা বিশেষ দেখে নিতে হবে। এইভাবে আপনি তালিকা দেখে পরীক্ষার্থীর ফলাফল জেনে নিতে পারেন।

সরাসরি রেজাল্ট দেখতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন » https://scholarships.wbsed.gov.in/

মিস করবেন না » Students Internship Scheme: নতুন প্রকল্পে মাসে ১০০০০ টাকা পাবে ছাত্র-ছাত্রীরা! কবে থেকে আবেদন জেনে নিন

অষ্টম শ্রেণির এই পরীক্ষা অর্থাৎ NMMS পরীক্ষায় যেসকল ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হয়েছে তারা আগামী ৪ বছর অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিবছর ১২ হাজার টাকা করে পাবে। যে সকল ছাত্র-ছাত্রী এবছর NMMS পরীক্ষা দিয়েছিল তাদের কাছে এই প্রতিবেদনটি অবশ্যই শেয়ার করে দিন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram