NMMS Scholarship 2024 Admit Card Published: ২০২৪ সালে যে সকল ছাত্র-ছাত্রীরা ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপে আবেদন করেছিলে তাদের জন্য অত্যন্ত সুখবর! সম্প্রতি প্রকাশিত হয়েছে NMMS স্কলারশিপ পরীক্ষার এডমিট কার্ড। কিভাবে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করবে? এবং এডমিট কার্ডের মধ্যে কি রয়েছে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
NMMS Scholarship: ন্যাশনাল মিন্স-কাম মেরিট স্কলারশিপ
কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হল ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ বা NMMS স্কলারশিপ। এই স্কলারশিপে মেধাবী দরিদ্র পরিবারের পড়ুয়াদের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা প্রতিবছর ১২০০০ টাকা করে পাবে। মোট ৪ বছর পর্যন্ত স্কলারশিপ পাবে। অর্থাৎ ৪ বছরে মোট ৪৮ হাজার টাকা স্কলারশিপ পাবে। এই স্কলারশিপ সম্পর্কে সমস্ত খুঁটিনাতে তথ্য জানতে নিম্নলিখিত প্রতিবেদনটি পড়ুন।
বিস্তারিত জানুন: NMMS Scholarship: ন্যাশনাল মিন্স-কাম মেরিট স্কলারশিপ! কারা আবেদন করতে পারবে? কিভাবে আবেদন করবে? কত টাকা পাবে
প্রকাশিত হলো NMMS স্কলারশিপ পরীক্ষার এডমিট কার্ড
যেসকল ছাত্র-ছাত্রীরা ২০২৪ এ NMMS স্কলারশিপ পরীক্ষার জন্য আবেদন করেছিলে তোমাদের প্রত্যেককেই পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে ০৫.১২.২০২৪ থেকে ১৩.১২.২০২৪ তারিখের মধ্যে। এক্ষেত্রে এডমিট কার্ডটি সংগ্রহ করার ক্ষেত্রে যদি কোন সমস্যা হয় তাহলে জেলা পরিদর্শকের অফিসে যোগাযোগ করে এডমিট কার্ড সংগ্রহ করতে পারবে।
কোনো ডাউনলোড করা অ্যাডমিট কার্ডের মধ্যে যদি ছবি না থাকে তাহলে, সংশ্লিষ্ট বৈধ প্রার্থীকে অ্যাডমিট কার্ডে প্রদত্ত জায়গায় নিজের একটি পাসপোর্ট সাইজের ছবি সেখানে পেস্ট করতে হবে এবং সেই ছবিতে পরীক্ষার্থীর স্কুলের সংশ্লিষ্ট HOI দ্বারা Attested করাতে হবে।
কিভাবে এডমিট কার্ডটি ডাউনলোড করবে? (Admit Card)
কেন্দ্র সরকারের ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে
- প্রথমেই সরকারের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
- এরপর রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড সহ ক্যাপচা কোডটি দিয়ে লগইন করতে হবে।
- লগইন করার পর পরীক্ষার সম্পূর্ণ প্রোফাইল খুলে যাবে সেখানে ডাউনলোড এডমিট কার্ড অপশন এ ক্লিক করে পরীক্ষার্থীরা এডমিট কার্ডটি সংগ্রহ করে নিতে পারবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংক | Download Admit Card |
অফিসিয়াল নোটিফিকেশন দেখুন | View Notice |
আরোও পড়ুন: Govt Scholarship Apply Rules: একসঙ্গে কটা স্কলারশিপ আবেদন করলে টাকা পাবে? সরকারি নিয়ম দেখে নাও
আরও আপডেট »