অক্টোবর মাস শেষ আর কিছুদিন পর শেষ হতে চলেছে পুজোর ছুটি। পূজার ছুটির পরেও স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা নভেম্বর মাসে একাধিক ছুটি পাবে। এছাড়াও নভেম্বর মাসে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব আগামী নভেম্বর মাসে স্কুল ও কলেজের ছাত্র ছাত্রীরা কতদিন ছুটি পাবে।
প্রাথমিক স্কুলগুলিতে নভেম্বর মাসে ছুটি
রাজ্যে যে সকল প্রাথমিক স্কুলগুলি রয়েছে সেই স্কুলগুলি পূজোর ছুটি কাটিয়ে আগামী ৫ই নভেম্বর পুনরায় আগের মতো পঠন পাঠন শুরু হবে। এরপর প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীরা ৭ই নভেম্বর ছট পূজা এবং ১৫ই নভেম্বর গুরু নানকের জন্মদিন এবং উপলক্ষে ছুটি পাবে।
এছাড়াও রবিবার গুলোর সাপ্তাহিক ছুটি তো রয়েছেই। প্রাথমিক স্কুলগুলিতে নভেম্বর মাসের শেষের সপ্তাহে একাধিক স্কুলে শুরু হবে তৃতীয় ইউনি টেস্টের পরীক্ষা।
উচ্চবিদ্যালয় গুলিতে নভেম্বর মাসে ছুটির লিস্ট
নভেম্বর মাসে রাজ্যের হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা একাধিক ছুটি পাবে। রবিবার গুলোতে সাপ্তাহিক ছুটির সঙ্গে রয়েছে আরোও একাধিক ছুটি।
পুজোর ছুটি
রাজ্যের হাইস্কুলগুলোতে এখনো পূজার ছুটি চলছেই, এই পূজোর ছুটি চলবে আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত। এরপর ৫ই নভেম্বর স্কুল খুললেও ৭ তারিখ ছট পূজা এবং ১৫ই নভেম্বর গুরু নানকের জন্মদিন ও রাস পূর্ণিমা উপলক্ষে স্কুল ছুটি থাকবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা
মাধ্যমিক শিক্ষা পর্ষদের নোটিশ অনুযায়ী মাধ্যমিকের টেস্ট পরীক্ষা আগামী ২১ তারিখ থেকে শুরু হবে এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নোটিশ অনুযায়ী 30 শে নভেম্বরের মধ্যে রাজ্যের স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা সম্পন্ন করাতে হবে – এর ফলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক টেস্ট পরীক্ষা চলাকালীন অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীরা টানা ছুটি পাবে।
এছাড়াও পঞ্চম থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে, তৃতীয় ইউনিট টেস্ট বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষা নেওয়া শুরু হবে।
বিস্তারিত দেখুন: স্কুল খুললেই পরীক্ষা! মাধ্যমিক, উচ্চমাধ্যমিক টেস্ট, পঞ্চম থেকে নবম শ্রেণীর ফাইনাল পরীক্ষার তারিখ
নভেম্বর মাসে কলেজ ছাত্র-ছাত্রীরা কত দিন ছুটি পাবে?
কলেজ ছাত্র-ছাত্রীদের জানিয়ে রাখি নভেম্বর মাসে তাদের জন্যেও একাধিক ছুটি রয়েছে। কালী পূজা ও ভাইফোঁটা উপলক্ষে ও ছট পূজা উপলক্ষে মাসের শুরুতেই একাধিক ছুটি রয়েছে এবং 15 নভেম্বর গুরু নানকের জন্মদিন ও রাস পূর্ণিমা উপলক্ষে ছুটি পাবে রাজ্যের কলেজের ছাত্রছাত্রীরা। এছাড়াও রবিবার গুলিতে সাপ্তাহিক ছুটি তো রয়েছেই।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »