GNM BSc Nursing: নার্স কিভাবে হবে? মেয়ে/ছেলে যোগ্যতা, ভর্তি, পরীক্ষা ও চাকরির সুযোগ দেখে নিন

Arpita Paul

Published on:

GNM BSc Nursing Eligibility Exam Career Path

একজন ব্যক্তির জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার জীবনের শেষ সময় যখন সে হাসপাতালে শয্যাশায়ী থাকে সর্বদা একজন নার্স আমাদের পাশে থাকে। হাসপাতালে রোগীর ভর্তি থেকে শুরু করে তাকে সময় মতো ওষুধ দেওয়া, খাবার দেওয়া এমনকি অপারেশন থিয়েটার ডাক্তারের সহায়িকা হিসাবেও নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

অনেকের ইচ্ছা থেকে থাকে যে তারা নার্স হয়ে মানুষের সেবা করবে। মেয়েদের পাশাপাশি ছেলেদের জন্য, তাই আমরা আজকের এই নিবন্ধে নার্স কিভাবে হওয়া যায়? কোন পরীক্ষা দিতে হবে? যোগ্যতা কী কী দরকার ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে গাইড করব। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

নার্স কিভাবে হওয়া যায়? Nursing Eligibility, Exam Career Path

নার্সিংয়ের চাহিদা শুধুমাত্র হাসপাতাল এবং মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নয়, এমনকি পাবলিক স্কুল থেকে শুরু করে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানেও রয়েছে। নার্সের চাহিদা এই দ্রুত বৃদ্ধির কারণে নার্সিং কোর্সেরও ব্যাপক বৃদ্ধি হয়েছে।

এদের মধ্যে অন্যতম হলো GNM Nursing Course এবং B.Sc Nursing Course। উভয় কোর্সে উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হওয়া যায়। নিচে কোর্স দুটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে।

GNM Nursing Course (জিএনএম নার্সিং) সমস্ত তথ্য

GNM Nursing Course এর সম্পূর্ণ নাম হলো জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্স। GNM হল এমন একটি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীদের সাধারণ নার্স হওয়ার জন্য প্রস্তুত করা হয়। এই কোর্সের মেয়াদ 3 বছরের হয়ে থাকে যার মধ্যে 6 মাসের ইন্টার্শিপও করতে হয় শিক্ষার্থীদের।

যোগ্যতা: এই করছে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের ভারত সরকার দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

লিঙ্গ: প্রসঙ্গত ম্যাক্সিমাম এটি শুধুমাত্র মেয়েদের জন্য। তবে একটি-দুটি প্রাইভেট কলেজ রয়েছে যেখানে ছেলেদেরও পড়ার সুযোগ রয়েছে।

বয়সসীমা: আবেদনকারী শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন 17 থেকে 35 বছরের মধ্যে হতে হয়।

ভর্তি প্রক্রিয়া: আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEEB (West Bengal Joint Entrance Exam Board) দ্বারা একটি OMR ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পরীক্ষাটি 115 নম্বরের এবং বছরে একবারই হয়ে থাকে। পরীক্ষার জন্য সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা মাধ্যম ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই নেওয়া হয়।

দেখে নাও: WB ANM GNM Exam Syllabus, Pattern: পশ্চিমবঙ্গ জিএন এম নার্সিং পরীক্ষার সিলেবাস, প্যাটার্ন দেখে নিন

B.Sc Nursing Course (বিএসসি নার্সিং) সায়েন্স ছাত্র ছাত্রীদের

নার্সিং এ ব্যাচেলর অফ সায়েন্স (B.Sc) হল একটি 4-বছরের দীর্ঘ স্নাতক কোর্স (Graduate) যেখানে একজন শিক্ষার্থী নার্সিং, প্রাথমিক চিকিৎসা এবং মিডওয়াইফারির জ্ঞান সম্পর্কে শেখে।

যোগ্যতা: আবেদনকারী শিক্ষার্থীদের ভারত সরকার দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে Biology, Physics, and Chemistry বিষয়ে কমপক্ষে 50% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীকে মেডিকেলভাবে ফিট হতে হবে।

লিঙ্গ: পুরুষ এবং মহিলা উভয়ই বিএসসি নার্সিং করতে পারে। রাজ্যের অধিকাংশ মেডিকেল কলেজের সকলের জন্যই পড়ার ব্যবস্থা রয়েছে

বয়সসীমা: আবেদনকারী শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন 17 থেকে 35 বছরের মধ্যে হতে হয়।

ভর্তি প্রক্রিয়া: পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে এই B.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য WB JENPAS UG পরীক্ষা দিতে হয়। সেখানে ভালো র‍্যাঙ্ক করলে সরকারি কলেজে সুযোগ মেলে

বিস্তারিত দেখুন: JENPAS Exam Eligibility: রাজ্য নার্সিং, প্যারামেডিকেল, মেডিকেল প্রযুক্তি ভর্তি পরীক্ষা!

চাকরির সুযোগ ও ভবিষ্যৎ কেরিয়ার (Career Opportunities in Nursing)

Nursing কোর্স পাশ করে শিক্ষার্থীরা সরকারি এবং বেসরকারী বিভিন্ন হাসপাতাল ও আরও বিভিন্ন প্রতিষ্ঠানে Clinical Nurse Specialist, Manager/ Administrator, Nurse Anesthetic, Staff Nurse, Certified Nurse Midwife, Nurse Educator, Nurse Practitioner ইত্যাদি বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করতে পারবে।

সরকারি (Government Sector):

  • সরকারি হাসপাতাল (Government Hospitals)
  • স্বাস্থ্যকেন্দ্র (Primary Health Centres)
  • ANM Sub-centres
  • ESIC Hospitals
  • Indian Railways Hospitals
  • Army Nursing Services (Military Nursing)

বেসরকারি (Private Sector):

  • বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম (Private Hospitals & Nursing Homes)
  • মাল্টি-স্পেশালিটি ক্লিনিক
  • NGO ও স্বাস্থ্য প্রজেক্ট

পশ্চিমবঙ্গ ANM-GNM পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তরসহ (PYQ Solution) PDF সংগ্রহ করে নিতে পারেন মাত্র ৩০ টাকাতে 👇

WB ANM GNM PYQ Book
👆 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন

নার্সিং পরীক্ষার Form ফিলাপ আপডেট ও প্রস্তুতির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন: Join Group →

দরকারি ওয়েবসাইটলিংক
জি এন এম নার্সিং:
WBJEE GNM ANM
wbjeeb.nic.in/jenpas-ug/
বিএসসি নার্সিং:
JENPAS UG Exam (WB JEE Board)
wbjeeb.nic.in/anm-gnm/

নার্স হওয়া একটি সেবামূলক ও সম্মানজনক পেশা। পশ্চিমবঙ্গে নার্সিং পেশায় প্রবেশের জন্য GNM বা B.Sc Nursing অন্যতম পথ। সঠিকভাবে কোর্স ও রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে সরকারি ও বেসরকারি দুই ক্ষেত্রেই ভালো চাকরির সুযোগ রয়েছে।

Join Group

Telegram