OASIS Scholarship: পশ্চিমবঙ্গের SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের জন্য ওয়েসিস স্কলারশিপ বৃত্তি!

OASIS SC ST OBC Scholarship Westbengal

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় একটি স্কলারশিপ হলো এই OASIS স্কলারশিপ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের SC/ST/OBC এছাড়াও অন্যান্য অনগ্রসর ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খরচ চালানোর জন্য এই স্কলারশিপ চালু করেছেন।

   

নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এই পোস্টটির মাধ্যমে “OASIS Scholarship” স্কলারশিপ এর বিষয়ে বিস্তারিত জানতে পারবে।

OASIS স্কলারশিপ প্রকল্প কী? (Westbengal SC/ST/OBC Scholarship)

এই স্কলারশিপের পুরো নাম হল- “অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ ইন স্টাডিজ্”(Online Application for Scholarship In Studies.)। এই স্কলারশিপটি দুটি ভাগে বিভক্ত- ১. প্রি-ম্যাট্রিক ২. পোস্ট ম্যাট্রিক

মাধ্যমিক পর্যন্ত এই স্কলারশিপকে বলা হয় “প্রি-ম্যাট্রিক স্কলারশিপ”, যা ” শিখ্যাশ্রী প্রকল্প বৃত্তি ” নামেও পরিচিত।  আর মাধ্যমিকের পরে এই স্কলারশিপকে বলা হয় “পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ”
এই “OASIS পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ” স্কিমের উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের SC/ST/OBC এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পঠনরত সমস্ত ছাত্র-ছাত্রীদের তাদের পড়াশোনার খরচে সহায়তা করা।

কারা পাবে এই স্কলারশিপ? (OASIS Scholarship Eligibility)

এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই

  • ছাত্র বা ছাত্রীকে SC/ST/OBC এছাড়াও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত হতে হবে।
  • একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে অর্থাৎ যে কোনো পোস্ট ম্যাট্রিক কোর্সে পড়াশোনা করতে হবে।
  • ছাত্র বা ছাত্রী যদি SC/ST হয় তাহলে তাদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় ২,০০,০০০ টাকা থেকে ২,৫০,০০০ টাকার কম হতে হবে
  • OBC বিভাগের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় ১,০০,০০০ টাকার কম হতে হবে।
  • ছাত্র বা ছাত্রীকে তার শেষ ফাইনাল পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে বা প্রতি সেমিস্টারে 6 SGPA স্কোর করতে হবে।
  • ছাত্র বা ছাত্রীকে তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টিকে “নরম্যাল সেভিংস অ্যাকাউন্টে” (Savings Account) পরিণত করতে হবে।
  • এই স্কলারশিপ পাওয়ার জন্য অবশ্যই ছাত্র বা ছাত্রীকে নিয়মিত ক্লাস করতে হবে তার সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

কী কী ডকুমেন্ট লাগবে? (Required Documents)

এই “OASIS পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ” স্কিমে আবেদনের জন্য যে সমস্ত ডকুমেন্ট অবশ্যই প্রয়োজন সেগুলি হল-

  1. শেষ ফাইনাল পরীক্ষার মার্কশীট (Marksheet)
  2. আবেদন পত্র (Application Form Print)
  3. কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC Certificate)
  4. ৪ কপি বর্তমান রঙিন পাসপোর্ট ফটোগ্রাফ (4 Copy)
  5. ঠিকানার প্রমাণ (Address Proof) যা আবেদন পত্রের সঙ্গেই থাকে, সেটা নিজেকে পূরণ করতে হবে।

আরো দেখো: OASIS Scholarship Amount: SC/ST/OBC স্কলারশিপের পরিমাণ! কত টাকা পাবে? দেখে নাও

আবেদন পদ্ধতি (OASIS Scholarship Application Process)

OASIS পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ” এর আবেদন সম্পূর্ণ অনলাইনে হবে কিন্তু আবেদনপত্র জমা দেওয়া অফলাইনে হবে। নিম্নলিখিত ধাপ অনুযায়ী ছাত্র বা ছাত্রী নিজেই এই স্কলারশিপে আবেদন করতে পারবে।

  1. প্রথমে শিক্ষার্থীকে নতুন আবেদনকারী হিসাবে OASIS পোর্টালে » https://oasis.gov.in/ নিজেকে রেজিস্ট্রেশন করতে হবে।
    *আপনি যদি আগে আবেদন করে থাকেন, তাহলে আপনার আগের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।
  2. নতুন আবেদনের জন্য আপনার শিক্ষাগত বিবরণ পূরণ করুন এবং আইডি ও পাসওয়ার্ড তৈরি করুন। তারপরেই ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
  3. লগইন করলেই, আপনার সামনে একটি ফর্ম চলে আসবে, তারপরে ওই ফর্মের সমস্ত বিভাগগুলি আপনার ডকুমেন্ট অনুযায়ী পূরণ করে, আপনার সমস্ত ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। ফর্ম পূরণ সম্পূর্ণ হয়ে গেলে সাবমিট করে দিতে হবে।
  4. তারপরে ওই পোর্টাল থেকেই একটি পূরণ করা ফর্ম এর পিডিএফ দিয়ে দিবে সেই ফরমটিকে ডাউনলোড করে নিতে হবে।
  5. তারপরে ওই ডাউনলোড করা ফরমটিকে এক কপি প্রিন্ট বের করে নিতে হবে।
  6. তারপরে আপনাকে ফর্মের নির্দেশ অনুযায়ী সঠিক স্থানে স্বাক্ষর করতে হবে এবং আপনার অভিভাবককেও Self Declaration ও Income Proforma অংশে স্বাক্ষর করতে হবে।

উপরের ধাপগুলি সম্পূর্ণ করার পরে, আপনাকে ফর্মের একটি পাতায় ব্লক সেক্রেটারি দ্বারা স্বাক্ষর করিয়ে নিতে হবে। তারপর যে সমস্ত ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি ওই আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে

এখন ‘OASIS আবেদনপত্র জমা দেওয়ার’ জন্য আপনার কলেজ/বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠানে “জমা নেওয়ার নোটিশের” জন্য অপেক্ষা করতে হবে। প্রতিবছর ছাত্র বা ছাত্রীকে তার প্রতিষ্ঠান বা কলেজে সময় মতো রিনিউয়াল আবেদন জমা দিতে হবে (OASIS SC/ST/OBC Scholarship Renewal)।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram