ভারতজুড়ে পিছিয়ে পড়া বিভিন্ন গোষ্ঠী অর্থাৎ অনগ্রসর শ্রেণীগুলিকে (OBC) সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে ১৯৯৩ সালে শুরু করা হয়েছিল নন-ক্রিমি লেয়ার সার্টিফিকেট (OBC NCL Certificate)।
কেন্দ্র সরকারের বিভিন্ন ভর্তি থেকে চাকরি – এই সার্টিফিকেট থাকলেই দারুণ কাজ! কারা কারা এই নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটে আবেদনের যোগ্য এবং কিভাবে আবেদন করবেন, আবেদন করলে কি কি সুবিধা পেতে পারেন তা নিয়ে আমাদের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হলো।
OBC Non-Creamy Layer (NCL) নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট কি?
একজন পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীভুক্ত ব্যক্তি বা ছাত্র-ছাত্রীকে বিশেষভাবে সংরক্ষণে আরও একধাপ এগিয়ে দেয় এই Non-Creamy Layer সার্টিফিকেট। তাই কোন ওবিসি ক্যাটাগরি ভুক্ত ব্যক্তি আর্থিকভাবে সচ্ছল না হন সেক্ষেত্রে নন ক্রিমিলেয়ার সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন।
নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে নূন্যতম যে সকল শর্তগুলি অবশ্যই মানতে হবে তা হল –
- আপনার নিজের বা পিতার বংশের দিকে বাবার, কাকার প্রাক্তন ব্যক্তিবর্গের ওবিসি সার্টিফিকেটের থাকতে হবে।
- আপনার বর্তমান শিক্ষাগত যোগ্যতার প্রমাণ উপযুক্ত প্রমাণ সহ আপনার বার্ষিক আয়ের প্রমাণ (আপনি স্থানীয় অঞ্চল পৌরসভা বা বিডিও অফিস থেকে এটা সংগ্রহ করতে পারেন।।
- আপনার সংশ্লিষ্ট বাসস্থানের স্থায়ী বাসিন্দার প্রমাণ (প্রমাণ স্বরূপ আধার কার্ড বা ভোটার কার্ড এর কপি দেওয়া যেতে পারে)।
OBC NCL Eligibility: কারা কারা এনসিএল যোগ্য?
- ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- অবশ্যই প্রার্থীকে ওবিসি বা অনগ্রসর শ্রেণীভুক্ত সার্টিফিকেট রাখতে হবে।
- প্রার্থী বার্ষিক আয় কোনভাবেই নির্ধারিত মানের উপরে অর্থাৎ ক্রিমি লেয়ারভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
- উল্লেখ্য বর্তমানে আয় অবশ্যই বার্ষিক ৮ লক্ষের মধ্যে হতে হবে অর্থাৎ বার্ষিক আয় আট লক্ষের নিচে ব্যাক্তিরাই এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন।
- আপনার পিতা মাতা বা আপনি যদি কোন সরকারি সংস্থায় উচ্চপদস্থ ক্ষেত্রে চাকরি করেন অর্থাৎ গ্রুপ এ , গ্রুপ বি ইত্যাদি কর্মকর্তা পদে চাকরিরত হন তাহলে আপনি এই সার্টিফিকেট আবেদন করতে পারবেন না।
দেখে নাও: BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে!
OBC NCL Certificate Process: কিভাবে আবেদন করবেন?
ওবিসি সম্প্রদায় ভুক্ত কোন ব্যক্তির নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকলে বিভিন্ন কর্মসংস্থান বা শিক্ষাগত ক্ষেত্রে বিশেষ সুযোগ পাবেন। কিভাবে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট এর জন্য আবেদন করতে পারবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো –
- প্রথমে আপনাকে স্থানীয় BDO অফিস বা এসডিও অফিসে নন ক্রিমি লেয়ার সার্টিফিকেটের জন্য আবেদনপত্র নিন।
- এরপর সকল প্রকার তথ্য দিয়ে সাবধানতার সঙ্গে আবেদন পত্র পূর্ণ করুন।
- আবেদন পত্রের শেষে একই নিজস্ব স্বাক্ষর করুন এবং পাসপোর্ট সাইজের ছবি আবেদনপত্রের সঙ্গে জুড়ে দিন।
- আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদন পত্রটি পুনরায় অফিসে জমা করুন মোটামুটি সবকিছু ঠিকঠাক থাকলে আবেদন পত্র জমা করার থেকে ১৫ দিনের মধ্যেই নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট চলে আসতে পারে।
OBC NCL Certificate format West Bengal
এক্ষেত্রে যদি ভর্তি বা চাকরির ক্ষেত্রে এনসিএল বানাতে হয়, সেই সংস্থা কর্তৃক একটা ফরম্যাট দিয়ে দেওয়া থাকে (SSC বা রেলে চাকরির ক্ষেত্রে) সেই ফরমেট এর মধ্যেই পিডিএফ প্রিন্ট আউট করে ফরমের সঙ্গে জমা করতে হবে।
চাকরির ক্ষেত্রে NCL ফরম্যাট (SSC- Recomended) | Download PDF |
উচ্চশিক্ষা বা ভর্তির ক্ষেত্রে OBC-NCL ফরমেট (Entrance Exam/ Admission) | View PDF |
আরো দেখে নাও: Westbengal OBC List 2024: পশ্চিমবঙ্গের নতুন ওবিসি তালিকা 2024
NCL সার্টিফিকেটের কি কি সুবিধা?
আপনি যদি অনগ্রসর সম্প্রদায় ভুক্ত হন এবং পাশাপাশি নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট থাকে তাহলে আপনি নিম্নলিখিতের সুবিধাগুলি ভোগ করতে পারবেন –
আপনি শিক্ষাক্ষেত্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ সুবিধা পাবেন বিশেষত বিভিন্ন কলেজগুলিতে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় (Govt Job Exam) ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অধীনে সুবিধা পাবেন। নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ব্যক্তিদের জন্য বিশেষ কোটা আসনের ব্যবস্থা থাকে যার মাধ্যমে আপনার চাকরি ভবিষ্যৎ সু প্রসারিত হতে পারে।
তবে একবার এনসিএল সার্টিফিকেট কষ্ট করে বানিয়ে নিলে পরের বছর থেকে সেটা রিনিউয়াল করতে হয়। অর্থাৎ সাপোর্টিং ইনকাম সার্টিফিকেট ডকুমেন্ট দিয়ে নতুন অর্ধবর্ষের জন্য কারেন্ট ডেটে তৈরি করিয়ে নেবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »