OBC Scholarship: ওবিসি পড়ুয়ারা কি স্কলারশিপ টাকা পাবে? হাইকোর্টের রায় বিস্তারিত জেনে নিন

Westbengal OBC Scholarship Cancel List Students New Upadte 2024

পশ্চিমবঙ্গের প্রায় পাঁচ লক্ষ ওবিসি কার্ড বাতিল করা হয়েছে হাইকোর্টের তরফ থেকে। রাজ্য সরকারের বেনিয়ম ভাবে সংখ্যালঘু সহ বিশেষ কিছু শ্রেণীকে ওবিসি তালিকাভুক্ত করে সুবিধা পাইয়ে দেওয়ায় পরবর্তীকালে হাইকোর্টের রায় বাতিলের সিদ্ধান্ত দেওয়া হয়। যদিও পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছে এবং সেই সিদ্ধান্ত এখন বিচারাধীন।

   

এদিকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য ওবিসি স্কলারশিপ এর নতুন আবেদন ফরম পূরণ শুরু হয়ে গিয়েছে! তাহলে ছাত্রছাত্রীরা কি আবেদন করবে না? কারা আবেদন করতে পারবে? যাদের বাতিল হয়েছে তাদের কি হবে? – সমস্ত কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন।

যাদের OBC বাতিল হয়েছে তারা কিভাবে আবেদন করবে

প্রথমত বলা দরকার, প্রি মেট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কুল এবং কলেজ পড়ুয়াদের স্কলারশিপের টাকা রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে ফান্ড দিয়ে থাকে। কাজেই যেসব পড়ুয়ারা ইতিমধ্যই কেন্দ্র সরকারের ওবিসি লিস্টে রয়েছে তাদের স্কলারশিপ আবেদন এবং টাকা পাওয়াতে কোনো রকম সমস্যা হবে না।

যেহেতু বর্তমানে মামলাটা সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এই নিয়ে ফাইনাল কোন শুনানি আসেনি। সুতরাং এই বিষয়ে আপাতত ছাত্র-ছাত্রীদের অপেক্ষা করে যাওয়াই ভালো। যেসব সংখ্যালঘু ছাত্র-ছাত্রীরা OBC স্কলারশিপ আবেদন করতে চাও, তাদের জন্য ইতিমধ্যেই ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Minority Scholarship) রয়েছে। তাই তাদের ওপর খুব একটা প্রভাব পড়বে না তারা ওই স্কলারশিপ আবেদন করে নিতে পারবে।

কারা OBC স্কলারশিপ আবেদন করতে পারবে?

যাদের কোনো রকম লিস্ট বাতিল হয়নি ২০১১ সালের আগেই ওবিসি হিসাবে নথিভুক্ত ছিল, তোমার কার্ড পরে হয়ে থাকলেও তোমার কোন রকম চিন্তা করার কারণ নেই, তোমরা নির্দ্বিধায় OASIS স্কলারশিপ পোর্টালে আবেদন জানাতে পারবে।

ইতিমধ্যেই আমরা কেন্দ্র সরকারের ওবিসি লেটেস্ট লিস্ট (Central Govt OBC List) তোমাদের সাথে শেয়ার করেছিলাম তোমরা যারা ডাউনলোড করে দেখে নাওনি নিচে লিংক দেওয়া থাকবে সেটা অবশ্যই দেখে নিও।

গুরুত্বপূর্ণ লিংক ও দরকারি পোর্টাল

রাজ্য সরকারের ওবিসি তালিকাWB OBC List 2024
অনলাইন ওবিসি স্কলারশিপ পোর্টালoasis.gov.in

বিস্তারিত দেখুন: OBC Case Order: হাইকোর্টের অর্ডার ৩৭ জনগোষ্ঠী ওবিসি বাতিল, একনজরে দেখে নিন

আর সুপ্রিম কোর্টের পরবর্তী আপডেটও আমরা তোমাদের সাথে সবার আগে শেয়ার করব সহজভাবে বুঝিয়ে বলব। সে জন্য অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো পড়াশোনাসহ স্কলারশিপ নিয়ে যেকোন বিষয়ের ক্ষেত্রে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram