ONGC Scholarship Eligibility, Amount, Apply Online Last Date 2023: মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে ONGC বিশেষ বৃত্তিপ্রদানের সুযোগ দিয়েছে। “ওয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন অফ ইন্ডিয়া” হল ভারত সরকারের একটি মহারত্ন কোম্পানি। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রতিবছর স্কলারশিপ প্রদান করে থাকে। কারা আবেদন করতে পারবেন? কী কী ডকুমেন্টস লাগবে? আর কত টাকা করে পাবেন বিস্তারিত জানতে শেষ অবধি সঙ্গে থাকুন।
ONGC Scholarship 2023-24 (Online Apply)
ONGC এর পুরো নাম হল Oil and natural gas corporation-এর তরফ থেকে প্রতি বছর প্রায় ২০০০ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য দিয়ে থাকে। শিক্ষা জাতির মেরুদন্ড, আর্থিক দূরাবস্থার কারনে যদি দেশের মেধাবীরা শিক্ষা থেকে বঞ্চিত হয় তাহলে কীভাবে দেশ এগোবে? তাই ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এই সরকারি কোম্পানি স্কলারশিপ প্রোগ্রাম এর উদ্যোগ নিয়েছে।
কারা কারা আবেদন করতে পারবেন?
- বিভিন্ন স্তরের SC, ST ও OBC এবং জেনারেল বিভাগের ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
- এই স্কলারশিপটি প্যান ইন্ডিয়াতে রয়েছে অর্থাৎ সমগ্র ভারতের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা আবেদন করতে পারবেন।
- SC/ST এর আবেদনকারীদের জন্য বার্ষিক ৪.৫ লক্ষের নিচে আয় হতে হবে। এবং OBC / জেনারেলদের জন্য বার্ষিক ২ লক্ষের নিচে আয় হতে হবে।
- আবেদনকারীর বয়স নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ এর মধ্যে হতে হবে। (16 অক্টোবর 2023 অনুযায়ী)
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই এআইসিটিই/ইউজিসি/এমসিআই/স্টেট ইউনিভার্সিটি/স্টেট এডুকেশন বোর্ড/সেন্ট্রাল ইউনিভার্সিটি/সেন্ট্রাল-এ ইঞ্জিনিয়ারিং/এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের অথবা এমবিএ/মাস্টার্স ইন জিওলজি/জিওফিজিক্সের প্রথম বর্ষের পাঠরত হতে হবে।
ইঞ্জিনিয়ারিং/এমবিবিএস প্রোগ্রামের জন্য – শিক্ষার্থীদের ন্যূনতম ৬০% নম্বর সহ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এমবিএ/ জিওলজি/জিওফিজিক্সে মাস্টার্সের জন্য – শিক্ষার্থীদের গ্রেডিং সিস্টেমের ১০ পয়েন্ট স্কেলে ন্যূনতম ৬০% নম্বর সহ স্নাতক পাস করতে হবে।
মিস করবেন না » Swami Dayanand Scholarship: স্বামী দয়ানন্দ স্কলারশিপে পাবে ৫০,০০০ টাকা! অনলাইনে আবেদন জেনে নিন
স্কলারশিপের পরিমাণ
প্রত্যেক আবেদনকারী বার্ষিক ৪৮,০০০ টাকা বৃত্তি পাবে। অর্থাৎ মাসিক ৪০০০ টাকা হিসেবে পাবেন।
আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্র
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, ২) কাস্ট সার্টিফিকেট (ইংরেজি/হিন্দি ভাষায়), ৩) বয়সের প্রমাণপত্র (জন্ম সার্টিফিকেট/ দশম শ্রেণীর মার্কশিট), ৪) সংশ্লিষ্ট পরীক্ষার মার্কশিট, ৫) বার্ষিক পারিবারিক আয়ের প্রমানপত্র (ইংরেজি/হিন্দি ভাষায়), ৬) ব্যাঙ্কের তথ্যাদি, ৭) প্যান কার্ডের কপি, ৮) আধার কার্ডের কপি।
ওএনজিসি স্কলারশিপ আবেদন পদ্ধতি
প্রথমে ONGC স্কলারশিপের অফিসিয়াল পেজটি খুলুন। এরপর ‘Apply scholarship ‘ এর বাটনে ক্লিক করুন।
সমস্ত নথিপত্র ও তথ্যাদি দিয়ে সংশ্লিষ্ট আবেদনটি পূরন করুন। বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট/কলেজের ডিন/প্রধান/অধ্যক্ষ দ্বারা ফরোয়ার্ডেড সমস্ত নথি আপলোড করুন। আবেদন সম্পূর্ন হলে হার্ড কপি প্রিন্ট আউট করে স্থানীয় অঞ্চলের সংশ্লিষ্ট ONGC অফিসে সাবমিট করতে হবে।
অফিসিয়াল আবেদনের লিংক: https://ongcscholar.org/
অবশ্যই পড়ুন » কেন্দ্র সরকারের এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের দিচ্ছে ১০,০০০ টাকা! কীভাবে আবেদন করবেন এখনই দেখে নিন
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন অফিসিয়াল ওয়েবসাইটে 16 অক্টোবর থেকে শুরু হয়ে গেছে এবং বর্তমানে আবেদন খোলা রয়েছে। আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে ৩০ শে নভেম্বর, 2023। (Application Last Date)
প্রত্যেক শিক্ষার্থীর অধিকার রয়েছে শিক্ষার আলো পাওয়ার। অর্থাভাবে যেন আর কোন মেধাবী পিছিয়ে না পড়ে তার জন্যই এ উদ্যোগ। ছাত্রছাত্রীদের কাছে একান্ত অনুরোধ তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলোনা কিন্তু।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »