BDO Income Certificate: মোবাইলে বিডিও ইনকাম সার্টিফিকেট বের করে ফেলুন, বিনামূল্যে! দেখে নিন পদ্ধতি

Westbengal Edistrict BDO income Certificate Online Apply Download

সরকারের বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য এবং ছাত্র-ছাত্রীদের বিভিন্ন স্কলারশিপে আবেদন করার সময় BDO Income Certificate এর প্রয়োজন হয়। বর্তমানে সমস্ত কিছুই অনলাইনে হয় তাই পঞ্চায়েতের ইনকামের মূল্য কমে এসেছে সব ক্ষেত্রেই এবার অনলাইন বিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন হয়। রাজ্য কেন্দ্র সরকারের বিভিন্ন স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের বিডিও ইনকামের প্রয়োজন হয়।

   

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কিভাবে আপনি অনলাইনে বিডিও ইনকামের জন্য আবেদন করতে পারবেন? এবং বিডিও ইনকামে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? এবং কতদিন পর আপনি বিডিও ইনকামের অনলাইন কপি হাতে পাবেন? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

বিডিও ইনকাম সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন (Online BDO income Certificate)

আপনি যদি কোন সরকারি কাজের জন্য বা কোন স্কলারশিপে আবেদন করার জন্য বিডিও ইনকাম সার্টিফিকেট করাতে চান তাহলে আপনার অবশ্যই জানা দরকার বিডিও ইনকাম সার্টিফিকেট করার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে।

অনলাইনে ভিডিও ইনকাম আবেদন করার জন্য শুধুমাত্র তিনটি ডকুমেন্সের প্রয়োজন – (১) ১ কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, (২) আবেদনকারীর নিজস্ব আধার কার্ড এবং (৩) পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট।

অবশ্যই দেখুন: ‘যুবশ্রী’ বেকার ভাতা নতুন লিস্ট 2024! প্রতি মাসে ১৫০০ টাকা পাবেন নাম থাকলেই, চেক করুন এইভাবে

বিডিও ইনকাম অনলাইন আবেদন পদ্ধতি (Edistrict BDO income Certificate Online Application)

অনলাইনে বিডিও ইনকাম আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী অনলাইন সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্র থেকে বিডিও ইনকাম সার্টিফিকেট করিয়ে নিতে পারবেন। এছাড়াও আপনি চাইলে নিজে ঘরে বসে অনলাইনে মাধ্যমে ভিডিও ইনকামের জন্য আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বিভিন্ন লিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।

(১) অনলাইনে বিডিও ইনকাম সার্টিফিকেট আবেদন করার জন্য সর্বপ্রথমে আপনাকে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।

(২) এরপর সর্বপ্রথম প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, রেজিস্ট্রেশনের সময় একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর একটি আইডি পাবেন।

(৩) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, লগইন করার পর সম্পূর্ণ আবেদন পত্রটি খুলে যাবে এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

(৪) এরপর আবেদন পত্র পূরণ করার পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে।

(৫) এরপর আবেদন পত্রটি কোথাও ভুল আছে কিনা সঠিকভাবে দেখে নিয়ে সবশেষে আবেদনপত্রটি সাবমিট করতে হবে।

(৬) আবেদনপত্র পাত্র সাবমিট করার পর Acknowledgement Slip টি প্রিন্ট করে নিতে হবে। কারন Acknowledgement Slip এর মধ্যে একটি নাম্বার থাকে সেই নাম্বার থেকে পরবর্তীতে আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবে এবং অনলাইন ইনকাম সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবে।

আবেদন করার কতদিন পর ইনকাম সার্টিফিকেটটি হাতে পাবেন

অনলাইনে বিডিও ইনকাম আবেদন করার পর বিডিও এর তরফ থেকে অনলাইন ভেরিফিকেশন করা হয়, অনলাইন ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর আবেদন করার সময় যে নম্বরটি পেয়েছিলেন সেই নম্বর দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে ইনকাম সাইট সার্টিফিকেটটি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।

অর্থাৎ আপনি যেদিন ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেদিনই ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে দেখা যায় বিডিও এর তরফ থেকে ভেরিফিকেশনে দেরি করা হলে ২ থেকে ৩ দিন সময় লেগে যায়।

সরকারের অফিসিয়াল ওয়েবসাইট » https://edistrict.wb.gov.in/

অবশ্যই পড়ুন » Student Bank Account: পড়ুয়াদের জন্য কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভালো? যাতে টাকা অসুবিধা না হয়!

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram