প্রতিরক্ষা মন্ত্রকের Quiz প্রতিযোগিতা! থাকছে নগদ পুরস্কার, বাড়িতে বসেই এইভাবে অংশগ্রহণ করে ফেলুন

MyGov Quiz on Atmanirbhar Bharat with Cash prize Big Oppurtunity 2024

ভারত সরকার নিয়ে এলো Online Quiz এর সাথে নিয়ে এলো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ! Quiz – এ অংশগ্রহণ করতে ভালোবাসে না এরকম মানুষ বোধহয় খুব কমই আছে। আর সেই Quiz যদি Ministry Of Defence (মিনিস্ট্রি অফ ডিফেন্স) অর্থাৎ প্রতিরক্ষা মন্ত্রক আয়োজন করে থাকে তাহলে তাতে অংশগ্রহণ করতে পারাটা নিঃসন্দেহে অত্যন্ত গর্বের ব্যাপার

   

প্রতিরক্ষা মন্ত্রকের অনলাইন “কুইজ প্রতিযোগিতা”

Ministry Of Defence এবং MyGov একসঙ্গে Collaboration – করে স্বাধীনতা দিবস, 2024 উদযাপনের একটি অংশ হিসেবে “Quiz on Atmanirbhar Bharat in Defence Production“-এর আয়োজন করেছে। আজকের এই প্রতিবেদনে কীভাবে এই Quiz – এ আপনারা অংশগ্রহণ গ্রহণ করবে, কি কি পুরস্কার রয়েছে প্রভৃতি সমস্ত বিষয়গুলো বলতে চলেছি।

Quiz- এ যোগদানের শর্তাবলী

  • এই Quiz – এ অংশগ্রহণকারী প্রার্থীদের অবশ্যই ভারতীয় হতে হবে।
  • একই মোবাইল নম্বর এবং Email ID থেকে একবারের বেশি প্রতিযোগীতাতে অংশগ্রহণ করা যাবে না।
  • Quiz- এ কোনোরকম Unfair পদ্ধতি অবলম্বন করলে এবং তা ধরা পড়লে সংশ্লিষ্ঠ প্রার্থীর অংশগ্রহণ বাতিল করা হবে

Quiz শুরু ও শেষের তারিখ

তোমাদের সুবিধার্থে বলে থাকি Quiz- টি 20 July, 2024 – এর 9:00 am থেকে শুরু হয়েছে, যেটি 22July, 2024 – এর 11:45 pm পর্যন্ত চলবে

এই Quiz – এর মূল উদ্দেশ্য হলো 04- টি বিশেষ থিমের মাধ্যমে যুবসমাজ ও জনসাধারণের মধ্যে দেশাত্মবোধকে জাগিয়ে তোলা; গুলি হল –

  • Atmanirbhar Bharat in Defence Production
  • Indian Freedom Struggle
  • Military Might Of India
  • National Symbols and Traditions.

আরো দেখবে: মাধ্যমিক পাশ করলেই পাবে মোবাইল কেনার ১০০০০ টাকা! কি কি কাগজপত্র লাগবে?

Quiz Prizes: থাকছে নগদ পুরস্কার

Ministry Of Defence – এর তত্ত্বাবধানে আয়োজিত এই Quiz – এর বিজয়ীদের জন্য আকর্ষনীয় নগদ পুরষ্কার দেওয়া হবে, যথা –

  • 1st Prize (প্রথম পুরস্কার) – 25,000 টাকা
  • 2nd Prize (দ্বিতীয় পুরস্কার) – 15,000 টাকা
  • 3rd Prize (তৃতীয় পুরস্কার) – 10,000 টাকা
  • পরবর্তী সাতজন স্থান অধিকারী কে 5,000 টাকা প্রত্যেককে দেওয়া হবে।

এছাড়া Quiz – এর সেরা 250 জন অংশগ্রহণকারীকে Ministry Of Defence এবছর দিল্লির Red Fort – এ আয়োজিত আসন্ন স্বাধীনতা দিবসের Celebration – এ অংশগ্রহণের জন্য Invitation Card প্রদান করবে। পাশাপাশি, Quiz – এ অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীদের Online Certificate প্রদান করা হবে

Quiz- সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক

  • সমস্ত Quiz – গুলি Hindi এবং English ভাষাতে হবে।
  • প্রতিটি Quiz – এর সময়সীমা হল 05 মিনিট।
  • সমস্ত Quiz – গুলির Performance গুলি Combined করে এই প্রতিযোগিতার Winners – দের তালিকা ঘোষণা করা হবে।
কুইজ প্রতিযোগিতাটি করাচ্ছেMinistry Of Defence এবং MyGov
অনলাইন কুইজে অংশগ্রহণ করা সরাসরি লিংকQuiz Link

আরো সুযোগ: বিনামূল্যে ছাত্রছাত্রীদের ক্যারিয়ার কোর্স করাচ্ছে TATA! এইভাবে লাভ উঠান

বিশেষ দ্রষ্টব্য, এই প্রতিবেদনের সমস্ত তথ্য MyGov – এর Official Website – থেকে প্রাপ্ত, আরো বিস্তারিত ভাবে জানতে তোমরা MyGov – এর Official Website – টি Visit করতে পারো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করে দিও।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram