PM Kaushal Vikas Yojana: ৮০০০ টাকা সঙ্গে বিনামুল‍্যে কোর্স করাচ্ছে কেন্দ্র সরকার! জানুন কারা পাবেন?

PM Kaushal Vikas Yojana

বর্তমানে দেশ জুড়ে সব থেকে বড় সমস‍্যার সম্মুখীন হল বেকার সমস‍্যা। হাজার অধিক বেকার শিক্ষিতরা বসে রয়েছে, নেই কোন চাকরির সুসংস্থান। উপযুক্ত শিক্ষাগত যোগ‍্যতা থাকা সত্বেও কোন সুরাহা নেই। আর সেই কারনে এই বেকারত্বের জ্বালা মেটাতে রাজ‍্য ও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একের পর এক স্কিম আনা হয়েছে। বিভিন্ন প্রকল্প, যোজনার মাধ‍্যমে যতদূর সম্ভব আর্থিকভাবে সাহায্য করা হচ্ছে। এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেকারদের জন‍্য নয়া ডেভেলপমেন্ট স্কিমের ব‍্যবস্থা করা হয়েছে যার নাম প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা।

   

এই স্কিমের দ্বারা দেশজুড়ে বেকার শিক্ষিত যুবক যুবতীদের প্রশিক্ষণ দিয়ে কাজের সুব‍্যবস্থার বন্দোবস্ত করা হবে। ইচ্ছুক ব‍্যক্তিরা অফিসিয়াল সাইট pmkvyofficial.org– তে গিয়ে আবেদন ও বর্তমান কোর্স সংক্রান্ত বিশদ জানতে পারবেন। তবে এই প্রতিবেদনে আমরা এই প্রশিক্ষণের বিষয়ে একটি সুনিশ্চিত ধারনা দেব, তাই অবশ‍্যই আবেদনের শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ প্রতিবেদনে চোখ রাখার অনুরোধ রইল।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা (PM Kaushal Vikas Yojana)

প্রধানমন্ত্রী কতৃক প্রচারিত এই PM কৌশল বিকাশ যোজনা (PM Kaushal Vikas Yojana) এর অধীনে শিক্ষার্থীদের মেকানিকাল, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার, খাদ্য প্রক্রিয়াকরণ, আসবাবপত্র, হস্তশিল্প, রত্ন ও গহনা এবং চামড়া প্রযুক্তির মত প্রায় ৪০ এর ও অধিক প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।প্রসঙ্গত, বর্তমানের বাজারে এই কিছু বিশেষ ক্ষেত্রে দুর্দান্ত হারে উন্নত হচ্ছে সেজন‍্য এই কোর্সগুলির উপর বিশেষ নজর দেওয়া হচ্ছে।

দেশের বেকার যুবক যুবতীরা তাদের পছন্দমত কোর্সে নাম নথিভুক্তকরন করতে পারবেন ও প্রশিক্ষণও সম্পন্ন করতে পারবেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে দেশ ও রাজ‍্যজুড়ে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে যাতে দেশের প্রত‍্যেক কোনে কোনে থাকা বেকার শিক্ষিত যুবক যুবতীরা এর সুবিধা নিতে পারেন। এই প্রকল্পে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী ৫ বছর অবধি যুবক যুবতীদের কর্মমুখী করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরো পড়ুন: বেকারদের ঘরে বসেই ২৫০০ টাকা দেবে সরকার! এখনই আবেদন করুন এই প্রকল্পে

কীভাবে যুক্ত হবেন

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সুযোগ সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনায় দেশের সকল যুবক যুবতীকে যুক্ত করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক টেলিকম সংস্থাকে এই যোজনায় সংযুক্তিকরন করা হয়েছে।যাতে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো মেসেজের মাধ‍্যমে স্কিমটির বিষয়বস্তু সকল জনগনের মধ‍্যে প্রকাশ করতে পারে।

  1. এই স্কিমের অধীনে মোবাইল কোম্পানিগুলো দেশজুড়ে বিভিন্ন মোবাইল নম্বরে স্কিম সংক্রান্ত মেসেজ পাঠাবে ও একটি টোল ফ্রি নম্বর দেওয়া হবে যাতে প্রার্থীরা মিসড কল দিয়ে কোর্সের জন‍্য নাম নথিভুক্ত করতে পারেন।
  2. মিসড কল দেওয়ার পর একটি নির্দিষ্ট নম্বর থেকে আপনাকে ফোন করা হবে ও কোর্সের বিষয়ে বিস্তারিত জানানো হবে আর এর পরেই আপনি সরকারের IVR সুবিধার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবেন।

আপনার প্রেরিত সকল প্রকার তথ‍্য এই PM কৌশল বিকাশ যোজনার অধীনে সুরক্ষিত ভাবে সংরক্ষিত থাকবে এবং আপনার নিকটবর্তী স্থানীয় এলাকাতেই প্রশিক্ষণের জন‍্য পাঠানো হবে।

যোজনার অন্তভূক্ত সার্টিফিকেট

এই যোজনার অধীনে কোর্সটি সম্পূর্ণ করার পর সকল যোগ‍্য যুবক যুবতীরা একটি শংসাপত্র পাবেন। সফলভাবে কোর্সটি সম্পন্ন করলে অনলাইনেও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। আর এই সার্টিফিকেট ব‍্যবহার করে কোন চাকরির জন‍্য আবেদন করতে পারবেন।

পিএম কৌশল বিকাশ যোজনা অফিসিয়াল ওয়েবসাইট: https://www.pmkvyofficial.org/

Find a Training Centre: https://www.pmkvyofficial.org/pmkvy2/find-a-training-centre.php

অবশ্যই দেখুন: পিএম স্কলারশিপ প্রকল্পে মাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র! জানুন কারা পাবেন?

পাশাপাশি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আবেদন করার সময়েও বায়ো ডাটার সঙ্গে একস্ট্রি কারিকুল‍্যামের অংশ হিসেবে সার্টিফিকেটটি দিতে পারেন। এছাড়াও আপনি স্বাধীনভাবে কোন ব‍্যবসা করতে চাইলেও ট্রেড লাইসেন্স বা ব‍্যবসায়িক লোন নেওয়ার সময় এই শংসাপত্র কাজে আসবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram